nocomments

Google IO কনফারেন্স যে সব কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভিস নিয়ে আসতে পারে ?

সারা পুথিবীতে কৃত্রিমবুদ্ধিমত্তা বা artificial intelligence ব্যাপক আলোচনা- সমালোচনা শুরু হয়েছে। Google IO 2023′ যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়ার Mountain View এ  Shoreline Amphitheater  এ গুগলে ডেভেলপার বা প্রোগামারদের নিয়ে  বার্ষিক কনফারেন্স শুরু হবে। এবারের কনফারেন্স এ কৃত্রিমবুদ্ধিম্তা বা artificial intelligence ভিত্তিক বিভিন্ন  প্রোডাক্ট বা সার্ভিসের ঘোষনা দিতে গুগল।

Google IO কনফারেন্স যে সব  কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভিস নিয়ে আসতে পারে
Google IO কনফারেন্স যে সব কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভিস নিয়ে আসতে পারে


গুগলের সবচেয়ে বড় সম্মেলন এই আইও। প্রতিবছর এই সম্মেলন ঘিরে নানা পণ্য ও সেবার ঘোষণা আসে, যা নিয়ে প্রযুক্তি পৃথিবীতে নানা বার্তা পাবলিশ করা হয়। তবে এবারের আইও সম্মেলন ঘিরে আরও বিশাল ধরনের ঘোষণা আসতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের প্রতিবেদনের তথ্যমতে, ব্যক্তি যেরকম ভাবে গুগলের পণ্য ব্যবহার করে এবারের আইও সম্মেলন থেকে গুগলের সেই পণ্য ও সেবার ক্ষেত্রে সুবিশাল ধরনের চেঞ্জ হতে  পারে। গুগল নিম্নলিখিত  প্রোডাক্ট বা সার্ভিসের সেবা এক নজরে দেখে নেওায়া যাক:

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

গুগল এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial intelligence এ Google’s Gmail, Docs and Workspaces ইতিমধ্যে যুক্ত হয়ে বেশ সাড়া পড়েছে।

Google slide এ picture তৈরী Google meet এ video কল দেওয়ার সময় অটোমেটিক নোট লেখার মত সুবিধা আসতে পারে।

গুগল সার্চ


গুগলের অন্যতম মার্কেটিং সেবা অনুসন্ধান বা অনুসন্ধান। গুগলের অনুসন্ধান ফিচারে এআই কীভাবে কাজে আঁটা হবে, তার হালনাগাদ তথ্য জানতে ইচ্ছুক অনেকেই। গুগল ইতিমধ্যে বার্ড নামের চ্যাটবট ঘোষণার সময় সার্চ সেবাতে Artificial intelligence  এ  insite এ ব্যাপারে ধারণা দিয়েছে। এবারের আইও কনফারেন্স বিস্তারিত ঘোষনা আসতে পারে।

আরও জানুনঃ স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত সতর্কবার্তা ?গর্ভবতী হওয়ার লক্ষণ বা কি করে বুঝবেন যে আপনি গর্ভবতী ?

গুগল ক্রোম ও গুগল অ্যাসিস্ট্যান্ট


গুগলের ক্রোম ব্রাউজারে এআই অ্যাডভান্টেজ জয়েন করা হতে পারে। এ ছাড়া গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্টকে এআইয়ের সাথে কীভাবে যুক্ত করা হবে তার একটি ঘোষণাও আইওতে আসতে পারে।
ডেভেলপার টুলস গুগলের ডেভেলপার সম্মেলনে ডেভেলপারদের কথা বিবেচনা করে এআইসংক্রান্ত কোনো ঘোষণা অবশ্যই থাকবে। এটা থেকে পারে অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যাসিসটেন্ট কোনো টুল।


অ্যান্ড্রয়েড ১৪


গুগলের এবারের সম্মেলনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ঘোষণা আসতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ তে নতুন বেশ কতিপয় অ্যাডভান্টেজ চালুরও ঘোষণা দিতে পারে গুগল।

আরও জানুনঃ দেশের  ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ? ই-নামজারি কি ? ভূমি মালিকদের আধুনিক কার্ড

অ্যান্ড্রয়েড এক্সআর


ইতিমধ্যে স্যামসাং অ্যান্ড্রয়েড চালিত এক্সআর হেডসেট পরীক্ষা করেছে। এই অপারেটিং সিস্টেম সম্মন্ধে এখনো ডিটেইলস কিছু জানা যায়নি। এবারের আইও সম্মেলনে এ সম্মন্ধে জানাতে পারে গুগল।

ওয়্যার ওএস


২০২১ সালে ওয়্যারওএসের ঘোষণা এসেছিল। গত বছর এর ৩ দশমিক ৫ কোনো বইয়ের একবারের মুদ্রণ উন্মুক্ত করে গুগল। এবারে ওয়্যারওএস ৪ উন্মুক্ত করার ঘোষণাও আইওতে আসতে পারে।

ফাইন্ড মাই ডিভাইস


অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম ত্যাগ ফাইন্ড মাই যন্ত্র এইরকম নেটওয়ার্কে জয়েন থেকে পারে। বিশেষ করে থার্ড পার্টির নানারকম পণ্য এটি সমর্থন করার জন্য পারে। গুগল তার জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। গুগলের তৈরি Tracker নিয়ে আসতে পারে । এবারের আইও সম্মেলনে এ সম্মন্ধে জানাতে পারে গুগল।

আরও জানুনঃ ভ্রুণ কিভাবে তৈরি হয় ? ডিম্বাণু ও শুক্রাণু কিভাবে মিলিত হয় ? যমজ সন্তান কেন হয় ?

মেড বাই গুগল

Pixel 7 a, Pixel Tablet and Oixel Fold নামের নতুন হার্ডওয়্যারের ডিক্লেলারেশন আসতে পারে।

ফিটবিট


ফিটবিটের নিউ অ্যাপের ঘোষণা দেওয়ার জন্য পারে গুগল। গুগল টিভিতে ব্যায়ামের সরাসরি পরিসংখ্যান দেখানোর জন্য ফিটবিট ইন্টিগ্রেশন করা নিয়ে গুঞ্জন চলছে।

গুগল হোম


গুগল হোম অ্যাপ পরীক্ষামূলকভাবে শুরু করার একসাথে এতে গত বছর নিউ কতিপয় সুবিধা যুক্ত হয়েছে। এর ভিতরে আছে ওয়েবভিত্তিক স্ক্রিপ্ট এডিটর ও কাস্টম স্পেসেস। এবারে এইরকম নতুন কয়েকটি অ্যাডভান্টেজ এতে জয়েন থেকে পারে।

রিলেটেড ট্যাগঃ কৃত্রিম বুদ্ধিমত্তা,কৃত্রিম বুদ্ধিমত্তা কী,কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা কর,কৃত্রিম বুদ্ধিমত্তা কি,কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়,কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

Reply

error: Content is protected !!