পারিবারিক পেনশন কে কে পাবে ? বিস্তারিত জানুন ?
পারিবারিক পেনশন কে কে পাবে ?
- পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী-১৯ অনুযায়ী পারিবারিক পেনশন কে কে পাবে এবং কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি মারা গেলে মৃত ব্যক্তির পেনশন ও অনুতোষিক প্রদান সংক্রান্ত বিধান ও পেনশন প্রদানের উদ্দেশ্যে পরিবারের সংজ্ঞা কি, পেনশনা মারা গেলে তার পারিবারিক পেনশন পরিবারের কোন সদস্যে অগ্রাধিকার পাবে এবং ১ম অগ্রাধিকারী ব্যাক্তি পাওয়া না গেলে তারপর পরিবারের কোন ব্যাক্তি অগ্রাধিকার পাবে , ২য় অগ্রাধিকার ব্যাক্তি পাওয়া না গেলে তারপর পরিবারের কোন সদস্য পেনশন ও অনুতোষিক প্রাপ্য হবে অর্থাৎ মৃত ব্যক্তির পেনশন কে পাবে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে।
মৃত ব্যক্তির পেনশন কে পাবে ?
কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি মারা গেলে মৃত ব্যক্তির পেনশন ও অনুতোষিক প্রদান করার জন্য কর্মকর্তা/কর্মচারির পরিবার মৃত ব্যক্তির পেনশন প্রাপ্য হবে। এখানে পরিবার এর সদস্য বলতে বুঝায়:
- পুরুষ কর্মকর্তা/কর্মচারির ক্ষেত্রে স্ত্রী/স্ত্রীগণ;
- মহিলা কর্মকর্তা/কর্মচারির ক্ষেত্রে স্বামী;
- কর্মকর্তা/কর্মচারির সন্তান; এবং
- কর্মকর্তা/কর্মচারির মৃত ছেলের বিধবা স্ত্রী/স্ত্রীগণ এবং সন্তান ।
- সন্তান বলতে বৈধ সন্তান ও সংশ্লিষ্ট ধর্মীয় আইন অনুযায়ী স্বীকৃত পালক সন্তান ।
- আইনগতভাবে বিচ্ছেদপ্রাপ্ত স্ত্রী বা কর্মচারীর ধর্মীয় বা গোষ্ঠিগত প্রথা অনুযায়ী রক্ষণাবেক্ষণ প্রাপ্য নয় এমন স্ত্রী কর্মচারীর পরিবারের অন্তর্ভুক্ত হবে না। তবে কর্মচারী উক্ত স্ত্রীকে পরিবারের অন্তর্ভুক্ত থাকবে মর্মে হিসাবরক্ষণ কর্মকর্তা/অফিস প্রদানকে অবহিত করলে, সে পরিবারের অন্তভুর্ক্ত হবে ।
- স্বামী পরিবারের অন্তর্ভুক্ত হবে না মর্মে স্ত্রী হিসাবরক্ষণ কর্মকর্তা/অফিস প্রধানকে অবহিত করলে উক্ত স্বামী মহিলা কর্মচারীর পরিবারের সদস্য হিসাবে গণ্য হবে না ।
পরিবারের সদস্যদের ছাড়া আত্মীয়বর্গের মধ্যে পেনশন কারা পাবে ?
- আনুতোষিক ও পেনশন প্রদানের উদ্দেশ্যে আত্মীয়বর্গের সংজ্ঞা (পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী-১ অনুযায়ী কর্মচারীর মৃত্যুতে আনুতোষিক ও মাসিক পেনশন প্রদানের উদ্দেশ্যে কর্মচারীর নিম্নলিখিত আত্মীয়বর্গ অন্তর্ভুক্ত হবে:
- নিজের ভাই;
- নিজের বোন;
- পিতা;
- মাতা।
কখন পরিবারের সদস্যদের আনুতোষিক ও মাসিক পেনশন প্রাপ্য হবে ?
কখন পরিবারের সদস্যরা আনুতোষিক প্রাপ্য হবেন ?
