ভ্রমণ ভাতা কি | ভ্রমণ বিল করার নিয়ম। সরকারী টিএডিএ বিল করা নিয়ম। সরকারি ভ্রমণ ভাতা। দৈনিক ভাতা কি

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবেঃ

  • What is Travelling Allowance বা ভ্রমণ ভাতা কি ?
  • What kinds of travelling allowance ?বা ভ্রমণ ভাতা কত প্রকার?
  • সরকারী টিএডিএ বিল করার সঠিক নিয়ম ?
  •   ভ্রমণ ব্যয় বিলের সার্টিফিকেট প্রদান ?
  •   ভ্রমণ বিল তৈরী করার প্রত্যয়নপত্র ?
  • ভ্রমণ ব্যয় বিল নন গেজেটেড কর্মচারী  এবং গেজেটেড কর্মকর্তার ভ্রমণ বিল তৈরী করার কোড ?

What is Travelling Allowance বা ভ্রমণ ভাতা কি ?

Travelling Allowance is a kind of compensatory allowance. It is paid to compensate the expenditure incurred by a government servant for a journey made in the interest of public service.

What kinds of travelling allowance ? বা ভ্রমণ ভাতা কত প্রকার ?

Different kinds of travelling allowance:

  • Permanent travelling allowance ( স্থায়ী ভ্রমন ভাতা)
  • Conveyance allowance
  • Daily allowance (দৈনিক ভাতা)
  • Mileage allowance (পথভাড়া ভাতা)

সরকারী টিএডিএ বিল করার সঠিক নিয়ম ?

গেজেটেড সরকারী কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারীর ভ্রমণ ভাতা ব্যয় বিল প্রস্তুতের জন্য নির্দেশাবলিঃ

১। বিভিন্ন ধরনের ভ্রমণ ও যাত্রাবিরতি একই লাইনে লেখা যাবে না।

২। স্থায়ী ভ্রমণ ভাতা ভ্রমণ ব্যয়ের বিলের সঙ্গে না গ্রহণ করে সরকারি কর্মচারীদের বেতনের সাথে গ্রহণ করতে হবে।

৩।কোন বিলের মোট পরিমাণের সাথে যে কোন একটি ভ্রমণের ক্ষেত্রে কোন কিলোমিটারের অংশবিশেষের জন্য দাবি করা চলবে না।

৪। ভ্রমণ ব্যয় বিলের প্রথম দফা যাত্রাবিরতি হলে ঐ যাত্রাবিরতি শুরুর তারিখ ”মন্তব্য” কলামে লিখতে হবে।

৫। যদি দৈনিক ভাতা, সড়ক পথে ভ্রমণের জন্য দাবি করা হয়, যত কিলোমিটার ভ্রমণ করা হয়েছে তা লিখতে কলাম ১৩ এবং বিস্তারিত ভাতা ১৫ হতে ১৮ কলামে লিখতে হবে।

৬। বদলীজনিত ভ্রমণ ভাতা ক্ষেত্রের ভ্রমণ ব্যয়ের অগ্রিম, অগ্রিমের সমন্বয় ও চূড়ান্ত হিসাব ভুক্তির ক্ষেত্রে এই ফরম ব্যবহৃত হলে নিম্নে  লিখিত কোড ব্যবহার করতে হবে:

(ক) বদলিরজনিত অগ্রিম (সমন্বয়যোগ্য) – ৭২১৩১০২ (খ) বদলিজনিত বেতন অগ্রিম (আদায়যোগ্য) – ৭২১৩১০৫ গৃহীত অগ্রিম উত্তোলনের ৬ মাসের মধ্যে অথবা জুন মাসের মধ্যে (যা আগে হবে) সমন্বয় করতে হবে।

                                                             

  ভ্রমণ ব্যয় বিলের সার্টিফিকেট প্রদান ?

ভ্রমণ ব্যয় বিলের সার্টিফিকেট

১। নন-গেজেটেড কর্মচারী অথবা অধস্তন কর্মচারীগণ কিলোমিটার হিসাবে ব্যয় দাবির ক্ষেত্রে সাধারণ যানবাহন অথবা কর্তৃপক্ষের আদেশে ভাড়া করা যানবাহনে ভ্রমণ করেছেন (বাংলাদেশ সার্ভিস রুল ৮১ দ্বিতীয় খন্ড)। 

২। প্রধান কার্যালয়ে দৈনিক ভাতা দাবির ক্ষেত্রে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ক্যাম্পের সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণের জন্য এর প্রয়োজন ছিল এবং এই ভাতা বাবদ ব্যয় অন্যভাবে রক্ষণাবেক্ষণ করলে যে ব্যয় হতো তা অপেক্ষা বেশি নয়।

  ভ্রমণ বিল তৈরী করার প্রত্যয়নপত্র  ?                       

১। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, এই বিলে বর্ণিত ভ্রমণ ও যাত্রাবিরতি জনস্বার্থে করা হয়েছে। 

২। এই বিলে দাবিকৃত টাকা অন্য কোন বিলে আহরণ করা হয়নি। 

৩। এই ভ্রমণ ব্যয় বাবদ গৃহীত অগ্রিম এই বিলে সমন্বয় করা হয়েছে।

ভ্রমণ ব্যয় বিল নন গেজেটেড কর্মচারী  এবং গেজেটেড কর্মকর্তার ভ্রমণ বিল তৈরী করার কোডঃ

  • অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়ের কোডঃ ৩২৪১১০১
  • অভ্যন্তরীণ বদলি ব্যয় কোডঃ ৩২৪১১০২
  • অভ্যন্তরীণ ভ্রমণের জন্য অগ্রিম কোডঃ ৩২৪১১০৩
  • বৈদেশিক ভ্রমণ ব্যয় কোডঃ ৩২৪২১০১
  • বৈদেশিক বদলি ব্যয় কোডঃ ৩২৪২১০২
  • বৈদেশিক ভ্রমণের অগ্রিম কোডঃ ৩২৪২১০৩

বিস্তারিত জানতে জেনে নিন।

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ ভ্রমন ভাতা আদেশ ডাউনলোড করে নিতে পারেন।

নন গেজেটেড কর্মচারীদের ভ্রমন বিলের ফরম ডাউনলোড করে নিতে পারেন।

গেজেটেড কর্মচারীদের ভ্রমন বিলের ফরম ডাউনলোড করে নিতে পারেন।

নিজে নিজে online এ gpf account balance check করার পদ্ধতি জেনে নিন।

গেজেটেড সরকারী কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারীর ভ্রমণ ভাতা ব্যয় বিল
প্রস্তুতের জন্য নির্দেশাবলি

রিলেটেড ট্যাগঃ ভ্রমণ ভাতা কি , ভ্রমণ বিল করার নিয়ম, সরকারী টিএডিএ বিল করা নিয়ম,সরকারি ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা কি, নন গেজেটেড কর্মচারীর ভ্রমণ ভাতা,

Reply

error: Content is protected !!