সংবিধান

বাংলাদেশের সংবিধানের রক্ষক কে ? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে ?

এই পোস্ট থেকে নিম্ন লিখিত প্রম্নের উত্তর জানা যাবে ;

  • বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
  • বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন ?
  • বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করেন কে ?
  • বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
  • বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন ?
  • বাংলাদেশের সংবিধানের নাম কি ?
  • বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে ?
  • বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল ?
  • বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে ?

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

উত্তরঃ বাংলাদেশের সংবিধানের রক্ষক হল সুপ্রীম কোর্ট। বাংলাদেশ সুপ্রীম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত।

  • ৬ষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ (The Judiciary) ৯৪ থেকে ১১৭পর্যন্ত মোট অনুচ্ছেদ রয়েছে ২৩টি।সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার আইনি ভিত্তি রয়েছে ৬ষ্ঠ ভাগে রয়েছে।

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন ?

উত্তরঃ  বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?

উত্তরঃ  ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী, হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক বাতিল করা হয়েছে।

আরও জানুন: বাংলাদেশের সংবিধানের মূলনীতি বা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কয়টি এবং কি কি ? বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস ?

প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করেন কে ?

উত্তরঃ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করেন  ড.আনিসুজ্জামান 

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?

উত্তরঃ  বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু ।

রাজিয়া বানু ১৯৭৩ সালে সংরক্ষিত মহিলা আসন ৪ এর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সাংসদ হিসেবে ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এছাড়া জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের নারীদের জন্য সাতটি সংরক্ষিত আসনে আওয়ামী লীগের যে ৭ জন নির্বাচিত হন, তাদের মধ্যে রাজিয়া বানু একজন। তিনি শেরে-এ-বাংলা এ কে ফজলুল হকের নাতনি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীনসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ  বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি  ছিলেন ড. কামাল হোসেন।

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের নাম কি ?

গুগল নিউজ হতে আপডেট নিউজ সংগ্রহ করে নিতে পারেন।

উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ( The constitution of the people’s republic of Bangladesh)

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে

উত্তরঃ ৩য় ভাগে রয়েছে মৌলিক অধিকার (Fundamental Right) অনুচ্ছেদ রয়েছে ২৬ থেকে ৪৭ (ক) পর্যন্ত মোট ২২টি।

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল

উত্তরঃ বাংলাদেশের সংবিধান প্রথম গৃহিত হয় ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে এবং তখন এটি হাতে লেখা হয়েছিল। বাংলাদেশের সংবিধান  মূল লিপিকার ছিলেন এ কে এম আব্দুর রউফ।

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে ?

বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে এবং ৭টি তফশীল বা সিডিউল আছে।

রিলেটেড ট্যাগঃ বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?,বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কতজন ?,বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করেন কে ?,বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?,বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন ?,বাংলাদেশের সংবিধানের নাম কি ?,বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে ?,বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল ?,বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে ?

admin

Recent Posts

শিক্ষা ভাতা কি ? সরকারি কর্মচারীর পালক সন্তানের শিক্ষা সহায়ক ভাতা হবেন কি ?

শিক্ষা ভাতা কি ? সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ তাদের সন্তানদের লেখা পড়ার জন্য ভাতা প্রদান করে তাকে…

4 hours ago

পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২৩ ও পে ফিক্সেশন বাতিলের পদ্ধতি ২০২৩ ?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবে; আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন…

1 day ago

Payfixation বা পে ফিক্সেশন কি ? অনলাইন পে ফিক্সেশন বা পে ফিক্সেশনের নিয়ম ?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ পে ফিক্সেশন কি ? অনলাইন পে ফিক্সেশন বা…

2 days ago

জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইনে বেতন নির্ধারণ নির্দেশিকা ও অনলাইন বেতন নির্ধারণ সহায়িকা ?

জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইনে বেতন নির্ধারণ নির্দেশিকা ও অনলাইন বেতন নির্ধারণ সহায়িকা ?…

3 days ago

নতুন পেস্কেল ২০২৩ এবং সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ২০২৩ ?

নতুন পেস্কেল ২০২৩ ও ৯ম বেতন কমিশন ২০২৩ অষ্টম জাতীয় পে কমিশনের পর্যাপ্ত অসংগতি তার…

5 days ago

বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি ?

বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি  (১) ছুটি : কলেজে দু'বছর এক নাগাড়ে চাকুরি না…

5 days ago