শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা কি ? কিভাবে অনুমোদন ছুটি করা হয়? শ্রান্তি বিনোদন ছুটি ভোগের নিয়ম ২০২৪ ?
শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা কি?
সরকারি চাকরিজীবি তার যোগদানের তারিখ হতে প্রতি ৩ তিন বছর পর পর ১৫ দিনের ছুটিসহ এক মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ পেয়ে থাকে । এটিই শ্রান্তি বিনোদন ছুটি ।
শ্রান্তি বিনোদন ভাতা কোন কোড হতে পরিশোধ করা যাবে ?
শ্রান্তি বিনোদন ভাতা (Rest and recreation allowance) 3111328 কোড হতে পরিশোধ করা হয়।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
শ্রান্তি বিনোদন ছুটি ভোগের নিয়ম ২০২৪ ও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
কার্যকর :১ জুলাই ১৯৭৯ । তার পূর্বে এক মাস ছুটি ছিল।
শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা এবংশ্রান্তি বিনোদন ছুটি বিধিমালা ও ভাতা ছুটি প্রাপ্যতার শর্তঃ
(১) ৩ বছর সন্তোষজনকভাবে চাকরি করতে হবে।
(২) সময়মত নির্ধারিত ফরমে শ্রান্তি বিনোদন ভাতা আবেদন করতে হবে।
(৩) বাজেট বরাদ্দ থাকতে হবে।
শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা অনুযায়ী কোন ধরনের কর্মচারি শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা প্রাপ্য নয়?
শ্রান্তি বিনোদন ও ভাতা ছুটি যারা প্রাপ্য নয়ঃ
(১) ওয়ার্কচার্জ কর্মচারী।
(২) কন্টিনজেন্ট বা চুক্তিভিত্তিক কর্মচারী
শ্রান্তি বিনোদন ছুটি বিধিমালা ১৯৭৯ অনুযায়ী কোন ছুটি হতে শ্রান্তি বিনোদন ছুটি বিয়োগ করা হয়ঃ
শ্রান্তি বিনোদন ছুটির হিসাবঃ
• শ্রান্তি বিনোদন ছুটি অর্জিত ছুটির হিসাব হতে বিয়োগ করা হয় ।
• শ্রান্তি বিনোদন ছুটির গড় বেতনে ছুটি হিসাবে প্রাপ্যতা থাকতে হবে।
• গড় বেতনে ছুটি না থাকলে এ ছুটি প্রাপ্য হবেন না।
• আংশিক জমা থাকলে এ ছুটি প্রাপ্য হবেন না।
শ্রান্তি বিনোদন ছুটি ভোগের ক্ষেত্রে অগ্রাধিকার কারা পাবেঃ
• পিআরএল এ যাবে এমন কর্মচারীরা
• বাজেট বরাদ্দ কম থাকলে পিআরএল এ যাবে এমন কর্মচারীরা অগ্রাধিকার পাবেন।
আরও জানুনঃ প্রাপ্যতা বিহীন ছুটি ? প্রাপ্যতা বিহীন ছুটি সর্বোচ্চ কত দিনের মঞ্জুর করা যায় ?
শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্যতার ভিত্তি হিসেবে চার ধরনের তথ্য বিবেচনা করতে হয়ঃ
(১) চাকুরীতে নিয়োগের তারিখ,
(২) বিগত শ্রান্তি ও বিনোদন ছুটি শুরুর তারিখ,
(৩) ছুটি শেষ হওয়ার পরের দিনের তারিখ,
(৪) আবেদন পত্রের তারিখ।
(ক) ছুটির প্রাপ্যতা সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হইতে পরবর্তী তিন বৎসর হিসাব করিতে হইবে।
আরও জানুনঃ পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ? ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?
শ্রান্তি বিনোদন ছুটির আবেদন করার উপায় ?
গেজেটেড কর্মকর্তাদের শ্রান্তি বিনোদন ছুটির আবেদন করার জন্য কি হিসাবরক্ষণ অফেসের প্রত্যায়ন দরকার আছে ?
গেজেটেড কর্মকর্তাদের শ্রান্তি বিনোদন ছুটির আবেদন করার জন্য শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ২৩৯৫ পূরণ করার পর হিসাবরক্ষণ অফেসের ছুটি পাওনা আছে মর্মে প্রত্যায়ন দরকার আছে। হিসাবরক্ষণ অফিসের প্রত্যায়ন ছাড়া গেজেটেড কর্মকর্তাদের শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করবে না।
নন গেজেটেড কর্মচারিদের শ্রান্তি বিনোদন ছুটির আবেদন করার উপায় ?