নিম্নোক্ত ক্ষেত্রসমূহে পরিবারের সদস্যগণ আনুতোষিক প্রাপ্য:
- কর্মরত অবস্থায় কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে; এবং
- কোন কর্মকর্তা/কর্মচারি অবসর যাওয়ার পর আনুতোষিক মঞ্জুর করার আগে মারা গেলে;
কখন পরিবারের সদস্যদের মাসিক পেনশন প্রাপ্য ?
- কখন পরিবারের সদস্যদের মাসিক পেনশন প্রাপ্য হবে:
- কর্মরত অবস্থায় কর্মকর্তা/কর্মচারির মৃত্যুর ক্ষেত্রে;
- কোন কর্মকর্তা/কর্মচারি অবসর যাওয়ার পর পেনশন মঞ্জুর করার আগে মারা গেলে;ও
- কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি পেনশন ভোগরত অবস্থায় মার গেলে ।
পেনশনের নিয়ম কানুন বা মনোনয় সংক্রান্ত বিধিমালা ?
পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী-১৯ অনুযায়ী:
- পেনশনযোগ্য চাকরিকাল ৫ (পাঁচ) বৎসর পূর্ণ হলে সরকারি কর্মচারী তার মৃত্যুতে আনুতোষিক ও মাসিক পেনশন প্রাপ্তির জন্য পরিবারের সদস্য বা সদস্যদের অনুকূলে নির্ধারিত ফরম অনুযায়ী মনোনয়ন প্রদান করবেন। মনোনয়ন পত্রে মনোনীত ব্যক্তির প্রাপ্য অংশ উল্লেখ করতে হবে। উক্ত কর্মচারী উক্ত মনোনয়ন যে কোনো সময় বাতিল বা পরিবর্তন করতে পারবেন।
কর্মচারীর মৃত্যুতে আনুতোষিক প্রাপ্তির যোগ্য পরিবারের সদস্যবৃন্দ ও আনুতোষিক প্রাপ্তির শর্তাদি ?
যদি মনোনয়ন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে ?
- যদি বৈধ মনোনয়ন থাকে তাহলে সেক্ষেত্রে মনোনয়ন অনুযায়ী বর্ণিত হারে মনোনীত সদস্য/সদস্যগণ আনুতোষিক পাবেন ।
যদি মনোনয়ন না থাকলে সেক্ষেত্রে কি হবে ?
- বৈধ মনোনয়নের অবর্তমানে পরিবারের সকল সদস্যগণ একই সঙ্গে আনুতোষিক প্রাপ্য নন। অগ্রাধিকারক্রমের ভিত্তিতে পরিবারের সদস্যগণ আনুতোষিক প্রাপ্য হবে।
আনুতোষিক প্রাপ্তির প্রথম অগ্রাধিকারক্রমভুক্ত পরিবারের সদস্যগণ কারা ?
- পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪ এবং সংযোজনী-২১ এর অনুচ্ছেদ ৩(১)(বি)} বা পারিবারিক পেনশন আইন অনুযায়ী প্রথম অগ্রাধিকারক্রমের আওতাধীন পরিবারের সদস্য থাকার ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকারক্রমের কোনো সদস্য আনুতোষিকের কোনো অংশ প্রাপ্য নয়। পারিবারিক পেনশন কে কে পাবে তার প্রথম অগ্রাধিকারক্রমের নিম্নোক্ত সদস্যগণ সমহারে আনুতোষিকের অর্থ প্রাপ্য হবে:
পরিবারের সদস্যদের পেনশন প্রাপ্তির ১ম অগ্রাধিকার ?
- স্ত্রী অথবা স্ত্রীগণ/স্বামী;
- ২৫ বৎসর পর্যন্ত বয়স্ক পুত্রগণ;
- অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা কন্যাগণ; এবং
- মৃতপুত্রের বিধবা স্ত্রী বা স্ত্রীগণ এবং ১৮ বৎসর পর্যন্ত বয়স্ক পুত্র এবং অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা কন্যাগণ (তাহারা সকলে মিলিতভাবে এক অংশ প্রাপ্য হইবে)
পরিবারের কোন কোন সদস্যগণ আনুতোষিক প্রাপ্তির দ্বিতীয় অগ্রাধিকারক্রম ভুক্ত ?
- পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪ এবং সংযোজনী-২১ এর অনুচ্ছেদ ৩(১)(বি)} বা পারিবারিক পেনশন প্রজ্ঞাপন অনুযায়ী মৃত কর্মচারীর প্রথম অগ্রাধিকারক্রমের কোনো সদস্য না থাকার ক্ষেত্রেই কেবল নিম্নোক্ত দ্বিতীয় অগ্রাধিকারক্রমের সদস্যগণ সমহারে আনুতোষিক প্রাপ্য হবে:
- ২৫ বৎসরের উর্ধ্ববয়স্ক পুত্রগণ;
- বিবাহিত কন্যাগণ; এবং
- মৃত পুত্রের ১৮ বৎসরের উর্ধ্ববয়স্ক পুত্রগণ এবং বিবাহিত কন্যাগণ। (তারা সকলে মিলিতভাবে এক অংশ প্রাপ্য হবে।)
আরও জানুনঃ ২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?
পরিবারের কোন কোন সদস্যগণ আনুতোষিক প্রাপ্তির তৃতীয় অগ্রাধিকারক্রম ভুক্ত ?
- আনুতোষিক প্রাপ্তির তৃতীয় অগ্রাধিকারক্রম ভুক্ত আত্মীয়বর্গ {পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪ এবং সংযোজনী-২১ এর অনুচ্ছেদ ৩(২)} মৃত কর্মচারীর প্রথম অগ্রাধিকারক্রম এবং দ্বিতীয় অগ্রাধিকারক্রমের পরিবারের কোনো সদস্য না থাকার ক্ষেত্রেই কেবল নিম্নোক্ত তৃতীয় অগ্রাধিকারক্রমের আত্মীয়বর্গ উক্ত কর্মচারীর উপর নির্ভরশীল ছিল, এই শর্তে সমহারে আনুতোষিক প্রাপ্য হবে:
- ১৮ বৎসরের কমবয়স্ক সহোদর ভাই;
- অবিবাহিত/বিধবা/তালাকপ্রাপ্ত সহোদর বোন;
- পিতা; এবং
- মাতা
পরিবারের কোন কোন সদস্যগণ আনুতোষিক প্রাপ্তির চতুর্থ অগ্রাধিকারক্রম ভুক্ত ?
- আনুতোষিক প্রাপ্তির চতুর্থ অগ্রাধিকারক্রম ভুক্ত আত্মীয়বর্গ (পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪ এবং সংযোজনী-২০) মৃত কর্মচারীর প্রথম ও দ্বিতীয় অগ্রাধিকারক্রমের পরিবারের কোনো সদস্য এবং তৃতীয় অগ্রাধিকারক্রমের কোনো আত্মীয় না থাকার ক্ষেত্রেই কেবল নিম্নোক্ত চতুর্থ অগ্রাধিকারক্রমের আত্মীয়বর্গ সমহারে আনুতোষিক প্রাপ্য হবে:
- ১৮ বৎসরের উর্ধ্ববয়স্ক সহোদর ভাই; এবং
- বিবাহিত সহোদর বোন ।
কোন কোন ক্ষেত্রে আনুতোষিক প্রাপ্য নয় ? পেনশন কারা পাবে না ?
পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর সংযোজনী-২০ বা পারিবারিক পেনশন বিধিমালা অনুযায়ী যে ক্ষেত্রে আনুতোষিক প্রদেয় নয়:
- কর্মচারীর ১ম ও ২য় অগ্রাধিকারক্রমের পরিবারের কোনো সদস্য অথবা ৩য় ও ৪র্থ অগ্রাধিকারক্রমের কোনো আত্মীয় না থাকার ক্ষেত্রে আনুতোষিক প্রাপ্য হবে না।
আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন করার উপায় ?
