Site icon

আনুতোষিক কি ( what is gratuity)? আনুতোষিক শব্দের অর্থ কি ? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?

আনুতোষিক-কি

পোস্ট সামারীঃ

আনুতোষিক কি ( what is gratuity) ?

আনুতোষিক english হচ্ছে gratuity. একজন সরকারি কর্মচারি আবসর গ্রহণের পর তার সর্বশেষ বেতনের উপর এককালীন যে অর্থ পেয়ে থাকেন, তাকে আনুতোষিক বা gratuity বলা হয়।

আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?

আনুতোষিক টেবিল

আনুতোষিক কি? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ | আনুতোষিক বিধিমালা | what is gratuity

আরও জানুনঃ কত বছরে কত পেনশন, পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ কত | পেনশন টেবিল | পুন নির্ধারিত পেনশন

আনুতোষিক শব্দের অর্থ কি ?

পেনশন ও আনুতোষিক এবং অবসর ভাতা কি ?

 আনুতোষিক হিসাব করার পদ্ধতি ?

আনুতোষিক হিসাবঃ সর্বশেষ বেতনের ৯০%/ ২ x আনুতোষিকের হার

আরও জানুনঃ পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি? ডি-হাফ ( Disburser’s Half) কি?

আনুতোষিক হার কত ?

আনুতোষিক হারঃ

আনুতোষিক ও অবসর ভাতা ?

আনুতোষিক ও অবসর ভাতা

পেনশন ও আনুতোষিক কি ?

আনুতোষিক: সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে যে এককালীন যে অর্থ পেয়ে থাকে তাকে আনুতোষিক বলা হয়।

অবসর ভাতা বা পেনশন : সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে প্রতি মাসে যে সম্মানী পেয়ে থাকে তাকে অবসর ভাতা বা পেনশন বলা হয়।

আরও জানুনঃ পেনশন কত প্রকার ও কি কি । পেনশন কি । পারিবারিক পেনশন কি । Pension | পেনশন যোগ্য চাকুরীকাল জেনে নিন।

গ্রাচুইটি তহবিল কী?

সরকারি চাকরিজীবীদের পেনশন আনুতোষিক প্রদান করার জন্য সরকারের পেনশন ফার্ম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে যে পরিমাণ বাজেট রাখা হয় সেটি হচ্ছে গ্রাচুইটি ফান্ড বা গ্রাচুইটি তহবিল বলা হয়।

বাংলাদেশে গ্র্যাচুইটির নিয়ম কি ?

বাংলাদেশের সরকারি কর্মকর্তা/কর্মচারীরা তাদের চাকরি জীবন পূর্ণ করার পরে অথবা সর্বনিম্ন পেনশনযোগ্য চাকরির বয়স অর্জন করার পরে তারা অবসর গ্রহণ করলে এককালীন যে পরিমাণ অর্থ পেয়ে থাকে তাকে গ্রাচুইটি বলা হয়।

গ্র্যাচুইটি ও পেনশনের মধ্যে পার্থক্য কি?

আনুতোষিক: সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে যে এককালীন যে অর্থ পেয়ে থাকে আর পেনশন প্রতি মাসে পেয়ে থাকে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি পেনশন পায়?

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাও তাদের প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম অনুযায়ী পেনশন পেয়ে থাকে ।

পেনশন বলতে কী বুঝ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে প্রতি মাসে যে সম্মানী পেয়ে থাকে তাকে অবসর ভাতা বা পেনশন বলা হয়।

আনুতোষিক কি( what is gratuity)? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ভিডিও দেখে নিতে পারেন।

Exit mobile version