nocomments

যোগদানকাল কি ? যোগদানকাল সর্বোচ্চ কত দিন প্রাপ্য হবে ?

সরকারি কর্মকর্তা কর্মচারীদের বদলি একটি নিয়মিত বিষয়। তাদেরকে একই জেলায় থেকে অন্য জেলায় এবং বাংলাদেশের যে কোন স্থানে বদলি করা হয়। বদলি করার পরে তিনি দায়িত্ব হস্তান্তরের পর থেকে কতদিন পরে ওই নতুন স্টেশনে বা নতুন কর্মস্থলে যোগদান করবেন এ বিষয়টি আমরা অনেকেই ঠিকমত বুঝতে পারিনা। আজকের পর্ব করবে আমরা আলাপ করব কিভাবে যোগদানকাল কি এবং সর্বোচ্চ কতদিন যোগদানকাল পাওয়া যায়। পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি পুরো বিষয়টি পরিষ্কার হবে।

আরও জানুনঃ ছুটি কি ? ছুটি কি অধিকার ? ছুটি কত প্রকার ও কি কি ? কিভাবে ছুটি অর্জন করা যায় ? Leave Account বা ছুটির হিসাব সংরক্ষণ কে করবেন ?

যোগদানকাল কি ?

একজন সরকারি কর্মকর্তা/কর্মচারীকে এক ষ্টেশন হইতে অন্য ষ্টেশনে বদলী করা হলে বদলীকৃত ষ্টেশনে যোগদানের জন্য যে সময় প্রদান করা হয়, তাকেই যোগদানকাল বলে। এফ আর-৯(১০)।

যোগদানকাল কি  যোগদানকাল সর্বোচ্চ কত দিন প্রাপ্য হবে
যোগদানকাল কি ?

যোগদানকাল কখন প্রাপ্য হবে ?

নিম্নে বর্ণিত অবস্থায় একজন সরকারী কর্মচারীকে যোগদানকাল প্রদান করা হয়:

  • কর্মরত অবস্থায় একষ্টেশন হতে অন্য ষ্টেশনে বদলী করা হলে ;
  • অনধিক ৪ মাসের গড় বেতনের ছুটি হতে ফেরৎ আসার পর অন্য ষ্টেশনে বদলী করা হলে ;
  • পর্যাপ্ত সময়ের পূর্বে নোটিশ প্রদান ছাড়া ৪ মাসের অধিক কাল ছুটি ভোগ করে ফেরৎ আসার পর অন্য ষ্টেশনে বদলী করা হলে;
  • বিদেশে চার মাসের অধিক ছুটি ভোগ করে বাংলাদেশের সমুদ্র বন্দর অথবা বিমানবন্দরে অবতরণের পর বদলীকৃত ষ্টেশনে ভ্রমণের জন্য অথবা সাংসারিক কাজকর্ম গোছানোর জন্য ;
  • কোন নিদিষ্ট স্থান হতে দূরবর্তী ও দুর্গম স্থানে বদলী করা;
  • দূরবর্তী ও দুর্গম স্থান হতে কোন নির্দিষ্ট স্থানে বদলী করা হলে।[F.R.105/Rule 80, B. S. R. 1 / Rule 2137, Estt, Code-II]
  • বৈদেশিক চাকুরীতে (Foreign Service) যোগদানের উদ্দেশ্যে ভ্রমণ অথবা সেখান থেকে মূল কার্যালয়ে ফেরৎ আসার উদ্দেশ্যে ভ্রমণ করার জন্য যোগদানকাল প্রদান করা যায়।[F.R.114 (a)/Rule 2146, E, Code-1] 10.2. The payment admissable to a Govt. Servant during joining time.

আরও জানুনঃ বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের ছুটি বিধি ১৯৭৯ এবং মাদ্রাসার শিক্ষকদের নৈমিত্তিক ছুটি

যোগদানকালীন কিভাবে বেতন পাবেন ?

