nocomments

পুলিশ কনস্টেবলের বেতন কত ২০২৪ ?

বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা, চোরাচালান, মাদক, চুরি, ডাকাতি ,খুন -রাহাজানি ইত্যাদি আইন-শৃঙ্খলা জনিত সকল দায়িত্ব বাংলাদেশ পুলিশের। পুলিশের এই সকল কাজকর্মে একজন ফন্ট লাইনার হিসেবে কাজ করে করে বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল। আজকের পোস্টে আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পেতে কি কি যোগ্যতা লাগে, পুলিশ কনস্টেবলের বেতন কত এবং অন্যান্য কি কি সুবিধা রয়েছে এবং সর্বশেষ পেনশন কত টাকার প্রাপ্য হবেন এবং আপনার পরিবার কি কি সুবিধা পাবে এই সকল বিষয়ে বিষয় নিয়ে পোস্ট এ আলোচনা করা হয়েছে। পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। 

Table of Contents

পুলিশ কনস্টেবলের বেতন কত ও গ্রেড কত ?

  • পুলিশ কনস্টেবলের বেতন কত: একজন পুলিশ কনস্টেবল ১৭তম গ্রেডে বেতন পেয়ে থাকে।
  • ১৭তম গ্রেডে বেতন স্কেল হলোঃ ৯০০০-৯৪৫০-৯৯৩০-১০৪৩০-১০৯৬০-১১৫১০-১২০৯০-১২৭০০-

১৩৩৪০-১৪০১০-১৪৭২০-১৫৪৬০১৬২৪০-১৭০৬০-১৭৯২০-১৮৮২০-

১৯৭৭০- ২০৭৬০ – ২১৮০০  

  • একজন নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ১৭তম গ্রেড অনুযায়ী বেতন পেয়ে থাকেন। একজন পুলিশ কনস্টেবল এর মুল বেতন শুরুতে বেতন ৯,০০০/- টাকা । যদি গ্রেডে পরিবর্তন না হয় তাহলে  সর্বোচ্চ ২১,৮০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। 
  • এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এবং অন্যান্য ভাতা যোগ করে তাদের মোট মাসিক বেতন প্রায় ১৫,২৮৫ টাকা হয়ে থাকে। প্রতিবছর ৫% হারে বেতনের ইনক্রিমেন্ট পাওয়া যায়।
পুলিশ কনস্টেবল এর বেতন কত ২০২৪
পুলিশ কনস্টেবল এর বেতন কত ২০২৪

আরও জানুনঃ একজন ওসির বেতন কত এবং পুলিশ ওসি কত তম গ্রেড ?

পুলিশ কনস্টেবল নিয়োগের  যোগ্যতা কি কি ?

বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি করা দেশের তরুণদের জন্য একটি বড় স্বপ্ন। এই পদে কাজ করার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। 

  • এসএসসি ও সমমানের পরিক্ষায় পাস হতে হবে এবং নূন্যতম জিপিএ ২.৫ হতে হবে ।
  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • উচ্চতা লাগবে  ৫ ফুট ৬ ইঞ্চি এবং
  • নারীদের উচ্চতা লাগে ৫ ফুট  ৪ ইঞ্চি।

পুলিশ কনস্টেবলের বেতন ছাড়া ভাতা ও অন্যান্য সুবিধা

একজন পুলিশ কনস্টেবল বেশ কয়েক ধরনের ভাতা পান, যার মধ্যে উল্লেখযোগ্য:

পুলিশ কনস্টেবল বাড়ি ভাড়া ভাতা কত টাকা ?

  • একজন পুলিশ কনস্টেবল ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের ৬০% তবে সর্বনিম্ন ৫৬০০ টাকা এবং অন্যান্য বিভাগ, গাজিপুর সিটিকর্পোরেশন এবং নারায়নগঞ্জ ও সাভার পৌর এলাকার জন্য ৫৫% কমপক্ষে ৫০০০/- টাকা এবং দেশের অন্যান্য স্থানের জন্য মুলবেতনে ৫০% তবে কমপক্ষে ৪৫০০/- টাকা বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন।

পুলিশ কনস্টেবল চিকিৎসা ভাতা কত টাকা ?

