Site icon

প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

প্রাপ্যতা বিহীন ছুটি কি

প্রাপ্যতা বিহীন ছুটি ?

প্রাপ্যতাবিহীন ছুটি; প্রাপ্যতা বিহীন ছুটি বা ছুটি পাওনা নেই (Leave not due); স্থায়ী কর্মচারীর যখন কোন ছুটি পাওনা থাকে না তখন কর্তৃপক্ষ তাকে, কর্মকালীন সময় দ্বারা ছুটি অর্জন করে সমন্বয় করার শর্ত সাপেক্ষে যে ছুটি মঞ্জুর করা হয় তাকে প্রাপ্যতা বিহীন ছুটি বা Leave not due বলে ।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?

প্রাপ্যতা বিহীন ছুটির নিয়ম ?

আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

অধ্যয়ন ছুটির নিয়ম ?

একজন সরকারি কর্মচারীকে বি এস আর প্রথম খন্ডের বিধি ১৯৪ মোতাবেক দাপ্তরিক কাজের সাথে সম্পৃক্ত বা যে শিক্ষা গ্রহণ করলে তার দক্ষতা বৃদ্ধি প্রাপ্ত হবে অর্থাৎ সায়েন্টিফিক, টেকনিক্যাল বা বিভাগীয় শিক্ষা বা প্রশিক্ষণের জন্য অধ্যয়ন ছুটির প্রদান করা হয়।

গড় বেতন মানে কি ?

গড় বেতন (এভারেজ পে):

একজন সরকারি কর্মচারী ছুটিতে গমনের পূর্বে প্রাপ্ত ১২ মাসের মূল বেতনের গড়কে গড় বেতন বলা হয়। এ গড় বেতন অথবা ছুটিতে গমনের পূর্বে উত্তোলিত বেতন, এ দু’য়ের মধ্যে যা অধিক লাভজনক, তার ভিত্তিতেই গড়বেতনে ছুটির বেতন নির্ধারিত হবে।

অর্ধগড় বেতনে ছুটি বা Leave on half average pay ?

Leave on half average pay (অর্ধগড় বেতনের ছুটি ):

একজন সরকারী কর্মচারী তাহার কার্যকালের ( Duty ) ; হারে অর্ধ -গড় বেতনের ছুটি অর্জন করিবেন এবং উক্ত ছুটি জমার ক্ষেত্রে কোন সময় সীমা নির্দিষ্ট করা হয় নাই। ডাক্তারী সার্টিফিকেটসহ আবেদন করিলে অর্ধ-গড় বেতনের ছুটি সর্বাধিক ১২ মাস পর্যন্ত গড় বেতনের ছুটিতে রূপান্তরিত করা যাইতে পারে। এই ক্ষেত্রে দুই দিন অর্ধ-গড় বেতনের ছুটি একদিন গড় বেতনের ছুটিতে রূপান্তরিত করা যাইবে। [ Rule 3, P. L. R-1955/1959]

রিলেটেড ট্যাগঃ প্রাপ্যতা বিহীন ছুটি, ছুটি ছাড়া কর্তব্যে অনুপস্থিতি কি, অননুমোদিত অনুপস্থিতি কি, অনুপস্থিতির জন্য কর্মচারীকে বরখাস্ত করা যায় কি, সরকারী ছুটি কত প্রকার? গড় বেতন মানে কি?প্রাপ্যতা বিহীন ছুটি কি ?

Exit mobile version