Site icon Govt news

পেনশন কি ? পেনশন যোগ্য চাকুরী এবং পেনশন যোগ্য চাকরির শর্তাবলী ?

পেনশন কি? পেনশন যোগ্য চাকুরী এবং পেনশন যোগ্য চাকরির শর্তাবলী?

পেনশন কি?

সরকারি চাকরিজীবীদের পেনশন নীতিমালা অনুযায়ী একজন সরকারি চাকরিজীবী চাকরি শেষে পেনশন বা মাসিক ভিত্তিতে একটি ভাতা পেয়ে থাকেন। এটি পেনশন নামে পরিচিত। 

কোন ক্ষেত্রে পেনশনের দাবী গ্রহণ যোগ্য নয়ঃ

বাংলাদেশ সার্ভিস রুলের ২৪৮ বিধি অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে পেনশনের দাবী গ্রহণ যোগ্য নয়ঃ

(১) সীমিত সময়ের চাকরির জন্য।

(২) কোন নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ করা হলে এবং কাজ শেষ হলে অব্যহতি প্রদান করা হলো।

(৩) মাসিক মজুরীর ভিত্তিতে নিয়োগ করা হলে।

(৪) কোন কার্য সম্পাদনের জন্য পারিশ্রমিক প্রাপ্তির শর্তে অস্থায়ীভাবে নিয়োগ করা হলে ( চুক্তি ভিত্তিক নিয়োগ)।

( ৫) পেনশন প্রদানের শর্ত নাই এমন চাকরিতে নিয়োগ করা হলে। { বিএসআর-২৪৮}

পেনশন যোগ্য চাকুরী ও পেনশন যোগ্য চাকরির শর্তাবলীঃ

(১) চাকরি সরকারি হতে হবে।

(২) স্থায়ী হতে হবে। স্থায়ী চাকরি পেনশনযোগ্য, অস্থায়ী হলে ধারাবাহিক হতে হবে।

(৩) সরকারি খাত হতে বেতন হবে।

(৪) অস্থায়ী চাকরি স্থায়ী হলে পেনশনযোগ্য হবে।

(৫) শিক্ষানবিশ চাকরির অর্ধেক পেনশনযোগ্য হবে।

(৬) প্রবেশনার চাকরি স্থায়ী স্বাপেক্ষে পেনশনযোগ্য হবে।

[বিএসআএ ২৫৮]

সরকারি চাকরিজীবীদের পেনশন নীতিমালা এবং পেনশন প্রাপ্তির যোগ্যতা ও নিয়মাবলী ?

সরকারি চাকরিজীবীদের পেনশন কর্মচারীর আচরণ কেমন হবে ?

চাকরি থেকে বরখাস্ত ও অপসারণ হলে পেনশন প্রাপ্য হবে কি ?

একই পদে দুইটি পেনশন প্রাপ্য হবে কি ?

. পেনশনযোগ্য চাকরির শর্তাবলী কি কি ২০২৪ এবং কোন কোন চাকরিকাল পেনশন যোগ্য ?

 পেনশন বিলম্বে মঞ্জুর হলে


পেনশন মঞ্জুরিতে কোনো বিলম্ব হলে তা পেনশনারের আর্থিক অসুবিধার কারণ হতে পারে। তাই পেনশন মঞ্জুরির সময় সঠিকভাবে তা প্রদান নিশ্চিত করা প্রয়োজন। (বি এস আর-৪৩০)।

সর্বনিম্ন কত বছর চাকরি করেলে পেনশন প্রাপ্য হবে ?

পেনশন পেতে কত বছর চাকরি করতে হয়
সরকারি চাকরিজীবীদের পেনশন নীতিমালা

কত ভাগ পেনশনের বাধ্যতামূলক সমর্পণ ?


অবসরগ্রহণের সময় কর্মচারীকে তাঁর মোট পেনশনের ৫০% বাধ্যতামূলকভাবে সমর্পণ করতে হবে এবং সেই অনুযায়ী আনুতোষিক প্রদান করা হবে। (স্মারক নং MFP(FD)/Regn-1/3p-22/82/147)

শতকরা কত ভাগ পেনশন সমর্পর্ণ করা যাবে

বিস্তারিত জেনে নিন।

পেনশন কত প্রকার ও কি কি? পারিবারিক পেনশন কি জেনে নিতে পারেন।

Exit mobile version