একজন ব্যাক্তি প্রত্যেক মাসে ২টি পেনশন প্রাপ্য হবেন কি ? পেনশনার মারা গেলে কে পেনশন পাবে ? পেনশনার মারা গেলে করণীয় ?
পোস্ট সামারীঃ
- একজন ব্যাক্তি প্রত্যেক মাসে ২টি পেনশন প্রাপ্য হবেন কি ?
- স্বামী বা স্ত্রী মারা গেলে কি কি সুবিধা পাওয়া যায় ?
- পেনশনার মারা গেলে কে পেনশন পাবে ?
- পেনশনার মারা গেলে করণীয় ?
স্বামী বা স্ত্রী মারা গেলে কি কি সুবিধা পাওয়া যায় ?
স্বামী স্ত্রী সরকারি চাকরিজীবী হলে পেনশন;
- একজন সরকারি চাকরিজীবি মারা গেলে স্বামী বা স্ত্রী আজীবন পেনশন পেয়ে থাকেন।
- স্বামী বা স্ত্রী মৃত্যুতে স্বামী বা স্ত্রী যদি দুইজনই পেনশন পাওয়ার যোগ্য হলে যিনি জীবিত থাকবেন তিনি দুটি পেনশন প্রাপ্য হবেন।
- স্বামী মার গেলে স্ত্রী আজীবন পেনশন ও অন্যন্যা সুবিধা প্রাপ্য হবেন।
- স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন ও অন্যন্যা সুবিধা প্রাপ্য হবেন।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
পেনশনার মারা গেলে কে পেনশন পাবে ?
সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এর ৩.০২ মোতাবেক স্ত্রী বা স্বামীর পারিবারিক পেনশন প্রাপ্যতার আদেশ :
- পুন:বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।
- কর্মচারীর বিধবা স্ত্রী পুন: বিবাহ না করার অংগীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
- ৫০ বৎসরের উর্ধ্ব বয়সী বিধবার ক্ষেত্রে এ শর্তে প্রযোজ্য হবে না।
অর্থ বিভাগের ১৪-১১-২০১৮ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৩.১৮.১৩৮ নং প্রজ্ঞাপন অনুযায়ী
- মৃত মহিলা কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ না করলে বিধবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতার অনুরূপ হারে ও পদ্ধতিতে তিনি আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন।
আরও জানুনঃ পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি দূর করার জন্য চালু হচ্ছে “আমার পেনশন” মোবাইল অ্যাপ ।
পেনশনার মারা গেলে করণীয় ?
- প্রথম ইউনিয়ন পরিষদ/ পৌরসভার/ সিটি করপোরেশন থেকে অনলাইন মৃত্যু সনদ সংগ্রহ করতে হবে।
- তারপর তিনি যে হিসাবরক্ষণ অফিস হতে পেনশনে গমন করেছেন, সেই অফিসে উক্ত পেনশনারের জাতীয় পরিচয়পত্র এবং মৃত্যু সনদ দাখিল করতে হবে।
- হিসাবরক্ষণঅফিস উক্ত পেনশনারকে ব্লক করবে।
- যদি পারিবারিক পেনশন প্রাপ্ত হলে পারিবারিক পেনশন চালুর জন্য সংশ্লিষ্ট কর্মচারি যে অফিসে চাকুরী করেছেন সেই অফিসে পেনশনের জন্য আবেদন করবে।
- তারপর পারিবারিক পেনশন মঞ্জুর করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে।
- হিসাবরক্ষণ অফিস যাচাই বাচাই শেষে পারিবারিক পেনশন চালু করবে।
অনলাইন পেনশন ক্যালকুলেটরের সাহায্যে পেনশনের হিসাব বের করার পদ্ধতি জেনে নিন।
একজন ব্যাক্তি প্রত্যেক মাসে ২টি পেনশন প্রাপ্য হবেন কি? | সরকারি চাকরিজীবী মারা গেলে আজীবন পেনশন কে পাবে বিস্তারিত জেনে নিন।
রিলেটেড ট্যাগঃ ২টি পেনশন, স্বামী বা স্ত্রী মারা গেলে কি কি সুবিধা পাওয়া যায় ?পেনশনার মারা গেলে কে পেনশন পাবে?পারিবারিক পেনশন প্রজ্ঞাপন,পারিবারিক পেনশনের জন্য আবেদন, পারিবারিক পেনশন আইন ২০২০,পেনশনার মারা গেলে কে পেনশন পাবে ?
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।