Site icon Govt news

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ২০২৩-২৪ অর্থ বছরে ১০% হারে বাড়ছে বেতন ?

১০% হারে বাড়ছে বেতন

সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ২০২৩-২৪ অর্থ বছরে ১০% হারে বাড়ছে বেতন ?

২০২৩-২৪ অর্থ বছরে বেসিকের ৫% হারে সরকারি কর্মকর্তা/কর্মচারগণ  প্রণোদনা দিতে যাচ্ছে সরকার।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রবর্তিত বরাদ্দের ওপর ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, অর্থমন্ত্রী ব্যাপারটা গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি কর্মকর্তা/কর্মচারি যাঁরা আছেন, তাঁদের বিশেষ বেতন হিসেবে বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের ব্যাপারটা বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী বিষটি বিবেচনা করবেন। সরকার ৫ শতাংশ  হারে বেসিকের  বিশেষ প্রণোদনা প্রদান করবে।

প্রতি বছর সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ৫%হারে বেতন বৃদ্ধি পায় । সরকারের আরও ৫% প্রদান করায় সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মোট ১০% মুল বেতন বৃদ্ধি পাবে।

আরও জানুনঃ  বদলি জনিত ভাতা,দৈনিক ভাতা এবং ভ্রমন বিল দাখিল করার নির্দেশনা ২০২৩ ?

সুতরাং আগামী ২০২৩-২৪ অর্থ বছরে থাকছে না নুতন পে স্কেলের খবর। ১০% হারে বাড়ছে বেতন ।

Exit mobile version