nocomments

ইএলপিসি কি অথবা প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র কি এবং ইএলপিসি তৈরীর উপায় ?

ইএলপিসি কি অথবা প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র কি ?

ইএলপিসি( প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র) ELPC(Expected Last Payment Certificate) :

যখন কোন সরকারী কর্মচারীর পিআরএল শুরু হয় তখন তার পেনশন মঞ্জুরীরর জন্য ইএলপিসি( প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র) ইস্যু করা হয় ।

ইএলপিসি কি অথবা প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র নেওয়ার জন্য কখন আবেদন করবেন ?

পেনশন সহজীকরণ আদেশ ২০২০ অনুযায়ী কর্মকর্তা/কর্মচারিদের ইএলপিসি কি অথবা প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যায়ন পত্র ১বছর আগে আবেদন করার নির্দেশনা রয়েছে।

প্রত্যাশিত শেষ বেতন পত্র (ইএলপিসি) তৈরীর উপায় ?

গৃহিত বেতন ভাতাদি এবং বিভিন্ন প্রকার কর্তনসমূহ, কোন প্রকার অগ্রিম গ্রহণ , গৃহ নির্মাণ লোন এবং ভবিষ্ৎ তহবিলে জমাকৃত টাকার পরিমাণ ELPC(Expected Last Payment Certificate) তে লিপিবদ্ধ করে গেজেটেড কর্মকর্তা ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসার পূরণ ও জারী করবে এবং নন গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন ও ব্যয়ন কর্মকর্তা পূরণ করবে এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার প্রতিস্বাক্ষরে জারি করবে।

ইএলপিসি প্রস্তুত করার জন্য কি কি তথ্য দরকার হবে ?

ইএলপিসি প্রস্তুত করার জন্য নিম্নলিখিত তথ্য প্রয়োজন হবে :

  • পিআরএল এর অফিস আদেশ
  • কর্মকর্তা/ কর্মচারীর আবেদন পত্র
  • জিপিএফ এর হিসাব

কর্মচারিদের Elpc বা ইএলপিসি নেওয়ার পদ্ধতি ?

কর্মচারিদের Elpc বা ইএলপিসি নেওয়ার জন্য অফিস প্রধান বরাবর আবেদন করতে হবে। তারপর তারা Elpc তৈরী করে প্রতিস্বাক্ষরেরর জন্য হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে।

কর্মকর্তাদের Elpc বা ইএলপিসি নেওয়ার পদ্ধতি ?

কর্মকর্তাগণ তাদের বিভিন্ন স্টেশনের এলপিসি একত্রিত করে সার্ভিস স্টেটমেন্ট তৈরী করবে। সার্ভিস স্টেটমেন্টসহ Elpc বা ইএলপিসি নেওয়ার জন্য হিসারক্ষণ অফিসে আবেদন করবে ।

বিস্তারিত জানতে নিতে পারেন।

আইবাস++ এ কর্মকর্তা/কর্মচারিদের পেমেন্ট এন্ড রিকোভারি রিপোর্ট বের করার পদ্ধতি ।

ইএলপিসি ফরম ডাউনলোড করার উপায় ?

প্রত্যাশিত শেষ বেতনের ফরম ডাউনলোড করতে পারেন।

রিলেটেড ট্যাগঃ প্রত্যাশিত শেষ বেতন পত্র (ইএলপিসি),ইএলপিসি ফরম

Reply

error: Content is protected !!