nocomments

লাম গ্রান্ট কি ? মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি ?

লাম গ্রান্ট কি?

লামগ্রান্ট হলো একজন সরকারি কর্মচারী পেনশন এর উদ্দেশ্যে পিআরএ গমনের পর যদি অর্জিত অর্জিত ছুটি পাওনা থাকে তবে তাকে সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়ে থাকে যাকে লামগ্রান্ট  বলা হয়।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে ১৮ মাসের ছুটি নগদায়ন করতে পারবেন কি?

• কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক অবসর প্রদান করা হলে সে ক্ষেত্রে তিনি পাওনা ছুটির পরিবর্তে ১৮ মাসের ছুটি নগদায়ন করতে পারবেন না।

• অর্থমন্ত্রণালয়ের ৩০-০৫-১৯৮১ তারিখের অম/অবি/প্রবি-২/ছুটি/৮৫/৫১ মোতাবেক  সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে  বাধ্যতামূলকভাবে অবসর প্রধান এক ধরনের শাস্তি মূলক ব্যবস্থা এবং শাস্তিপ্রাপ্ত কোন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান সরকারের অভিপ্রায় নয়।

• সুতরাং প্রায়  বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মচারী আওতায় ১৮ মাসের ছুটি নগদায়ন করতে পারবেন না।

মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের ছুটি নগদায়ন অর্থ প্রদান করা যাবে কি?

• চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৃত্যুবরণ করলে তার পরিবার ১৮ মাসের ছুটির পরিবর্তে নগদ অর্থ প্রাপ্য হবেন ।

• অর্থমন্ত্রণালয়ের ০৭-০৯-১৯৮৬ তারি্খের অম/অবি/প্রবি-২/ছুটি-৩/৮৬/১৫৮  মোতাবেক অবশ্যই প্রস্তুতি ছুটি ভোগ করে কোনো কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করলে ছুটি নগদায়ন সুবিধাপ্রাপ্ত হবেন।

• ফলে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কোন কর্মকর্তা-কর্মচারী পরিবারের ক্ষেত্রে পাওনা সাপেক্ষে ছুটি নগদায়ন সুবিধাপ্রাপ্ত হবে ।

আরও পড়ুনঃ সরকারি চাকরিজীবী মারা গেলে পারিবারিক পেনশন কে কে পাবে ও পেনশনের উত্তরাধিকার কে কে ?একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?

অর্থ,মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-১ শাখার ১৪ অক্টোবর ২০১৫ তারিখের পত্র নং ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫-৮১ অনুযায়ী এর (ছ) অনুযায়ী

• অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে ১২ মাসের ছুটি নগদায়ন এর বিধান পরিবর্তন করে ১৮ মাসের ছুটি নগদায়ন অর্থাৎ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন।

• ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের গড় বেতনে ছুটিকে ০১ দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে।

• অবসরকালীন মূল বেতনের ভিত্তিতে নগদায়নের সুবিধা অবসর উত্তর ছুটির শুরুতে প্রাপ্য।

•অবসর-উত্তর ছুটি ভোগ না করলেও এ আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা । অজীবন সার্বজনীন পেনশন প্রাপ্তি । জাতীয় পেনশন কর্তৃপক্ষ আইন, ২০২২ (খসড়া) আইন দেখে নিতে পারেন।

লাম গ্রান্ট কি।মৃত কর্মচারী পরিবারকে ১৮ মাসের লাম্প গ্রান্ট অর্থ প্রদান করা যাবে কি |বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে ১৮ মাসের ছুটি নগদায়ন করতে পারবেন কি? বিস্তারিত জেনে নিন।

Reply

error: Content is protected !!