  • কার্যরত অবস্থায়: যে পদে কম বেতন বা পূর্বের স্টেশনে যে বেতন প্রাপ্ত হতো, সেই হারে বেতন প্রাপ্য হবেন;

ছুটি কালীন সময়ে :

  • অসাধারণ ছুটি বা বিনা বেতনের ছুটি হলে এ সময় কোন বেতন প্রাপ্য হবে না;
  •  অন্য প্রকার ছুটির সাথে ১৪ দিনের কম বিনা বেতনের অনুমোদিত ছুটি হলে এ সময় বেতন প্রাপ্য হবে;
  • অন্য ছুটির সাথে ১৪ দিনের অতিরিক্ত ছুটি হলে কোন বেতন প্রাপ্য হবে না;
  • দূরবর্তী এবং দুর্গম স্থানে বদলী করা হলে যোগদানকালীন সময়ে উক্ত পদে কার্যরত ছিলেন বলে গণ্য করে যোগদানকালীন বেতন প্রাপ্য হবেন ।

আরও জানুনঃ জিপিএফ চাঁদা কর্তনের নিয়ম ২০২৩ এবং কত বছর চাকুরী হলে জিপিএফ চাঁদা কর্তনের ব্যাধ্যতামূলক ?

যোগদানকাল হিসাব করার উপায় ?

একজন সরকারি কর্মচারী নতুন পদে বা বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নিম্নোক্ত নিয়মে যোগদানকাল প্রাপ্য:

  • প্রস্তুতির জন্য ৬ দিন; এবং
  • রেলপথ ভ্রমনঃ প্রতি ২৫০ মাইল বা ৪০০ কিমির = ১দিন যদি ৪০৫ হয় তাহলে ২দিন;
  • স্টীমার (সামুদ্রিক): ২০০ মাইল বা ৩২০ কি:মি = ১দিন;
  • স্টীমারে (নদী পথে): প্রতি ৮০ মাইল বা ১২৮ কি:মি = ১দিন;
  •  সড়ক পথে যন্ত্রচালিত যানে প্রতি ৮০ মাইল বা ১২৮ কি:মি = ১দিন;
  • অন্য উপায়ে প্রতি ১৫ মাইল বা ২৪ কি:মি  = ১দিন; যোগদানকাল প্রাপ্য হবেন।
  • উক্ত দূরত্বের অংশ বিশেষের জন্যও ১ (এক) দিন প্রাপ্য হবেন। তবে উপরোক্ত দূরত্ব অতিক্রমের জন্য অনিবার্য কারণে যদি নির্ধারিত সময় অপেক্ষা অতিরিক্ত সময় দরকার হলে প্রকৃত ব্যয়িত সময়ই যোগদানকাল হিসাবে প্রাপ্য হবেন। বি এস আর-৮১ এবং এস আর-২৯৪।
  • পূবাহ্নে এবং অপরাহ্নে উল্লেখ না করা থাকলে পূবাহ্নে হিসাবে গণ্য করতে হবে।
  •  সরকারি ছুটি যোগদানকাল হিসেবে গণ্য হবে না।
  •  সাপ্তাহিক ছুটির যোগদানকালে অতিরিক্ত হিসাবে গণ্য হবে।
  • সাপ্তাহিক ছুটিসহ সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত যোগদান কালীন সময় প্রাপ্য হবে। এসআর ২৯৪;

আরও জানুনঃ মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?

বিশ্লেষণ : যথাযথ কর্তৃপক্ষ বিশেষ কতিপয় ক্ষেত্রে (যেমন ছাড়পত্র গ্রহণের পর অসুস্থ্যতার ক্ষেত্রে) উপরোক্ত সময়সীমা বর্ধিত করতে পারবেন। বি এস ৯১ (১)

