nocomments

নতুন নিয়োগকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা সংক্রান্ত বিরাট সুখবর।

চলতি বছরের নিয়োগকৃত প্রাথমিক এবং প্রাক  প্রাথমিক সহকারি ৩৭ হাজার শিক্ষকদের নিযোগ প্রদান করা হয়। কিন্তু গত  আড়াই মাস ধরে বেতন ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে না। ঈদের আগের তাদের বেতন ভাতা ও ঈদ বোনাস প্রদান করার সকল প্রক্রিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সম্পন্ন করা হয়েছে ।

গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সচিবালয়ের নিজ দপ্তরে এ তথ্য জানিয়েছে।

নতুন ৩৭ হাজার শিক্ষকদের কিছু শিক্ষক প্রাথমিক  এবং প্রাক প্রাথমিক শিক্ষদের সবাইকে রাজস্ব খাতে নিয়োগ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) প্রকল্প থেকে ২৬ হাজারের কাছাকাছি শিক্ষক বেতন পাবেন আর বাকিরা পাবেন, রাজস্ব খাত হতে। প্রকল্প শেষ হলে সবাই পাবেন রাজস্ব খাত হতে।

এ বিষয়টি নিয়ে Ibas++ হতে শিক্ষদের বেতন ভাতা প্রদান করতে জটিলতার সৃষ্ঠি হয়। এ বিষয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয় ও অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সভায় সিন্ধান্ত হয় যে, সকল শিক্ষক রাজস্ব খাত হতে বেতন ভাতা প্রাপ্য হবেন। এখন Ibas++ হতে সকল শিক্ষকদের বেতন ভাতা প্রদান করার জন্য Ibas++ এ সিস্টেম কাজ চলমান রয়েছে। এ কাজটি সম্পন্ন করতে সর্বোচ্চ তিন থেকে ৫ দিন সময় লাগতে পারে।

আরও জানুনঃতদিন থাকছে ঈদুল ফিতর ২০২৩ এর সরকারি ছুটি ?

Ibas++ হতে বেতন ভাতা প্রদান করার জন্য নিম্নলিখিত কাজ সমূহ সম্পন্ন করতে হবে;

  • সকল শিক্ষকদের সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস হতে বেতন নির্ধারণ সম্পন্ন করতে হবে।
  • Ibas++ এ বেতন ভাতা ইএফটি করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের Ibas++আইডি হতে মাষ্টার ডাটার সকল তথ্য এন্টি করতে হবে।
  • এরপর সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের Ibas++ এর আইডি হতে মাষ্টার ডাটার সকল তথ্য অনুমোদন করতে হবে।
  • পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে শিক্ষা অফিসারের Ibas++আইডি হতে বেতন বিল সাবমিট ও ফরওয়ার্ড করতে হবে।
  • পরবর্তীতে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস তাদের বেতন বিলে ইএফটির কাজ সম্পন্ন করবে।
  • হিসাবরক্ষণ অফিস হতে ইএফটির কাজ সম্পন্ন করা হলে সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যাংক একাউন্টে বাংলাদেশ ব্যাংক চেক ক্লিয়ারিং পরে জমা হবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা,নতুন নিয়োগকৃত প্রাথমিক বিদ্যালয়ের বেতন ভাতা সংক্রান্ত বিরাট সুখবর, Ibas++ এ বেতন ভাতা ইএফটি , Ibas++ এর আইডি হতে মাষ্টার ডাটার সকল তথ্য

Reply

error: Content is protected !!