nocomments

একজন ওসির বেতন কত এবং পুলিশ ওসি কত তম গ্রেড ?

থানার  মধ্যে নির্ধারিত এলাকায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান এবং থানার আইনশৃঙ্খলা সহ যাবতীয় কাজ একজন দেখভাল করে থাকে ওসি । বাংলাদেশ পুলিশের থানায় কর্মরত সকল পুলিশের সর্বোচ্চ পদ হলো ওসির পদ। একজন ওসি হচ্ছে থানার প্রধান ব্যক্তি। আমরা অনেকেই জানি না যে ,একজন ওসির বেতন কত এবং পুলিশ ওসির কত তম গ্রেড এবং একজন ওসির অন্যান্য কি কি সুবিধা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের পর্ব আমরা বিস্তারিত আলোচনা করব। 

ওসি বা Oc এর পূর্ণরূপ কি? 

শব্দের পূর্ণ অর্থ হচ্ছে অফিসার্স ইনচার্জ বা ওসি (Officer in charge; oc)। থানায় কর্মরত সকল পুলিশের অফিস প্রধান । একজন ওসিকে থানার অধীনে আইন শৃঙ্খলাসহ সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় ।

পুলিশের ওসি কিভাবে হয় ?

একজন-ওসির-বেতন-কত-
একজন-ওসির-বেতন-কত-

বাংলাদেশ পুলিশের তিনটি পদে নিয়োগ দেওয়া হয়:

পুলিশের ওসি পদে সরাসরি নিয়োগ করা হয় না। বিভাগীয় পদোন্নতির মাধ্যমে ওসি নিয়োগ করা হয়ে থাকে।

  • কনস্টেবল পদে
  • এসআই পদে
  •  এবং এএসপি পদে

কনস্টেবল  পদে  পদে নিয়োগ প্রাপ্ত হয়ে ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হলে এএসআই পদে পদোন্নতি পেয়ে থাকেন। এএসআই পদ হতে আবারও বিভাগীয় পরিক্ষার মাধ্যমে তিনি সাব-ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করে।  এরপর পদোন্নতি পেয়ে দিয়ে ইন্সপেক্টর পর্যন্ত হতে হবে, আবার এএসআই থেকেও ৪ বছর পর পদোন্নাতির পরিক্ষার মাধ্যমে মেধা যোগ্যতা দিয়ে ইন্সপেক্টর  পদে পদোন্নতি পেয়ে থাকেন।

আরও জানুনঃ টাইম স্কেল কি ? টাইম স্কেল পাওয়ার নিয়ম ? ২০১৫ পে স্কেল এর পরও কি বহাল রয়েছে ? টাইম স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি ?

 পুলিশ পরিদর্শক আবার দুই ধরনের হয়

  •  সশস্ত্র রাংকের;

# এদের বিভিন্ন পুলিশ লাইন এবং 

# পুলিশ পুলিশ ট্রেনিং সেন্টারে দায়িত্ব দেওয়া হয়।

  • নিরস্ত্র রাংকের

# রাংক থেকে জেলা পুলিশ সুপারের ওসি পদে পদোন্নতি দিয়ে থাকে।

পুলিশে কোন পদ থেকে কোন পদ পর্যন্ত পদোন্নতি পাওয়া যায় ?

  • কনস্টেবল থেকে পদোন্নতি  পেয়ে এ এস পি পর্যন্ত হওয়া যায়।
  • এসআই থেকে পদোন্নতি লাভ করে এডিশনাল এসপি পর্যন্ত হওয়া যায়।
  • এএসপি পদে নিয়োগ প্রাপ্ত হলে পদোন্নতি পেয়ে পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি পর্যন্ত হওয়া যায়।

আরও জানুনঃ বেতন স্কেল কি ? বেতন গ্রেড কী ? বেতন নির্ধারণ গুরুত্বপূর্ণ কেন ?

একজন ওসির বেতন কত ? পুলিশের ওসি কত তম গ্রেড ?

 পুলিশের ওসির নবম গ্রেডের একজন কর্মকর্তা। জাতীয় বেতন স্কেল ২০১৫  অনুযায়ী বেতন শুরু হয় ২২ হাজার টাকা থেকে সর্বশেষ  ৫৩ হাজার ৬০ টাকা।

নবম গ্রেডের বেতন স্কেলঃ ২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০-৩৭৬৮০৩৯৫৭০-৪১৫৫০-৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ ।

পুলিশের ওসির অন্যান্য সুবিধা ?

বাড়িভাড়া ভাতাঃ

  • পুলিশের ওসি নির্ধারিত সরকারী বাড়ি পেয়ে থাকে। এজন্য সে বাড়ি ভাড়া ভাতা প্রাপ্ত হয় না।

মেডিকেল ভাতাঃ

  • প্রতিমাসে ১৫০০ টাকা করে মেডিকেল ভাতা পেয়ে থাকেন।

আরও জানুনঃ উচ্চতর গ্রেড কি বা উচ্চতর গ্রেড বলতে কি বুঝায় ? ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বা ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের প্রজ্ঞাপন ?

 শিক্ষা সহায়ক ভাতাঃ 

  • এক সন্তানের জন্য মাসে ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য মাসে এক হাজার টাকা।

বাংলা নববর্ষ ভাতাঃ

  • মূল বেতনের ২০% হারে নববর্ষ ভাতা প্রাপ্য হবে।

ভ্রমণ ভাতাঃ

  • সরকারি প্রচলিত আইন অনুযায়ী ভ্রমন ভাতা প্রাপ্ত হবে।

উৎসব ভাতা এবং শ্রান্তি ও বিনোদন ভাতাঃ

  • প্রতি তিন বছর পর পরে শান্তি বিনোদন ভাতা প্রাপ্য হবেন।

কার্যভার ভাতাঃ

  • মুল বেতনের  দশ শতাংশ হারে এবং সর্বোচ্চ সীমা হচ্ছে ১৫০০ টাকা দায়িত্ব ভাতা বা কার্যভার ভাতা প্রাপ্য হবেন। 

আরও জানুনঃ what is pay fixation? online pay fixation করার জন্য কি কি প্রয়োজন ? pay fixation rules ও জরুরী নির্দেশনা ?

পাহাড়ি ভাতাঃ

  • পার্বত্য জেলা সদর এবং সদর উপজেলের নিযুক্ত সকল কর্মচারীর জন্য মুল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৩ হাজার টাকা এবং অন্যান্য উপজেলা ২০% হারে তাদের সর্বোচ্চ ৫ হাজার টাকা প্রাপ্য হবে।

ঝুকি ভাতাঃ

  • প্রচলিত আইন অনুযায়ী পুলিশ নিয়োগের সকল কর্মচারী ঝুঁকি ভাতা পেয়ে থাকেন।

রেশন :

  • পুলিশের সকল সদস্যগণ রেশন পেয়ে থাকেন।

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

শেষ কথাঃ বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল তার মেধা, যোগ্যতা দিয়ে বিভাগীয় পদোন্নতি মাধ্যমে ওসি হিসেবে পদোন্নতি পেয়ে থাকেন। আবার একজন এসআইও তার মেধা, যোগ্যতা এবং বিভাগীয় পরিক্ষার মাধ্যমে পদোন্নতি পেয়ে ওসি হিসেবে নিয়োগ পেয়ে থাকেন। ওসি হিসেবে পদোন্নতি পাওয়া চাকরি জীবন এবং পারিবারিক জীবনে খুবই সম্মানের ।

পারিবারিক-পেনশন-ফরম-২-২

Reply

error: Content is protected !!