Site icon Govt news

নৈমিত্তিক ছুটি কি ? নৈমিত্তিক ছুটির নিয়ম ২০২৪ ?

নৈমিত্তিক-ছুটি-কি-বা-সি-এল-ছুটি-কি-নৈমিত্তিক-ছুটির-নিয়ম

সরকারি কর্মকর্তা/কর্মচারীদের পারিবারিক বিভিন্ন প্রয়োজনে ছুটি নিতে হয়। বিভিন্ন ছুটির মধ্যে সবচেয়ে সহজ নৈমিতিক ছুটি নেওয়া। তবে নৈমিত্তিক ছুটি নেওয়ার কিছু নিয়ম রয়েছে। এই ছুটি সর্বোচ্চ কতদিন নেওয়া যায় এবং ছুটির মাঝখানে ছুটি নেয়া যায় কিনা, এই ছুটি অর্জিত ছুটি হতে মাইনাস হয় কিনা ও এই সময় অর্জিত ছুটি অর্জন হয় কিনা এই অর্থাৎনৈমিত্তিক ছুটির নিয়ম আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন।

এই পোস্ট থেকে নিম্ন বর্ণিত বিষয় সমূহ জানা যাবেঃ

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

Cl এর পূর্ণরূপ কি/ সি এল ছুটি বা নৈমিত্তিক ছুটি কি?

Cl বা সিএল শব্দের অর্থ casual leave বা ক্যাজুয়্যাল লিফ।

নৈমিত্তিক ছুটি কি ?

নৈমিত্তিক ছুটি কি: সামান্য শারীরিক অসুস্থতা বা কোন ব্যক্তিগত প্রয়োজনে একটি পঞ্জিকা বর্ষে ২০ দিন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোন সরকারী কর্মচারী/কর্মকর্তা যে ছুটি ভোগ করেন তাকে Cl/সি এল বা ক্যাজুয়াল বা নৈমিত্তিক ছুটি বলে। নৈমিত্তিক ছুটিকালীন সময় কর্তব্য কর্মেরত হিসাবে বিবেচনা করা হয় ৷ ক্যাজুয়াল লিভ ভোগকালে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ করা যায় না।

আরও জানুনঃ Gpf calculator & Future gpf calculatorএর সাহায্যে জিপিএফ হিসাব এবং ভবিষৎ জিপিএফ হিসাব বের করার উপায় ?

নৈমিত্তিক ছুটির নিয়মাবলী বা নৈমিত্তিক ছুটির নিয়ম ?

নৈমিত্তিক ছুটির নিয়মাবলী বা নৈমিত্তিক ছুটির নিয়ম ?

ক্যাজুয়াল লিভ এর নিয়ম বা নৈমিত্তিক ছুটির নির্দেশাবলী নিম্নরূপঃ

নৈমিত্তিক ছুটির বিধিমালা :

আরও জানুন: মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?

নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায় ?

নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ কত দিন নেওয়া যায়

কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় না ?

গুগল নিউজ হতে আপডেট করে রাখুন ”

সরকারি কর্মচারীদের নৈমিত্তিক ছুটি বিধিমাল ও নৈমিত্তিক ছুটির নিয়ম ২০২৪ ?

নৈমিত্তিক ছুটির নিয়ম ২০২৪ ?

নিম্নবর্ণিত ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা যায় নাঃ

এক সঙ্গে কতদিন সর্বোচ্চ নৈমিত্তিক ছুটি নেওয়া যায় ২০২৪?

এক সঙ্গে কতদিন সাপ্তাহিক ছুটির সাথে সর্বোচ্চ নৈমিত্তিক ছুটি নেওয়া যায় ২০২৪?

আরও জানুনঃ অপ্রাপ্য (Leave not due) ছুটি কি ? কোন কোন শর্তে এবং কতদিন পর্যন্ত এই ছুটি মঞ্জুর করা যায় ? অপ্রাপ্য ছুটি কি পেনশনযোগ্য চাকুরি হিসাবে গণ্য করা হয় ? অপ্রাপ্য ছুটির জন্য কিভাবে ছুটির বেতন প্রদান করা হয় ?

সরকারি ছুটির সাথে নৈমিত্তিক ছুটি কত দিন নেওয়া যায় ?

দুই সরকারি ছুটির মধ্যেবর্তী কর্মদিবসে কি নৈমিত্তিক নেওয়া যায় ?