  • প্রতি মাসে ১৫০০ টাকা হারে একজন পুলিশ কনস্টেবল চিকিৎসা ভাতা বা মেডিকেল ভাতা পেয়ে থাকে। 

পুলিশ কনস্টেবল যাতায়াত ভাতা কত টাকা ?

  • একজন পুলিশ কনস্টেবল ৩০০ টাকা হারে যাতায়াত ভাতা পেয়ে থাকে।  প্রতিমাসের বেতন এর সাথে পেয়ে থাকে ।

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

পুলিশ কনস্টেবল টিফিন  ভাতা কত টাকা ?

  • সরকারি অন্যান্য কর্মচারি ন্যায় ২০০ টাকা হারে টিফিন ভাতা হয়ে থাকে।

পুলিশ কনস্টেবল ধোলাই  ভাতা কত টাকা ?

  • সরকারি অন্যান্য কর্মচারি ন্যায় একজন  পুলিশ কনস্টেবল ৩০০ টাকা হারে ধৌত ভাতা বা ধোলাই ভাতা  পেয়ে থাকে।

একজন পুলিশ কনস্টেবল ঝুঁকি ভাতা কত টাকা ?

  • পুলিশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। এজন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকি ভাতা পেয়ে থাকে।  একজন পুলিশ কনস্টেবল দেড় হাজার টাকা করে ঝুঁকি ভাতা পেয়ে থাকেন।

একজন পুলিশ কনস্টেবল শ্রান্তি বিনোদন ভাতার সুবিধা ?

  • সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায় একজন পুলিশ কনস্টেবল তিন বছর পর পর শান্তি বিনোদন ছুটি ও ভাতা পেয়ে থাকে। ১৫ দিনের ছুটিসহ এক মাসের সমপরিমাণ মূল বেতন পেয়ে থাকে।

একজন পুলিশ কনস্টেবল উৎসব ভাতার সুবিধা ?

  • ইসলাম ধর্মের অনুসারীগণ ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দুইটি উৎসব পেয়ে থাকে। আর হিন্দু কর্মচারী কর্মকর্তাগণ তাদের পূজার সময়  একসাথে দুইটি বোনাস পেয়ে থাকে।

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশনের জন্য আবেদন করার উপায় ? মৃত ব্যক্তির পেনশন কে  পাবে ?স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে ?

একজন পুলিশ কনস্টেবল বিভিন্ন রকম ছুটির সুবিধা ?

  • বাংলাদেশ পুলিশের সকল কর্মচারী কর্মকর্তাগণ ১৮ রকমের ছুটি ভোগ করে থাকে।

হাওড় ভাতার সুবিধা?

  • হাওড় ঘোষিত সকল উপজেলায় হাওর ভাতা পাওয়া যায় ।

দুর্গম  অঞ্চল ও পাহাড়ি বাতাসের সুবিধা?

  • পার্বত্য  জেলা সদর ও অন্যান্য উপজেলায় মূল বেতনের ২০% হারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বাংলাদেশ পুলিশও হাওয়ার ভাতা পেয়ে থাকে।

সরকারি কাজে বদলি বা ভ্রমণ ভাতার সুবিধা ?

  • সরকারি কাজের স্বার্থে  বিভিন্ন ভ্রমণের ক্ষেত্রে দৈনিক ভাতার সুবিধা, পথ ভাড়ার সুবিধা এবং বদলীজনিত ভ্রমণ ভাতার সুবিধা রয়েছে।

একজন পুলিশ কনস্টেবল শিক্ষা সহায়ক ভাতা কত টাকা ?

  • একজন পুলিশ কনস্টেবল ২ সন্তানের জন্য মোট ১,০০০ টাকা (প্রতি সন্তানের জন্য ৫০০ টাকা) শিক্ষা সহায়ক ভাতা পান। তবে এই ভাতা কেবলমাত্র দুই সন্তানের জন্য প্রযোজ্য।

পদোন্নতির সুযোগ আছে কিনা ?

