অনলাইন পেনশন আবেদন ফরম | পেনশন ও আনুতোষিক ফরম ?
সরকারি কর্মকর্তা/কর্মচারিদের পেনশন অনুমোদনের জন্য যে সব পেনশন-ও- আনুতোষিক ফরম, সনদ এবং সার্টিফিকেট প্রয়োজন
কর্মকর্তা/কর্মচারিদের কর্মচারীর নিজের ক্ষেত্রে
১। পেনশন আবেদন ফরম (সংযোজনী-৪)
২। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক অথবা গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সর্বশেষ তিন বছরের চাকরির বিবরণী /এলপিসি
৩। অবসর ও পিআরএল গমনের মঞ্জুরিপত্র ( প্রযোজ্য ক্ষেত্রে)
৪। প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়ন পত্র/ শেষ বেতন পত্র
৫। সত্যায়িত ছবি
৬। জাতীয় পরিচয়
৭। চাকরি স্থায়ীকরণের/নিয়মিতকরণের আদেশ (উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত,আত্তীকরণ এর মাধ্যমে যোগদানকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য)
৮। প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণাপত্র(সংযোজনী-২)
৯। নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬)
১০। না-দাবি প্রত্যয়ন পত্র (সংযোজনী-৮)
সরকারি কর্মকর্তা/কর্মচারিদের পেনশন অনুমোদনের জন্য যে সব ফরম, সনদ এবং সার্টিফিকেট প্রয়োজন সেগুলো ডাউনলোড করে নিন।
ibas++ digital nominee entry | ibas++ gpf subscriber nominee entry | ibas++ gpf nominee entry বিস্তারিত জেনে নিন।
পেনশন অনুমোদনের জন্য যে সব ফরম, সনদ এবং সার্টিফিকেট প্রয়োজন ভিডিও দেখে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ পেনশন-ও-আনুতোষিক-ফরম ,
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।