- নন গেজেটেড কর্মচারিদের শ্রান্তি বিনোদন ছুটির আবেদন তার ডিডিওএর নিকট করতে হবে। নন গেজেটেড শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম মাধ্যমে করতে হবে।
প্রাথমিক শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতার আবেদন কার কাছে করবে ?
- প্রাথমিক শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতার আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসারের নিকট করতে হবে।
শ্রান্তি বিনোদন ভাতা কি ছুটির সাথে প্রাপ্য হবেন ?
- কোন কর্মচারী যে মাসে ছুটিতে যাবেন সেই মাসে যে মূল বেতন প্রাপ্য হবেন। এটিই তাঁর চিত্ত বিনোদন ছুটির বিধি সম্মত একমাসের বেতন বলিয়া গণ্য হবে ।
শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা কোন সময় আবেদন করতে হবে ?
- শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা অনুযায়ী ছুটি প্রাপ্যতার তারিখের পূর্বে অবশ্যই আবেদন করতে হবে।
কিভাবে শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্য হবে ?
- গেজেটেড কর্মকর্তাগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছুটি মঞাজুর করলে শ্রান্তি বিনোদন বিল ফরম অর্থাৎ বেতন বিল ফরমে ভাতা প্রাপ্তির জন্য হিসারক্ষণ অফিস বরাবর বিল করবে।
- নন গেজেটেড শ্রান্তি বিনোদন ভাতার জন্য ডিডিও এর মাধ্যমে বিল করবে।
এরপর হিসাবক্ষণ অফিস শ্রান্তি বিনোদন ভাতা পাশ করবে।
শ্রান্তি বিনোদন ছুটি কি অর্জিত ছুটি ?
- শ্রান্তি বিনোদন ছুটি অর্জিত ছুটির হিসাব হতে বিয়োগ করা হয়। শ্রান্তি বিনোদন ছুটি হতে ছুটি অর্জন করা যায় না।
শ্রান্তি বিনোদন ভাতা কি আয়কর মুক্ত ?
- শ্রান্তি বিনোদন ভাতা আয়কর মুক্ত ।
শ্রান্তি বিনোদন ছুটি বিধিমালা ১৯৭৯ ও শ্রান্তি বিনোদন ছুটি বিধি ১৯৭৯ pdf ?
শ্রান্তি বিনোদন ছুটি বিধিমালা ১৯৭৯ ও শ্রান্তি বিনোদন ছুটি বিধি ১৯৭৯ pdf কপির পরিপত্র ডাউনলোড করতে পারেন।
শ্রান্তি বিনোদন ছুটি বিধিমালা ১৯৮৯ ?
শ্রান্তি বিনোদন পরিপত্র ১৯৮৯ এবং শ্রান্তি বিনোদন ভাতা প্রজ্ঞাপন ডাউনলোড করতে করে নিতে পারেন।
শ্রান্তি বিনোদন ছুটির আবেদনপত্রের নমুনা ?
শ্রান্তি বিনোদন ছুটির আবেদন পত্রের নমুনা ডাউনলোড করতে সংগ্রহ করে রাখতে পারেন।
শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ২৩৯৫ ?
গেজেটেড কর্মকর্তার শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ২৩৯৫ ডাউনলোড করতে করে নিতে পারেন।
শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ৪০ বা নন গেজেটেড শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ?
- সরকারি নন গেজেটেড শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ও কর্মচারিদের শ্রান্তি বিনোদন ছুটি ও অন্যান্য ছুটির আবেদন ফরম ৪০ ডাউনলোড করে নিতে পারেন।
পারিবারিক পেনশন কি এবং সরকারী কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবার কি কি সুবিধাদি প্রাপ্য হবেন বিস্তারিত জানতে নিতে পারেন।
বিস্তারিত জানতে ভিডিওটিতে দেখে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ শ্রান্তি বিনোদন ছুটির আবেদন,শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম pdf,শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম,শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ২৩৯৫,শ্রান্তি বিনোদন ছুটির আবেদন নমুনা,শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ৪০,নন গেজেটেড শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম,গেজেটেড কর্মকর্তার শ্রান্তি বিনোদন ছুটির ফরম,শ্রান্তি বিনোদন ছুটির প্রজ্ঞাপন,শ্রান্তি বিনোদন ছুটির আদেশ,শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম word,শ্রান্তি বিনোদন ছুটি ভোগের নিয়ম ২০২৪
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
আমি এপ্রিল’2023 মাসের ২৪,২৫,২৬,২৭,৩০ ও মে’2023 মাসের ২ ও ৩ তারিখ সহ মোট পাঁচ দিন অর্জিত ছুটি নিতে চাই । তা কি সরকারী বিধি অনুযায়ী সম্ভব কিনা?
আপনাকে একটানা ছুটি নিতে হবে। ধন্যবাদ।