nocomments

১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড | উচ্চতর গ্রেড প্রজ্ঞাপন ২০২১ । উচ্চতর গ্রেড স্পষ্টীকরণ

উচ্চতর গ্রেড স্পষ্টীকরণ ২০২১ ?

২০২১ উন্নীত বেতন স্কেল প্রাপ্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭(১) অনুযায়ী একই পদে চাকরি কাল ১০(দশ) বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির অর্থ মন্ত্রণালয়ের ০৯ অগস্ট ২০২১ তারিখের স্পষ্টীকরণ

একই পদে কোন কর্মচারী উন্নতিকরণ প্রক্রিয়ায় কোন উচ্চতর বেতনগ্রেড পেয়ে থাকলে উন্নতিকরণের তারিখ হতে ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেল 2015 এর 7(1) অনুচ্ছেদ মোতাবেক পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন।

জনাব মারিয়া হক মিতুল, উপসহকারী কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, খুলনা ইতোপূর্বে 22/10/2018 তারিখে একটি উন্নতিকরণকৃত বেতনগ্রেড পেয়েছেন বিধায় পরবর্তী জাতীয় বেতনস্কেল 2015 এর  ৭(১) অনুচ্ছেদ মোতাবেক পরবর্তী 10 বছর পূর্তিতে 22/10/208 তারিখে তিনি পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন

 জনাব মোঃ ইলিয়াছ, সিপাই, মোংলা কাস্টম হাউস, বাগেরহাট বিগত 7/০৭/ 2009 খ্রিস্টাব্দ তারিখে উন্নতিকরণ স্কেল প্রাপ্য হওয়ায় তিনি ০১/০৭/২০১৯ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় বেতনস্কেল 2015 এর 7 (১) অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।

আরও জানুনঃ উচ্চতর গ্রেড কি বা উচ্চতর গ্রেড বলতে কি বুঝায় ? ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বা ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের প্রজ্ঞাপন ?

উচ্চতর গ্রেড স্পষ্টীকরণ ২০২১ অর্থ মন্ত্রণালয়ের ০৯ আগস্ট ২০২১ তারিখের আদেশ ডাউনলোড করে রাখতে পারেন।

নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি জেনে নিন।

উচ্চতর গ্রেড স্পষ্টীকরণ অথবা উচ্চতর গ্রেড প্রজ্ঞাপন ২০২১ বিস্তারিত দেখতে দেখে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড ,উচ্চতর গ্রেড প্রজ্ঞাপন ২০২১, উচ্চতর গ্রেড স্পষ্টীকরণ, উচ্চতর গ্রেড সংক্রান্ত পরিপত্র, উচ্চতর গ্রেড আদেশ pdf.উচ্চতর স্কেল উচ্চতর গ্রেড স্পষ্টীকরণ, উচ্চতর গ্রেড প্রজ্ঞাপন ২০২১,উচ্চতর গ্রেড প্রজ্ঞাপন ২০২২

Reply

error: Content is protected !!