এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট ২০২৪ ?
এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের ভ্রমন বিল বৃদ্ধির ভ্রমণ ভাতা গেজেট ২০২৪ ?
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রবিধি-৩ অধিশাখার ১৬/০৪/২০২৪ খ্রিঃ আদেশ অনুযায়ী উপজেলা/থানা পর্যায়ে কর্মরত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৩,০০০/-(তিন হাজার) টাকা হতে বৃদ্ধি করে ৪,০০০/- (চার হাজার) টাকায় পুনঃনির্ধারণ এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের মাসিক ভ্রমণ ভাতা ২,০০০/-(দুই হাজার) টাকা নির্ধারণে নিম্নোক্ত শর্তে বৃদ্ধি করে ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট জারি করা হয়েছে।
এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের ভ্রমন বিল বৃদ্ধির শর্তাবলী ২০২৪ :
- বিলের সাথে প্রমাপ অনুযায়ী পরিদর্শন করা হয়েছে মর্মে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে ;
- বিদ্যালয় পরিদর্শনের জন্য উক্ত ভ্রমণ ভাতা ব্যতিত অন্য কোন ভাতা প্রাপ্ত হবেন না; এবং
- আদেশ জারির তারিখ থেকে পুনঃনির্ধারিত হার কার্যকর হবে।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ফিক্সড টিএডিএ বেতন বিলের সাথে প্রাপ্য হবেন কি ?
- ফিক্সড টিএডিএ বেতনের সাথে প্রাপ্য হবে।
- নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদনের পর হিসাবরক্ষণ অফিসে ভ্রমন বিল দাখি করহে হবে।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।