  • সংশ্লিষ্ট কর্মচারীর দায়িত্ব হস্তান্তরের পরের দিন হতে যোগদানকাল শুরু হবে। বি এস আর-৮৪
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ আদেশ ছাড়া স্বাভাবিকভাবে সাধারণত যে পথ ব্যবহৃত হয়, তার ভিত্তিইে যোগদানকাল হিসাব করতে হবে। বি এস আর-৮৫
  • দায়িত্ব হস্তান্তরের পর যাত্রাপথে ছুটিতে গমন করলে দায়িত্ব হস্তান্তরের পরের দিন হতে ছুটিকাল গণনা করতে হবে। তবে যদি এই ছুটি অসুস্থ্যতাজনিত কারণে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে হয়, তবে এই সময় যোগদানকাল হিসাবে গণ্য হবে। বি এস আর-৮৮
  • অবকাশকালে বদলির ক্ষেত্রে অবকাশকাল শেষে যোগদান করতে পারবে, যদিও এইক্ষেত্রে প্রাপ্য যোগদানকাল বেশি হয়। বি এস আর-৯০
  • ভেকেশনসহ বা ভেকেশন ব্যতীত অনধিক চার মাসের পূর্ণ গড় বেতনের ছুটি হতে প্রত্যাবর্তনের পর বা কর্তৃপক্ষ যে ছুটির ক্ষেত্রে মনে করেন পর্যাপ্ত সময় পূর্বে নতুন নিয়োগের বিষয়ে অবহিত করা হয় নি, সেইক্ষেত্রে নতুন পদে যোগদানের জন্য যোগদানকাল প্রাপ্য হবেন। বি এস আর-৮০
  • সদর দপ্তর ব্যতীত অন্য কোনো স্থানে দায়িত্ব হস্তান্তর করলে যোগদানকাল গণনার জন্য দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে দায়িত্ব হস্তান্তরের স্থান হতে দূরত্ব ধরতে হবে। বি এস আর-২৯৭
  • জনস্বার্থে বিমানে ভ্রমণের ক্ষেত্রে প্রস্তুতির জন্য ৬ (ছয়) দিন এবং ভ্রমণের প্রকৃত সময় যোগদানকাল যোগদানকাল প্রাপ্য হবেন। উক্ত দূরত্বের অংশ বিশেষের জন্যও ১ (এক) দিন প্রাপ্য হবেন। তবে উপরোক্ত দূরত্ব অতিক্রমের জন্য অনিবার্য কারণে যদি নির্ধারিত সময় অপেক্ষা অতিরিক্ত সময় দরকার হলে প্রকৃত ব্যয়িত সময়ই যোগদানকাল হিসাবে প্রাপ্য হবেন। বি এস আর-৮১ এবং এস আর-২৯৪ এস আর-২৯৪ এর সরকারি সিদ্ধান্ত অংশ ১৩।
  • ফরেন সার্ভিসে কর্মরত কর্মচারীর ফরেন সার্ভিসে যোগদানের জন্য এবং ফরেন সার্ভিস শেষে সরকারি চাকরিতে যোগদানের জন্য প্রাপ্য যোগদানকালের বেতন ফরেন সার্ভিসের নিয়োগকর্তা প্রদান করবে। বি এস আর-১০২(১)(বি)
  • বহির্বাংলাদেশে অর্জিত ছুটি ভোগ করলে যোগদানকাল পাবে না। (স্মারক নং সম(বিধি-৪)ছুটি-৭/৮৭-৫২ (২০০০), তারিখ: ৮ সেপ্টেম্বর, ১৯৮৭)
  • নিয়োগাদেশ বাতিল হওয়ার কারণে বা অন্য কোনো কারণে দায়িত্ব হস্তান্তরের পর যোগদানকালের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করা সম্ভব না হলে যোগদানকালের অতিরিক্ত সময় বি এস আর পার্ট-১ এর ৫(১৭) নং বিধির নোট-২ এর মর্মানুসারে পেক্ষাকাল হিসাবে গণ্য করতে হবে।

আরও জানুনঃ অপ্রাপ্য (Leave not due) ছুটি কি ? কোন কোন শর্তে এবং কতদিন পর্যন্ত এই ছুটি মঞ্জুর করা যায় ? অপ্রাপ্য ছুটি কি পেনশনযোগ্য চাকুরি হিসাবে গণ্য করা হয় ? অপ্রাপ্য ছুটির জন্য কিভাবে ছুটির

যোগদানকাল কি যোগদানকাল কখন প্রাপ্য হবে
যোগদানকাল কি যোগদানকাল কখন প্রাপ্য হবে

বদলি জনিত ছুটির হিসাব করার উপায় ?