কর্মচারীর মৃত্যুতে পারিবারিক মাসিক পেনশন প্রাপ্তির যোগ্য সদস্যবৃন্দ ও মাসিক পেনশন প্রাপ্তির শর্তাদি ?
“সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর সংযোজনী-১৯ {(স্মারক নং 2566 (40) F dated 16th April, 1959 এর Section II এর Para-5 (1) – (6)} অনুযায়ী কর্মচারীর মৃত্যুতে পারিবারিক মাসিক পেনশন প্রাপ্তির যোগ্য সদস্যবৃন্দ ও মাসিক পেনশন প্রাপ্তির শর্তাদি:
মনোনয়ন থাকলে কে পারিবারিক পেনশন প্রাপ্য হবে ?
মনোনয়ন থাকার ক্ষেত্রে: মনোনয়ন বৈধ থাকলে যে হারে মনোনয়নে উল্লেখ থাকবে সে হারে পরিবারের সদস্য বা সদস্যগণ মাসিক পেনশন প্রাপ্য হবেন।
মনোনয়ন না থাকলে কে পারিবারিক পেনশন প্রাপ্য হবে ?
মনোনয়ন না থাকার ক্ষেত্রে: বৈধ মনোনয়নের অবর্তমানে পরিবারের সকল সদস্যগণ এবং আত্মীয়বর্গ একই সঙ্গে মাসিক পারিবারিক পেনশন প্রাপ্য নন। অগ্রাধিকারক্রমের ভিত্তিতে পরিবারের সদস্যগণ এবং আত্মীয়বর্গ মাসিক পারিবারিক পেনশন প্রাপ্য।
- প্রথম অগ্রাধিকারক্রম ভুক্ত পরিবারের সদস্যগণ {পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪ এবং সংযোজনী-২১ এর অনুচ্ছেদ ৫(১)} অনুযায়ী পেনশন প্রদান করা হয় পরিবারের সকল সদস্যদের ভরণপোষণের জন্য। যাহার কারণে মনোনয়নের অবর্তমানে প্রথম অগ্রাধিকারক্রমের সদস্যগণ সকলে একত্রে মিলিতভাবে মাসিক পেনশন প্রাপ্য হবেন।
- প্রথম অগ্রাধিকারক্রমের সদস্য থাকার ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অগ্রাধিকারক্রমের কোনো সদস্য/আত্মীয় পারিবারিক মাসিক পেনশনের কোনো অংশ প্রাপ্য হবেন না।
আরও জানুনঃ সেনাবাহিনীর ছুটি কত প্রকার ও কি কি বা সামরিক বাহিনীর সদস্যগণ কি কি ছুটি প্রাপ্য হন ?
প্রথম অগ্রাধিকারক্রমের নিম্নোক্ত সদস্যগণ একত্রে মাসিক পেনশনের সম্পূর্ণ অংশ প্রাপ্য হবেন:
- পুরুষ কর্মচারীর ক্ষেত্রে স্ত্রী অথবা স্ত্রীগণ;
- মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী;
- কর্মচারীর ২৫ বৎসর পর্যন্ত বয়স্ক পুত্র এবং অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা কন্যাগণ;
- স্বামী/বিধবা স্ত্রী,
- ২৫ বৎসর পর্যন্ত বয়স্ক পুত্র,
- অবিবাহিত কন্যা,
- বিধবা/তালাকপ্রাপ্ত কন্যা,
- মৃতপুত্রের বিধবা স্ত্রী,
- মৃত পুত্রের ১৮ বৎসর পর্যন্ত বয়স্ক পুত্র এবং মৃতপুত্রের অবিবাহিতা কন্যা না থাকার ক্ষেত্রে মৃতপুত্রের বয়োজ্যেষ্ঠা বিধবা/তালাকপ্রাপ্ত কন্যা;
দ্বিতীয় অগ্রাধিকারক্রমভুক্ত সদস্যদের অনুকূলে পারিবারিক পেনশন কে পাবে ?
