nocomments

আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব আদায় বাড়ানোর জন্য আয়কর রিটার্ন এর নতুন ছয়টি ক্ষেত্র যোগ হচ্ছে ?

আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্ব আদায় বাড়ানোর জন্য আগামী বাজেটে দেশের সব পৌরসভায় ১০ লক্ষ টাকার অধিক মূল্যের জমি, বাড়ি বা ফ্লাট ক্রয়-বিক্রয়, বায়নানামা এবং আমমোক্তারনামার জন্য আয়কর রিটার্ন বাধ্যতামূলক হচ্ছে।

সরকারি-বেসরকারি পরিসেবা গ্রহণ করার জন্য রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা নতুন ছয়টি ক্ষেত্রগুলো হচ্ছে-

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

  • স্ট্যাম্প, বিচারালয় ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা কাগজপত্র লেখক হিসাবে নিবন্ধন,
  • লাইসেন্স বা তালিকাভুক্ত হতে; জমি, বাড়ি ও তার সাথে অ্যাপার্টমেন্ট লিজ বা রেজিস্ট্রিকালে;
  •  সব পৌরসভায় ১০ লাখ টাকা বেশি মূল্যের ভূমি বিক্রি হস্তান্তর এবং লিজ   রেজিস্ট্রি করার সময়;
  •  ট্রাস্ট, ফান্ড, ফাউন্ডেশন, এনজিও, ক্ষুদ্রঋণ বিতরণকারী এজেন্সি তার সাথে সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে;
  •  সিটি করপোরেশন অঞ্চলে বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;
  • কোনো কর্তৃক পণ্য বা পরিসেবা যোগাড় গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর রিটার্ন জমার স্লিপ গ্রহণ বাধ্যতামূলক। অর্থাৎ আগামী বছর হতে সরকারি-বেসরকারি ৪৪টি সার্ভিস পেতে রিটার্ন জমা দিতেই হবে।


আরও জানুন: হচ্ছে না পে স্কেল তবে সরকারি চাকরিজীবীদের মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির খবর ২০২৩ ?


এনবিআরের কর্মকর্তারা বলছেন, রানিং অর্থবছরে সরকারি-বেসরকারি ৩৮ ধরনের পরিসেবা পেতে টিআইএনের (করদাতা শনাক্তকরণ নম্বর) পরিবর্তে রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক করায় অনেক ভালো সুফল পাওয়া গেছে। ২০২১-২২ অর্থবছরে যেখানে রিটার্ন জমা পড়েছিল ২৫ লাখ ৫৪ হাজার ২১৫টি, ওখান চলমান বর্ষের মার্চ পর্যন্ত ৩১ লাখ ৯৬ হাজার ৭১৬ জন রিটার্ন জমা দিয়েছে। অর্থাৎ এক সালের সাত লাখের বেশি রিটার্ন জমা পড়েছে। কর দেওয়ার সংস্কৃতি তৈরি করে তুলতে এ স্টেপ নেওয়া হয়। একারণে আগামী বাজেটে এর ক্ষেত্র বাড়ানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।

Income tax return slip  বর্তমানে যেসব সেবার গ্রহণে বাধ্যতামূলক রয়েছে,

আরও জানুনঃ ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জন্য মহার্ঘ ভাতা থাকছে না বিশেষ ইনক্রিমেন্ট ২০২৩ ?

  • ব্যাংক বা আর্থিক ইন্সটিটিউট থেকে ৫ লাখ টাকার অধিক লোন নিলে;
  • সংগঠন পরিচালক বা শেয়ারহোল্ডার হলে;
  • আমদানি-রপ্তানি রেজিস্টার সনদ (আইআরসি-ইআরসি) নিতে;
  • সিটি করপোরেশন বা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে;
  • সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিতে;
  • বিমা কোম্পানির সার্ভেয়ার হতে;
  • ১০ লাখ টাকা অধিক মূল্যের জমি-ফ্ল্যাটের কাগজপত্র করতে;
  • ক্রেডিট কার্ড নিতে;
  • পেশাজীবী সংগঠনের সদস্যপদ নিতে;
  • ড্রাগ লাইসেন্স,
  •  ফায়ার লাইসেন্স,
  • পরিবেশ ছাড়পত্র,
  • বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র পেতে;
  • গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিতে;
  • ইংরেজি মিডিয়াম স্কুলে শিশু ভর্তি করতে;
  • কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিতে;
  • অস্ত্রের লাইসেন্স নিতে;
  • ব্যাংকে ঋণের দলিল (এলসি) খুলতে;
  • ৫ লাখ টাকার বহু সঞ্চয়পত্র কিনতে;
  • নির্বাচনে অংশ নিতে;
  • সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বেতন ১৬ হাজার টাকা হলে;
  • এমপিওভুক্ত শিক্ষকরা ১৬ হাজার অর্থের বহু বেতন গ্রহণ করলে;
  • গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নকালে;
  • পণ্য Exoprt-import এর  bill of entry  আ জমা দেওয়ার জন্য আয়কর রিটার্ন জমার স্লিপ বাধ্যতামূলক।

Reply

error: Content is protected !!