অবসরপ্রাপ্ত পেনশনারগণদেরও ৫% প্রণোদনা দাবি ?
অবসরপ্রাপ্ত পেনশনারগণদেরও ৫% প্রণোদনা দাবি ?
সরকারি সরকারি কর্মকর্তা/কর্মচারি মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনার একসাথে অবসরপ্রাপ্ত পেনশনারগণদেরও ৫% প্রণোদনা দাবি করেছেন।
সোমবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি কল্যাণ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি বলা হয়।
এর প্রথমে গতকাল রোববার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় সরকারী চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হিসেবে মূল বেতনের ৫ শতাংশ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
সংগঠনের মহাসচিব আবু আলম মো. শহিদ খান স্বাক্ষরিত খবর প্রজ্ঞাপনে জানানো হয়, সম্প্রতি দেশে প্রায় সাড়ে ১২ লাখ সরকারি কর্মকর্তা/কর্মচারি চাকরিরত এবং প্রায় সাড়ে সাত লাখ অবসরপ্রাপ্ত রাষ্ট্রীয় শ্রমিক রয়েছেন। অবসরপ্রাপ্ত এ সাড়ে সাত লাখ কর্মচারীর ভিতরে ৮০ শতাংশ ৩য় ও চতুর্থ শ্রেণির শ্রমিক তার সাথে তাদের ৯০ ভাগ চরম আর্থিক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। এ বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি ঝুঁকিপূর্ণ সিচুয়েশনে রেখে সরকারের উন্নতি কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়।
সংবাদ প্রজ্ঞাপনে এইরকম বলা হয়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্যদের এক তাৎপর্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ। অধিবেশনে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক।
আরও জানুনঃ ২০২৩-২৪ অর্থবছর হতে শুরু হতে যাচ্ছে ভুমি ক্রয় বিক্রয়ে ই রেজিস্ট্রেশন বা ই দলিল ? কমবে হয়রানি ?
সভায় সমিতির মেম্বাররা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা সুবিধাটি সাড়ে সাত লাখ সামরিক ও বেসামরিক অবসরপ্রাপ্ত রাষ্ট্রীয় শ্রমিক পেনশনধারীদের প্রতি সমভাবে প্রয়োগ-যোগ্য না হলে পেনশনধারীদের প্রতি বৈষম্য আরও বহু হিসাব বাড়বে।
সভায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত রাষ্ট্রীয় কর্মচারীদের বিশেষ প্রণোদনা হিসেবে নিমিত্ত বেতনের ৫ শতাংশ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে অবসরপ্রাপ্ত রাষ্ট্রীয় কর্মচারীদেরও এই সুবিধা দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট গ্রহণের বায়না বলা হয়।
রিলেটেড ট্যাগঃ অবসরপ্রাপ্ত পেনশনারগণদেরও ৫% প্রণোদনা ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।