কোন কোন ক্ষেত্রে নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না ?

আরও জানুনঃ ছুটি কি ? ছুটি কি অধিকার ? ছুটি কত প্রকার ও কি কি ? কিভাবে ছুটি অর্জন করা যায় ? Leave Account বা ছুটির হিসাব সংরক্ষণ কে করবেন ?

নৈমিত্তিক ছুটি বিধিমালা

নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম | তিন দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন ?

নৈমিত্তিক ছুটির আবেদন

নৈমিত্তিক ছুটির আবেদন পত্র লেখার নিয়ম অথবা নৈমিত্তিক ছুটির আবেদন ফরম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নৈমিত্তিক ছুটির আবেদন পত্রের নমুনা নিম্নে দেওয়া হলো :

বরাবর

প্রধান শিক্ষক

——,

— ।

বিষয়: নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র ।

মহোদয়,

যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, মোছাঃ কামরুন নাহার, সহকারি শিক্ষক হিসেবে কর্মরত । আমার পারিবারিক কারণে—– তারিখ হতে — তারিখ পর্যন্ত ৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন।

নৈমিত্তিক ছুটির আবেদন

আরও পড়ুনঃ

সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২২

অতএব, অতএব, আমাকে উক্ত ৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে  জনাবের সদয় মর্জি হয়।

নিবেদক

নামঃ

পদবী:

তারিখঃ

নোটঃ হেডকোয়াটার ত্যাগ করলে সদর দপ্তর ত্যাগের অনুমতিসহ আবেদন করতে হবে এবং ছুটিকালীন ঠিকানা উল্লেখ করতে হবে।

উদাহরণঃ অতএব, আমাকে উক্ত ৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি সদরদপ্তর ত্যাগের অনুমতিসহ মঞ্জুর করতে জনাবের সদয় মর্জি হয়।

ছুটিকালীন ঠিকানা:

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

নৈমিত্তিক ছুটি কত দিন?

# কর্মকর্তা/কর্মচারির আবেদন অনুযায়ী নৈমিত্তিক ছুটি ৩দিন পর্যন্ত নেওয়া যাবে।

# নৈমিত্তিক ছুটি একসাথে সর্বোচ্চ ১০দিন পর্যন্ত নেওয়া যাবে।

# নৈমিত্তিক ছুটি পার্বত্য অঞ্চলে ২০ দিন পর্যন্ত নেওয়া যাবে।

# নৈমিত্তিক ছুটি বাসৎসরিক ২০ পর্যন্ত নেওয়া যাবে ।

ক্যাজুয়াল লিভ এর নিয়ম ব Cl বলতে কি বুঝায়?

Cl বলতে বলতে বুঝায় casual leave বা ক্যাজুয়্যাল লিফ বা নৈমিত্তিক ছুটি ।

নৈমিত্তিক ছুটির আবেদন পত্র বা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীদের নৈমিত্তিক ছুটির আবেদন পত্রের ওয়ার্ড কপি ডাউনলোড করতে এখানে হতে সংগ্রহ করতে পারেন ।

২০ দিনের নৈমিত্তিক ছুটির আদেশ ?

২০ দিনের নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি প্রদানের আদেশ আদেশ সংগ্রহ করে রাখতে পারেন।

নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ ১৫দিন নেওয়ার অর্ডার ?

নৈমিত্তিক ছুটি বা সিএল ছুটি সর্বোচ্চ ১৫দিন নেওয়ার আদেশ সংগ্রহ করে রাখতে পারেন।

নৈমিত্তিক ছুটি বিধি ও নৈমিত্তিক ছুটির নৈমিত্তিক নিয়মাবলী সংক্রান্ত আদেশ ?

সরকারি কর্মচারীদের নৈমিত্তিক ছুটি বিধি ও নৈমিত্তিক ছুটির নৈমিত্তিক নিয়মাবলী সংক্রান্ত আদেশ জেনে নিতে পারেন।

দুটি ছুটির মধ্য নৈমিত্তিক ছুটির নিয়মাবলী না নেওয়ার আদেশ জেনে নিতে পারেন।

শেষ কথাঃ উপরের আলোচনায় থেকে আশা করি ছুটি সকল বিষয়ে আদেশসহ আলোচনা করা হয়েছে। তবে নৈমিতিক ছুটির অনুমোদন করে কর্মস্থল ত্যাগ করা উচিত।

Exit mobile version