Site icon Govt news

পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৪ ও পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৪ ?

পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৩ ও পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৩

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবে;

পে ফিক্সেশন ভুল হলে করণীয় কি

আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার পদ্ধতি ?

আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম নিম্নে দেয়া হলো;

(১) ডিডিও এর  আইবাস++ এর আইডি থেকে মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য এন্ট্রি করতে হবে।

(২) তারপর হিসাবরক্ষণ অফিস বরাবর ফরওয়ার্ড করতে হবে।

(১) নিজের আইবাস++ এর আইডি থেকে মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য এন্ট্রি করতে হবে।

(২) তারপর হিসাবরক্ষণ অফিস বরাবর ফরওয়ার্ড করতে হবে।

এরপর হিসাবরক্ষণ অফিস হতে অনুমোদন করা হলে মোবাইল নম্বর পরিবর্তন হয়ে যাবে।

পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে ?

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৪ ?

পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৪ ?

আর জানুন:

Payfixation বা পে ফিক্সেশন কি ? অনলাইন পে ফিক্সেশন বা পে ফিক্সেশনের নিয়ম ?

এখন কি তাহলে কর্তৃপক্ষকে অবহিত না নিউ চাকরি নিয়ে ফিক্সেশন করা যাবে না?


অবশ্যই না। আপনি যদি কোন দপ্তরের মাধ্যমে হিসাবরক্ষণ কাজের জায়গায় ফিক্সেশন করে থাকেন তবে কর্তৃপক্ষকে অবহিত করেই আপনার ফিক্সশন বাতিল করতে হবে। পুরাতন ফিক্সেশন বাদ না করে কোনভাবে নিউ জবের ফিক্সেশন শেষ করার জন্য পারবেন না। পূর্বে ম্যানুয়াল বেতন বিল হতো একারণে ১টি চাকরি ছেড়ে দিয়ে লুকিয়ে অন্য ১টি চাকরিতে যোগদান করলেই বেতন ভাতা পেতেন তার সাথে কোন প্রবলেম হতো না। কর্তৃপক্ষকে অবগত করেই আপনার ফিক্সেশন বাদ করে নিউ ফিক্সেশন করার জন্য হবে। এইজন্য আমরা পরামর্শ দিব আপনি যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়েই নিউ জবের জন্য অ্যাপ্লাই করুন ও বেতন সংরক্ষণ এর মাধ্যমে নতুন চাকরিতে জয়েন করতে হবে।

পে ফিক্সেশন ভুল হলে করণীয় কি ?

পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট এর কপি দেখে নিতে পারেন।

রিলেটেড ট্যাগ: পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে ?,আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করার পদ্ধতি ?,পে ফিক্সেশন বাতিলের আবেদন এর সাথে কি কি ডকুমেন্ট লাগবে ?,পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৩ ?, পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৩ ?পে ফিক্সেশন বাতিল,Pay fixation cancel

Exit mobile version