- প্রথম অগ্রাধিকারক্রমের কোনো সদস্য না থাকার ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকারক্রমের সকল সদস্যের ভরণপোষণের জন্য নিম্নোক্ত সদস্যদের বরাবরে সকল সদস্যের পক্ষে (অভিভাবক হিসাবে) নিম্নোক্ত ক্রমানুসারে পেনশন মঞ্জুর (পিপিও জারি) করা যাইবে: (১) ২৫ বৎসরের উর্ধ্ববয়স্ক বয়োজ্যেষ্ঠ পুত্র;
- ২৫ বৎসরের উর্ধ্ববয়স্ক পুত্র না থাকার ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠা বিবাহিত কন্যা;
- ২৫ বৎসরের উর্ধ্ববয়স্ক পুত্র এবং বিবাহিত কন্যা না থাকার ক্ষেত্রে মৃত পুত্রের ১৮ বৎসরের উর্ধ্ববয়স্ক বয়োজ্যেষ্ঠ পুত্র;
- ২৫ বৎসরের উর্ধ্ববয়স্ক পুত্র, বিবাহিত কন্যা এবং মৃত পুত্রের ১৮ বৎসর উর্ধ্ববয়স্ক পুত্র না থাকার ক্ষেত্রে মৃত পুত্রের বয়োজ্যেষ্ঠ বিবাহিত কন্যা।
তৃতীয় অগ্রাধিকারক্রমভুক্ত আত্মীয়বর্গের অনুকূলে কে কে পারিবারিক পেনশন প্রাপ্য হবে ?
প্রথম ও দ্বিতীয় অগ্রাধিকারক্রমের কোনো সদস্য না থাকার ক্ষেত্রে তৃতীয় অগ্রাধিকারক্রমের নির্ভরশীল আত্মীয়ের ভরণপোষণের জন্য সকলের পক্ষে (অভিভাবক হিসাবে) নিম্নোক্ত ক্রমানুসারে পেনশন মঞ্জুর (পিপিও জারি) করা যাইবে:
- পিতা;
- পিতার অবর্তমানে মাতা;
- পিতা ও মাতার অবর্তমানে ১৮ বৎসরের কমবয়স্ক বয়োজ্যেষ্ঠ ভাই:
- পিতা, মাতা এবং ১৮ বৎসরের কমবয়স্ক ভাই এর অবর্তমানে অবিবাহিত বয়োজ্যেষ্ঠ বোন, বয়োজ্যেষ্ঠ বোনের মৃত্যু বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে তৎপরবর্তী অবিবাহিতা বয়োজ্যেষ্ঠ বোন;
- পিতা, মাতা, ১৮ বৎসরের কমবয়স্ক ভাই এবং অবিবাহিত বোন এর অবর্তমানে বিধবা/তালাকপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ বোন ।
আরও জানুনঃ জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২৪ ?
চতুর্থ অগ্রাধিকারক্রম ভুক্ত আত্মীয়বর্গের অনুকূলে কে কে পারিবারিক পেনশন প্রাপ্য হবে ?
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অগ্রাধিকারক্রমের কোনো সদস্য/আত্নীয় না থাকার ক্ষেত্রে চতুর্থ অগ্রাধিকারক্রমের নির্ভরশীল আত্মীয়ের ভরণপোষণের জন্য (অভিভাবক হিসাবে) নিম্নোক্ত ক্রমানুসারে পেনশন মঞ্জুর (পিপিও জারি) করা যাইবে:
- ১৮ বৎসরের উর্ধ্ববয়স্ক বয়োজ্যেষ্ঠ সহোদর ভাই; এবং
- ১৮ বৎসরের উর্ধ্ব বয়স্ক ভাই না থাকার ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ সহোদর বোন।
শেষ কথাঃ পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্বামী যদি সরকারিজীবি হলে স্ত্রী আর স্ত্রী সরকারিজীবি হলে স্বামী অজীবন পুনঃ বিবাহ না করার ক্ষেত্রে পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। স্বামী বা স্ত্রী না থাকলে অগ্রাধিকারভুক্ত ক্রম অনুযায়ী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।