জিপিএফ হিসাব ক্যালকুলেটর। সাধারণ ভবিষ্য তহবিল gpf এক ক্লিকেই তহবিলের হিসাব বের করা পদ্ধতি
Gpf এর হিসাব বের করার সহজ পদ্ধতি। সাধারণ ভবিষ্য তহবিল (gpf) এক ক্লিকেই তহবিলের হিসাব বের করা পদ্ধতি। ibas++general provident fund
সরকারী কর্মকর্তা/কর্মচারীদের সকলের Ibas++ এ কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ(gpf) হিসাব নম্বর রয়েছে। প্রতি মাসের বেতন বিল হতে সরকারী কর্মকর্তা/কর্মচারীদের মুল বেতনের (১-২৫%) হারে জিপিএফ (gpf) এর চাঁদা কর্তন করা হয়ে থাকে। প্রত্যেক অর্থ বছরে শেষে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বছরে কর্তনকৃত জিপিএফ এর চাদার পরিমাণ, পারম্ভিক ব্যালেন্স, মুনাফা এবং সর্বমোট জিপিএফ চাঁদার হিসাব বের করে জিপিএফ এর মোট ব্যালেন্সসহ জিপিএফ স্লিপ ইস্যু করে থাকে। এখানে general provident fund (gpf) এর বর্তমান ব্যালেন্স, বছরান্তে ব্যালেন্স এবং সম্ভব্য ভবিষৎ ব্যালেন্স জিপিএফ ক্যালকুলেটর এর সাহায্যে বের করার পদ্ধতি দেখানো হয়েছে।
general provident fund (gpf) এর ভবিষ্য তহবিলের সম্ভব্য স্থিতি দেখা যাবে।
সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব জিপিএফ ক্যালকুলেটর এর সাহায্যে এক ক্লিকে বের করা জন্য এখানে ক্লিক করুন।
How create ibas++ registration of self drawing officer (SDO) id এখানে দেখতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।