এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ
- সার্বজনীন পেনশন ব্যবস্থার আইন ২০২৩ ?
- সার্বজনীন পেনশন ব্যবস্থা কি ?
- সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন কোন সময় হতে করা হয়েছে ?
- সার্বজনীন পেনশন স্কিম ?
সার্বজনীন পেনশন ব্যবস্থার আইন ২০২৩ ?
দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশনের আওতায় আনার লক্ষ্যে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থার আইন ২০২৩ জাতীয় সংসদে পাশ করা হয়েছে। বিস্তারিত নিম্নে তুলে ধরা হলোঃ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন;
২। সংজ্ঞা;
৩। আইনের প্রাধান্য;
৪। জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা;
৫। কর্তৃপক্ষের কার্যালয়;
৬। কর্তৃপক্ষের গঠন ইত্যাদি;
৭। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি;
৮। ঋণ গ্রহণের ক্ষমতা;
৯। কর্তৃপক্ষ কর্তৃক সম্পত্তি ক্রোকের ক্ষমতা;
১০। পরিচালনা পর্ষদ;
১০। পরিচালনা পর্ষদ;
১১। পরিচালনা পর্ষদের কার্যাবলি;
১২। জাতীয় পেনশন কর্তৃপক্ষ তহবিল;
১৩। কর্তৃপক্ষের কর্মচারী নিয়োগ ইত্যাদি;
১৪। সর্বজনীন পেনশন ব্যবস্থা;
১৫। পেনশন সহায়তাকারী অফিসসমূহ;
১৬। সর্বজনীন পেনশন তহবিল;
১৭। কেন্দ্রীয় রেকর্ড সংরক্ষণ;
১৮ । সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা;
১৯। সর্বজনীন পেনশন তহবিলের ব্যাংকার;
২০। অ্যান্যুইটি সার্ভিস প্রদান;
২১। সর্বজনীন পেনশন বিতরণ পরিকাঠামো;
২২। সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা কমিটি;
২৩। সর্বজনীন পেনশনের ক্ষেত্রে প্রযোজ্য আইন;
২৪। কর্তৃপক্ষের বার্ষিক প্রতিবেদন;
২৫ । বার্ষিক বাজেট বিবরণী;
২৬। হিসাবরক্ষণ ও নিরীক্ষা;
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
২৭। সরকারের নিকট রিপোর্ট, ইত্যাদি দাখিল;
২৮। সরকারি কর্মচারী;
২৯। বিধি প্রণয়নের ক্ষমতা;
৩০। প্রবিধান প্রণয়নের ক্ষমতা;
৩১। জটিলতা নিরসনে সরকারের ক্ষমতা;
৩২। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ;
সার্বজনীন পেনশন ব্যবস্থার আইন ২০২৩ পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারেন।
সার্বজনীন পেনশন ব্যবস্থা কি ?
সর্বজনীন পেনশন স্কিমে নির্ধারিত হারে অংশগ্রহণকারী চাঁদাদাতা কর্তৃক নিরবচ্ছিন্নভাবে চাঁদা প্রদানের করা হলে বয়স ৬০ (ষাট) বৎসর পূর্তিতে আজীবন বা পেনশনে থাকাকালীন চাঁদাদাতার মৃত্যুজনিত কারণে তার নমিনিকে নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক নির্ধারিত হারে পেনশন প্রদান করার হবে।
আরও জানুনঃ পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করা প্রয়োজন ?
সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন কোন সময় হতে করা হয়েছে ?
১২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রণীত ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ এর ৪(১) ধারা অনুযায়ী ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করার পর সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের কাযক্রম শুরু হবে।
আরও জানুন;
সার্বজনীন পেনশন স্কিম ?
- ১৮ থেকে ৫০ বছরের সকল বাংলাদেশী নাগরিক সার্বজনীন পেনশন স্কিমে অংশ গ্রহণ করতে পারবে।
- বিশেষ বিবেচনায় ৫০ বছরের উপরের বয়সের নাগরিকগণ ও সার্বজনীন পেনশন স্কিমে অংশ গ্রহণ করতে পারবে।
- ধারাবাহিকভাবে কর্মপক্ষে ১০ বছর চাঁদা প্রদান করলে পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।
- বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীগণও অংশগ্রহণ করতে পারবেন।
- মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা প্রদান করা যাবে।
- পেনরত অবস্থায় কোন পেনশনার ৭৫ বছরের পূর্বে মারা গেলে ৭৫ বছরের অবশিষ্ট অংশ নমিনি পেনশন প্রাপ্য হবেন।
রিলেটেড ট্যাগঃ সার্বজনীন পেনশন ব্যবস্থা কি ?,সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন কোন সময় হতে করা হয়েছে ?,সার্বজনীন পেনশন স্কিম ?,সার্বজনীন পেনশন ব্যবস্থার আইন ২০২৩ ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।