সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ২০২৩-২৪ অর্থ বছরে ১০% হারে বাড়ছে বেতন ?
সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ২০২৩-২৪ অর্থ বছরে ১০% হারে বাড়ছে বেতন ?
২০২৩-২৪ অর্থ বছরে বেসিকের ৫% হারে সরকারি কর্মকর্তা/কর্মচারগণ প্রণোদনা দিতে যাচ্ছে সরকার।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
আজ রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রবর্তিত বরাদ্দের ওপর ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, অর্থমন্ত্রী ব্যাপারটা গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি কর্মকর্তা/কর্মচারি যাঁরা আছেন, তাঁদের বিশেষ বেতন হিসেবে বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের ব্যাপারটা বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী বিষটি বিবেচনা করবেন। সরকার ৫ শতাংশ হারে বেসিকের বিশেষ প্রণোদনা প্রদান করবে।
প্রতি বছর সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ৫%হারে বেতন বৃদ্ধি পায় । সরকারের আরও ৫% প্রদান করায় সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মোট ১০% মুল বেতন বৃদ্ধি পাবে।
আরও জানুনঃ বদলি জনিত ভাতা,দৈনিক ভাতা এবং ভ্রমন বিল দাখিল করার নির্দেশনা ২০২৩ ?
সুতরাং আগামী ২০২৩-২৪ অর্থ বছরে থাকছে না নুতন পে স্কেলের খবর। ১০% হারে বাড়ছে বেতন ।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।