Site icon

গর্ভবতী মায়ের যত্ন কি কি এবং গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা ? গর্ভবতী মায়ের কি কি চেকআপ করা দরকার ?

পোস্ট সামারীঃ

গর্ভবতী মায়ের যত্ন কি কি ? গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা ও গর্ভবতী মায়ের কি কি চেকআপ করা দরকার ?

গর্ভবতী মায়ের যত্ন কি কি এবং গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা ? গর্ভবতী মায়ের কি কি চেকআপ করা দরকার ?
গর্ভবতী-মায়ের-যত্ন-কি-কি

গর্ভকালীন যত্ন (Antinatal Care):

আরও জানুনঃ গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট হলে নারীর শরীরের পরিবর্তন বা লক্ষণ দেখা যায় ?

গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাম করা কি ক্ষতিকর ?

আরও জানুনঃ অ্যামনিওটিক ফ্লুইড কি ? অ্যামনিওটিক ফ্লুইড এর কাজ কি ? গর্ভফুল কি ? গর্ভবতী কত দিন পর সন্তান ভূমিষ্ঠ হয় ?

গর্ভাবস্থায় কতবার ডাক্তার দেখানো উচিত ?

আরও জানুনঃ Pay fixation increment bd 2023 & Pay fixation verification number বের করার উপায় ?

গর্ভকালীন যত্ন কি কি ?

গর্ভকালীন যত্নের সুবিধাগুলো নিম্নরূপ :

আপনাকে ডাক্তার সঠিকভাবে বলে দিতে পারবেন যে, আপনি গর্ভধারণ করেছেন কিনা । তিনি আপনার সন্তানের বয়স সঠিকভাবে নির্ণয় করে আপনার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ বলে দিতে পারবেন। ডাক্তার এসময়ে আপনার বিভিন্ন অসুবিধার চিকিৎসা দিতে পারবেন । যেমন: অতিরিক্ত বমি হওয়ার চিকিৎসা, রক্তশূন্যতার চিকিৎসা ইত্যাদি ।

এখান থেকে আপনি টিকা নিতে পারবেন । যেমন ধনুষ্টঙ্কারের টিকা । ডাক্তার আপনাকে সঠিক ও সুষম খাদ্যতালিকা দিতে পারবেন, যাতে আপনি একটি সুস্থ সন্তান লাভে সক্ষম হতে পারেন । মনে রাখবেন যে, গর্ভাবস্থা (Pregnancy) কোন অসুখ নয় যে এর চিকিৎসার প্রয়োজন হবে । সঠিক খাদ্যাভ্যাসই গর্ভাবস্থার সঠিক চিকিৎসা ।

এ সময় আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে সন্তান ভূমিষ্ঠ (Delivery place) হওয়ার স্থান নির্বাচন করতে পারবেন। এজন্য খরচাপাতি, যাতায়াত, রক্তের প্রয়োজনীয়তা, হাসপাতালে অবস্থানের সময়কাল ইত্যাদি বিষয়ে আলোচনা করতে পারবেন ।

সন্তান প্রসবের সময়টি প্রতিটি মায়ের জন্য কষ্টকর সময় । এ সময় আপনি যে সব ডাক্তারদের সাথে পরিচিত হবেন তাদের কেউ হয়তো প্রসবের সময় আপনার পাশে থাকবে, আর পূর্বপরিচিত কাউকে আপনার পাশে পেলে আপনার সাহস অনেকগুণ বেড়ে যাবে ।

পুরো গর্ভাবস্থায় আপনার যদি কোন ঝুঁকিপূর্ণ সমস্যা দেখা দেয়, তা প্রথম থেকেই নির্ণয় করে আপনাকে সঠিক সেবা দিতে পারলে আপনার বিপদ কেটে যাবে ।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা ?

যে সকল উপসর্গ দেখা দিলে দ্রুত আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা প্রয়োজন তা নিম্নে দেওয়া হলো :

রিলেটেড ট্যাগঃ গর্ভবতী মায়ের যত্ন কি কি, গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা, গর্ভাবস্থায় প্রথম তিন মাসে পেট ব্যাথা, গর্ভাবস্থায় পেটে ব্যথা সহ রক্ত পাত,গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা ?

Exit mobile version