nocomments

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত ?

Table of Contents

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত এবং অন্যান্য সুযোগ-সুবিধা ?

খাদ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদ হলো সহকারী উপ খাদ্য পরিদর্শক। এই পদে নিয়োজিত কর্মকর্তারা খাদ্য সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেন, যেমন খাদ্যের বিশুদ্ধতা যাচাই, ভেজাল পণ্য শনাক্তকরণ, এবং খাদ্য প্যাকেটজাতকরণের বৈধতা পরীক্ষা করা। বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেটের আদেশে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়, যেখানে সহকারী উপ খাদ্য পরিদর্শকগণ খাদ্যের মান নির্ণয় করেন। আজের পোস্টে এ সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত ও অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর গ্রেড ?

  • ১৫তম গ্রেডে একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক  বেতন ভাতাদি পেয়ে থাকে।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন স্কেল ?

  • একজন সহকারী উপ খাদ্য পরিদর্শকের বেতন স্কেল শুরু হয় ৯,৭০০ টাকা থেকে এবং ইনক্রিমেন্ট অনুযায়ী এটি ধাপে ধাপে বাড়তে থাকে। স্কেলটি নিম্নরূপ:

(৯৭০০-১০১৯০-১০৭০০-১১২৪০-১১৮১০-১২৪১০-১৩০৪০-১৩৭০০-১৪৩৯০-১৫১১০-১৫৮৭০-১৬৬৭০-১৭৫১০-১৮৩৯০-১৯৩১০-২০২৮০-২১৩০০-২২৩৭০-২৩৪৯০)/=

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন স্কেল
সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন স্কেল

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর ভাতা ও বোনাস কত টাকা প্রাপ্য হবে ?

বাড়ি ভাড়া ভাতা কত ?

  • এই পদে কর্মরত ঢাকা সিটিকর্পোরেশন এলকার জন্য ৬৩০৫;
  • অন্যান্য বিভাগ, নারায়নগঞ্জ ও গাজিপুর সিটিকর্পোরেশন এবং সাভার পৌর এলাকার জন্য  চাকরির শুরুতে তারা প্রায় ৫,৩৩৫ টাকা বাড়ি ভাড়া ভাতা পান;
  • অন্যন্য স্থানে ৪৮৫০ টাকা বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন ।

শিক্ষা সহায়ক ভাতা ?

সহকারী উপ খাদ্য পরিদর্শকগণ সর্বোচ্চ দুই সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পান। ৫ বছর বয়স পূর্ণ হওয়ার পর ১ সন্তানের জন্য ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য মোট ১,০০০ টাকা শিক্ষা ভাতা পেয়ে থাাকেন।

স্পেশাল বিনিফিট কত টাকা প্রাপ্য হবে ?

স্পেশাল বিনিফিটঃ মুল বেতনের ৫% হারে স্পেশাল বিনিফিট পেয়ে থাকে। তবে সর্বনিম্ন ১,০০০/- টাকা ।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর মোট বেতন ভাতাদি কত ?

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর মোট বেতন ভাতাদি হলো (৯,৭০০+৬৩০৫+১৫০০+১,০০০+২০০+৩০০) = ১৯,০০৫/- টাকা

আরও জানুনঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

 সহকারী উপ খাদ্য পরিদর্শক এর  উৎসব ভাতা কত ?

  • একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক দূর্গাপূজা ,ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, উপলক্ষে উৎসব ভাতা প্রাপ্য হবে।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বাংলা নববর্ষ ভাতা ?

  • সরকারি সকল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় তাদের মূল বেতনের ২০% হারে নববর্ষ ভাতা পান। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও আজীবন এই ভাতা পেয়ে থাকেন।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর ছুটি সুবিধা ?

  • সরকারি  অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাদের ন্যায় মোট ১৮ ধরনের ছুটি ভোগ করে থাকেন।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর পাহাড়ি ও দুর্গম অঞ্চল ভাতা ?

  • একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক ১৬টি উপজেলায় কাজ করা সরকারি কর্মচারীরা হাওড়/চর/দ্বীপ ভাতা পান, যা গ্রেড অনুযায়ী নির্ধারিত।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর মাসিক পাহাড়ি ভাতা ?

  • পার্বত্য এলাকায় কাজ করা কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০% হারে পাহাড়ি ভাতা পান, যা সর্বোচ্চ ৫,০০০/- টাকা পর্যন্ত ।

আরও জানুনঃ জেলা প্রশাসক বা ডি সি এর পূর্ণরূপ কি ? ডিসির বেতন কত ? ডিসি হতে কি লাগে ?

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বদলি বা সরকারি কাজে ভ্রমণ ভাতা ?

  • একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক জনস্বার্থে সরকারি কাজে ভ্রমণের সময় বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা পান।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর দৈনিক ভাতা ও পথ ভাড়া ?

  • একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক সদর দপ্তরের বাইরে দায়িত্ব পালনের সময় দৈনিক ভাতা এবং ভ্রমণের দূরত্ব অনুযায়ী পথ ভাড়া পান।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর মাতৃত্বকালীন ছুটি ?

  • সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে কর্মরত মহিলা কর্মচারীরা দুইবার ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পান।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর অবসর ভাতা ও আনুতোষিক ?

  • একজন সহকারী উপ খাদ্য পরিদর্শক চাকরি শেষে সন্তোষজনকভাবে অবসর গ্রহণ করলে  কর্মচারীরা অবসর ভাতা ও এককালীন আনুতোষিক সুবিধা প্রাপ্য হবেন।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর গৃহ নির্মাণ ঋণ ?

  • বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ভেদে ২৫ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ সুবিধা পান। মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে ঋণ মওকুফের সুবিধা পেতে পারে।

আরও জানুনঃ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বেতন কত এবং লাম্পগ্র্যান্ট, মাসিক পেনশন ও আনুতোষিকের বকেয়া প্রাপ্যতা বিষয়ে স্পষ্টিকরণ।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর কাজ কি ?

  • খাদ্যের বিশুদ্ধতা যাচাই
  • ভেজাল পণ্য শনাক্তকরণ,
  • এবং খাদ্য প্যাকেটজাতকরণের বৈধতা পরীক্ষা করা।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর কত বছর পরে পদোন্নতি হয় ?

সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে ৩ থেকে ৫ বছর চাকরি করার পর পদোন্নতির সুযোগ পান। পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা উপ খাদ্য পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত
সহকারী উপ খাদ্য পরিদর্শক এর বেতন কত

সহকারী উপ খাদ্য পরিদর্শক পদ থেকে পদোন্নতি লাভ করা যায়। তাছাড়া খাদ্য অধিদপ্তেরর পদটি সম্মান জনক এবং এটি একটি মানসম্মত সরকারি চাকরি।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Reply

error: Content is protected !!