  • পুলিশ কনস্টেবল পদে চাকরি শুরুর পর ৩ বছর পূর্ণ হলে তারা পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। যোগ্যতা ও পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা এএসআই পদ পদোন্নতি পেয়ে থাকে। পরীক্ষায় পাশ না করলে পদোন্নতি কোন সুযোগ নেই।

আরও জানুনঃ কোন গ্রেডে কত বেতন ? সরকারি চাকরিতে কোন গ্রেডে কত বেতন ২০২৪ ?

পি আর এল এবং লাম গ্র্যান্ট এর সুবিধা ? 

  • বাংলাদেশ পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীর ন্যায়  চাকরি শেষে ১ বছর পিআরএল  ছুটি ভোগ করবেন এবং ১৮ মাসের লাম গ্র্যান্ড প্রাপ্য হবে। অর্থাৎ আপনার সর্বশেষ মুলবেতনের  ১৮ মাসের বেতন ছুটি কালীন সময়ে একসাথে প্রাপ্য হবেন।
পুলিশ কনস্টেবল এর আনুতোষিক ও পেনশন কত

পুলিশ কনস্টেবল এর আনুতোষিক ও পেনশন কত ?

  • একজন পুলিশ কনস্টেবল ১৭ তম গ্রেডে চাকুরীতে প্রবেশ করে থাকে। পদোন্নতির পরীক্ষায় পাশ করলে এএসআই পদে পদোন্নতি পেয়ে থাকে। তখন তার গ্রেড পরিবর্তন হয় এক্ষেত্রে পেনশন তার ওই গ্রেড অনুযায়ী হবে। কিন্তু যদি সে পদোন্নতি না পায় ১৭ তম গ্রেডেই যদি চাকরি শেষ হয় তাহলে দুইটি উচ্চতার গ্রেড প্রাপ্ত হবেন। একটি ১০ বছরে আরও একটি ষোলো বছরে। তার বেতন গ্রেড পরিবর্তন হয়ে ১৫তম গ্রেডে যাবে। তখন পেনশন ১৫ তম গ্রেডের যে ধাপে থাকবে সেই ধাপ অনুযায়ী সে প্রাপ্ত হবে। ১৫ তম গ্রেডে তার মূল্য বেতন যদি ২২৩৭০/- টাকা হয় তাহলে তার পেনশন ও অনুতোষিক হবে  নিম্নরূপঃ

পেনশন এবং আনুতোষিক হিসাব =( শেষ বেসিক X শতকরা হার)/২*২৩০

                                                  =( ২২৩৭০৯০%) /২৩০

                                                 =১০০৬৬.৫**২৩০

                                                  =২৩,১৫,২৯৫/- টাকা

আরও জানুনঃ আনুতোষিক কি ( what is gratuity)? আনুতোষিক শব্দের অর্থ কি ? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?

পুলিশ কনস্টেবল এর মাসিক পেনশন কত ?

  • মাসিক পেনশনঃ প্রতিমাসে ১০০৬৬.৫  টাকা মাসিক পেনশন আকারে পাবেন। সাথে মেডিকেল ভাতা পাবেন। এবং আপনার পরিবার আজীবন পারিবারিক পেনশন প্রাপ্ত হবে।
  • একটি ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী হিসেবে। এরপরে আরো পে স্কেল এবং অন্যান্য সুবিধা পেলে আপনার  পেনশন ও আনুতোষিক সেই হারে বেড়ে যাবে।

সারসংক্ষেপ

বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি একটি সম্মানজনক পদ। কিন্তু চাকরি পেতে হলে প্রার্থীদের কঠোর পরিশ্রম এবং শারীরিক যোগ্যতার প্রমাণ দিতে হয়। তাদের উপয় অর্পিত দায়িত্ব অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Reply

error: Content is protected !!