হচ্ছে না পে স্কেল তবে সরকারি চাকরিজীবীদের মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির খবর ২০২৩ ?
মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩-২৪ অর্থ বছরের বেতন বৃদ্ধির সুখবর পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা/কর্মচারিরা।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির খবর ২০২৩ ও সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা আসতে পারে ?
আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সুখবর পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা/কর্মচারিরা। মহার্ঘ ভাতার আদলে তাদের জন্য বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) ঘোষণা আসতে পারে। মূল্যস্ফীতি মোকাবিলায় নির্ধারিত ৫ শতাংশের বার্ষিক ইনক্রিমেন্টের বাইরেও এক্সট্রা ইনক্রিমেন্ট পেয়ে যাবেন সরকারি চাকরিজীবীরা। এর পরিমাণ বেতনের ১০ থেকে ২০ শতাংশ থেকে পারে।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে:
- আগামী অর্থবছরের বাজেট বক্তব্যে সরকারী চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা থাকছে।
- উচ্চ মূল্যস্ফীতির কারণে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারণে নতুন পে স্কেল ২০২৩ এর দাবি তোলেন সরকারি কর্মকর্তা/কর্মচারিরা ।
- এমন প্রেক্ষাপটে আগামী বাজেটে তাদের জন্য মহার্ঘ্য ভাতা ঘোষণার ব্যপারে প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় ছিলেন অর্থ বিভাগের কর্মকর্তারা।
- জাতীয় বেতন স্কেল ২০১৫ কার্যকর হওয়ার পর হতে এখন পর্যন্ত মুদ্রাস্ফীতির পরিমাণ প্রায় ৪০ শতাংশে দাঁড়িয়ে।
আরও জানুনঃ ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জন্য মহার্ঘ ভাতা থাকছে না বিশেষ ইনক্রিমেন্ট ২০২৩ ?
- জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় টাকার হিসেবে ৫ হাজারেরও বেশি।
- ২০১৮ সালের সুপারিশ অনুসারে সরকারকে আপাতত তিনটি ‘বিশেষ ইনক্রিমেন্ট’ ও ‘নবম পে-কমিশন’ গঠনের নির্দেশনা দেওয়ার দাবি জানিয়ে আসছেন কর্মকর্তা-কর্মচারীরা।
- বর্তমান বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ করায় নিম্ন বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।
- সংশ্লিষ্টরা বলছেন, এবারের বরাদ্দ আওয়ামী লীগ গর্ভনমেন্টের টানা ৩য় মেয়াদের সমাপ্ত বাজেট। একারণে এটাকে নির্বাচনী বাজেটও জানানো যায়। এবারের বাজেটে ৮ বছর পর সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কয়েকটি সুযোগ-সুবিধা দেওয়ার ব্যপারে আলোচনা হচ্ছে।
- অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বরাদ্দ ঘোষণার পর প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পর বেতন বাড়ানোর জন্য প্রচেষ্টা নেওয়া হবে। মূল্যস্ফীতির সঙ্গে তা সমন্বয় করে একটানা প্রক্রিয়া সমাপ্ত করে আগস্ট-সেপ্টেম্বরে গেজেট জারি থেকে পারে।
আরও জানুনঃ ২০২৩-২০২৪ অর্থ বছরে ৯ম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ ১১ দফা দাবি সরকারি কর্মচারীদের ?
- অর্থ বিভাগের ইনফরমেশন অনুযায়ী, বর্তমানে নানারকম মন্ত্রণালয় ও বিভাগের আওতায় রাষ্ট্রীয় চাকরিজীবীর সর্বমোট পদসংখ্যা ১২.৪৬ লাখ। ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ তাদের বেতন-ভাতা বাবদ আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ থাকতেছে ৭৭ হাজার কোটি টাকা। কিন্তু মোট পদের ভিতরে ২.৭০ লাখ পদ উজাড় রয়েছে। ফলে বেতন-ভাতায় বাজেটের পুরো অর্থ ব্যয় হবে না। চলমান অর্থবছরের বেতন-ভাতায় বাজেট ছিল ৭৪ হাজার ২৬৬ কোটি টাকা।
- ২০১৫ সালে ঘোষণা করা পে-স্কেলে বলা আছে, সরকারী চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের হার হবে ৫ শতাংশ। তবে মূল্যস্ফীতির হার ৫ শতাংশের বেশি হলে সে অনুযায়ী ইনক্রিমেন্টের হারও বাড়বে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, গত এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। আর গত মে-এপ্রিল ১২ মাসের গড় মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৬৪ শতাংশ।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।