  • একজন সরকারি কর্মকর্তা ঢাকা থেকে নারায়ণগঞ্জে বদলি করা হয়। তাকে বৃহস্পতিবার ১০/৯/২০১৩ খ্রিস্টাব্দে তারিখে অবহিতি প্রদান করা হয়। তিনি কতদিন যোগদানকাল প্রাপ্য হবে এবং কোন তারিখ কোন তারিখে যোগদান করবেন। ১৫-১-২০১৩ তারিখে সরকারি ছুটি ছিল তিনি হরতালের কারণে একদিন পর যোগদান করেন একটু সময়ের ফলাফল কি হবে ?

  • এসআর ২৯৪ এফআর এন্ড এসআর মোতাবেক তিনি বর্ণিত যোগদানকাল প্রাপ্ত হবেন:
  • প্রস্তুতির জন্য = ৬ দিন
  • বাসযোগ্য ভ্রমণের জন্য= ১ দিন
  • মোট =৭ দিন
  •  যোগ সাপ্তাহিক ছুটি ৪ দিন সহ মোট (৭+৪)= ১১দিন।

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি

১৩  ১৪    ১৫   ১৬  ১৭  ১৮  ১৯

২০   ২১   ২২   ২৩  ২৪  ২৫   ২৬

  • তিনি প্রস্তুতির সময়সহ ১১ দিন যোগদানকাল ভোগ করে একুশে জানুয়ারি সোমবার পূর্বাহ্নে নতুন কর্মস্থল নারায়ণগঞ্জে যোগদান করবেন।
  • তিনি হরতালের জন্য একদিন যোগদান একদিন পরে যোগদান করেন উক্ত সময় কর্তৃপক্ষ যোগদানকাল বর্ধিত না করলে ওই দিন যোগদানকাল হিসেবে প্রাপ্য হবে না ।
  • উহা বিলম্বিত যোগদানকালে হিসেবে গণ্য হবে।
  • এসআর ৩০১ এবং ৩০২ মোতাবেক কর্তৃপক্ষের যোগদানকাল  বৃদ্ধি করতে পারেন।

বিলম্বে যোগদান করলে কি হবে ?

  • বেতন পাবেন না।
  •  বার্ষিক বর্ধিত বেতনের তারিখ পিছিয়ে যাবে।
  •  পেনশন যোগ্য চাকরি হিসেবে গণ্য হবে না।
  •  ইচ্ছাকৃত অনুপস্থিতি এস আর ১৫ এবং বিএসআর ২৪ মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য হবে।

” [ এফআর ১০৮ রুল ৯৮]

আরও জানুনঃ সমন্বতি অনলাইন বদলি নির্দেশিকা ২০২২ | প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২| প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ pdf

একই জেলায় বদলি হলে ট্রানজিট লিভ প্রাপ্র্য হবেন কি ?

  • এসআর ২৯৩ এবং বিএসআর ৮২ অনুযায়ী একই স্টেশনের এক অফিস হতে অন্য অফিসে বদলী করা হলে সরকারি কর্মচারী মাত্র একদিন যোগদানকালীন সময় প্রাপ্য হবেন।
  • সুতরাং একই জেলায় বদলি হলে ট্রানজিট লিভ ১ দিনের বেশি প্রাপ্র্য হওয়ার কথা নয়।

যোগদানকাল কি বর্ধিত করা যায় কি ?

  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইচ্ছে করলে যোগদানকাল কম বা বেশি করতে পারে।

আবেদনের প্রক্ষিতে বদলী করলে যোগদানকালীন সময় প্রাপ্য হবেন কি ?

  • আবেদনের প্রক্ষিতে বদলী করলে যোগদানকালীন সময় এবং উক্ত সময় বেতনও প্রাপ্য হবেন।

শেষ কথাঃ পরিবারসহ অন্য স্টেশনে যাওয়ার প্রস্তুতি সহ বিভিন্ন সময়ের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার কারণে সময় মতো নতুন কর্মস্থলে যোগদান করতে পারে না। কিন্তু এক্ষেত্রে বিলম্বে যোগদান করলে হলে আপনার সার্ভিস থেকে এগুলোবিলম্বে যোগদান হিসেবে গণ্য হবে।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Reply

error: Content is protected !!