nocomments

অনলাইন পেনশন আবেদন ফরম | পেনশন ও আনুতোষিক ফরম ?

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের পেনশন অনুমোদনের জন্য যে সব পেনশন-ও- আনুতোষিক ফরম, সনদ এবং সার্টিফিকেট প্রয়োজন

কর্মকর্তা/কর্মচারিদের কর্মচারীর নিজের ক্ষেত্রে

১। পেনশন আবেদন ফরম (সংযোজনী-৪)

২। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক অথবা গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সর্বশেষ তিন বছরের চাকরির বিবরণী /এলপিসি

৩। অবসর ও পিআরএল গমনের  মঞ্জুরিপত্র ( প্রযোজ্য ক্ষেত্রে)

৪। প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়ন পত্র/ শেষ বেতন পত্র

৫। সত্যায়িত ছবি

৬। জাতীয় পরিচয়

৭। চাকরি স্থায়ীকরণের/নিয়মিতকরণের আদেশ (উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত,আত্তীকরণ এর মাধ্যমে যোগদানকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য)

৮। প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণাপত্র(সংযোজনী-২)

৯। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬)

১০। না-দাবি প্রত্যয়ন পত্র (সংযোজনী-৮)

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের পেনশন অনুমোদনের জন্য যে সব ফরম, সনদ এবং সার্টিফিকেট প্রয়োজন সেগুলো ডাউনলোড করে নিন।

ibas++ digital nominee entry | ibas++ gpf subscriber nominee entry | ibas++ gpf nominee entry বিস্তারিত জেনে নিন।

পেনশন অনুমোদনের জন্য যে সব ফরম, সনদ এবং সার্টিফিকেট প্রয়োজন ভিডিও দেখে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ পেনশন-ও-আনুতোষিক-ফরম ,

Reply

error: Content is protected !!