ইএলপিসি কি অথবা প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র কি এবং ইএলপিসি তৈরীর উপায় ?
ইএলপিসি কি অথবা প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র কি ?
ইএলপিসি( প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র) ELPC(Expected Last Payment Certificate) :
যখন কোন সরকারী কর্মচারীর পিআরএল শুরু হয় তখন তার পেনশন মঞ্জুরীরর জন্য ইএলপিসি( প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র) ইস্যু করা হয় ।
ইএলপিসি কি অথবা প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র নেওয়ার জন্য কখন আবেদন করবেন ?
পেনশন সহজীকরণ আদেশ ২০২০ অনুযায়ী কর্মকর্তা/কর্মচারিদের ইএলপিসি কি অথবা প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র ১বছর আগে আবেদন করার নির্দেশনা রয়েছে।
প্রত্যাশিত শেষ বেতন পত্র (ইএলপিসি) তৈরীর উপায় ?
গৃহিত বেতন ভাতাদি এবং বিভিন্ন প্রকার কর্তনসমূহ, কোন প্রকার অগ্রিম গ্রহণ , গৃহ নির্মাণ লোন এবং ভবিষ্ৎ তহবিলে জমাকৃত টাকার পরিমাণ ELPC(Expected Last Payment Certificate) তে লিপিবদ্ধ করে গেজেটেড কর্মকর্তা ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসার পূরণ ও জারী করবে এবং নন গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন ও ব্যয়ন কর্মকর্তা পূরণ করবে এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার প্রতিস্বাক্ষরে জারি করবে।
ইএলপিসি প্রস্তুত করার জন্য কি কি তথ্য দরকার হবে ?
ইএলপিসি প্রস্তুত করার জন্য নিম্নলিখিত তথ্য প্রয়োজন হবে :
- পিআরএল এর অফিস আদেশ
- কর্মকর্তা/ কর্মচারীর আবেদন পত্র
- জিপিএফ এর হিসাব
কর্মচারিদের Elpc বা ইএলপিসি নেওয়ার পদ্ধতি ?
কর্মচারিদের Elpc বা ইএলপিসি নেওয়ার জন্য অফিস প্রধান বরাবর আবেদন করতে হবে। তারপর তারা Elpc তৈরী করে প্রতিস্বাক্ষরেরর জন্য হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে।
কর্মকর্তাদের Elpc বা ইএলপিসি নেওয়ার পদ্ধতি ?
কর্মকর্তাগণ তাদের বিভিন্ন স্টেশনের এলপিসি একত্রিত করে সার্ভিস স্টেটমেন্ট তৈরী করবে। সার্ভিস স্টেটমেন্টসহ Elpc বা ইএলপিসি নেওয়ার জন্য হিসারক্ষণ অফিসে আবেদন করবে ।
বিস্তারিত জানতে নিতে পারেন।
আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারিদের পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট বের করার পদ্ধতি ।
ইএলপিসি ফরম ডাউনলোড করার উপায় ?
প্রত্যাশিত শেষ বেতনের ফরম ডাউনলোড করতে পারেন।
রিলেটেড ট্যাগঃ প্রত্যাশিত শেষ বেতন পত্র (ইএলপিসি),ইএলপিসি ফরম
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।