জিপিএফ হিসাব ক্যালকুলেটর ?

জিপিএফ হিসাব ক্যালকুলেটর। সাধারণ ভবিষ্য তহবিল gpf এক ক্লিকেই তহবিলের হিসাব বের করা পদ্ধতি

Gpf এর হিসাব বের করার সহজ পদ্ধতি। সাধারণ ভবিষ্য তহবিল (gpf) এক ক্লিকেই তহবিলের হিসাব বের করা পদ্ধতি। ibas++general provident fund

জিপিএফ হিসাব ক্যালকুলেটর : সরকারী কর্মকর্তা/কর্মচারীদের সকলের Ibas++ এ কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ(gpf) হিসাব নম্বর রয়েছে। প্রতি মাসের বেতন বিল হতে সরকারী কর্মকর্তা/কর্মচারীদের মুল বেতনের (১-২৫%) হারে জিপিএফ (gpf) এর চাঁদা কর্তন করা হয়ে থাকে। প্রত্যেক অর্থ বছরে শেষে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বছরে কর্তনকৃত জিপিএফ এর চাদার পরিমাণ, পারম্ভিক ব্যালেন্স, মুনাফা এবং সর্বমোট জিপিএফ চাঁদার হিসাব বের করে জিপিএফ এর মোট ব্যালেন্সসহ জিপিএফ স্লিপ ইস্যু করে থাকে। এখানে general provident fund (gpf) এর বর্তমান ব্যালেন্স, বছরান্তে ব্যালেন্স এবং সম্ভব্য ভবিষৎ ব্যালেন্স জিপিএফ ক্যালকুলেটর এর সাহায্যে বের করার পদ্ধতি দেখানো হয়েছে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

general provident fund (gpf) এর ভবিষ্য তহবিলের সম্ভব্য স্থিতি দেখা যাবে।

সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব জিপিএফ ক্যালকুলেটর এর সাহায্যে এক ক্লিকে বের করা জন্য এখানে ক্লিক করুন।

How create ibas++ registration of self drawing officer (SDO) id এখানে দেখতে পারেন।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Check Also

জিপিএফ সিপিএফ মুনাফা ২০২৫

সরকারি চাকরিজীবীদের জন্য ১৩% পর্যন্ত মুনাফা: জিপিএফ এবং সিপিএফ সুবিধা ২০২৫

জিপিএফ & সিপিএফ মুনাফা ২০২৫ ? জিপিএফ এবং সিপিএফ পরিচিতি ? সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ভবিষ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!