অনলাইনে বয়স্ক ভাতার আবেদন ,বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন করা ২০২৩ সালের নতুন নির্দেশনা ?
২০২৩-২৪ অর্থবছরে বর্ধিত কোটায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাইনে আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা ২০২৩ ।
পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা কত এবং মাসিক বয়স্ক ভাতা কত টাকা ২০২৩ ?
- ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বয়স্ক ভাতা কর্মসূচিতে ১ লক্ষ জন উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে ৫৭.০১ লক্ষ থেকে ৫৮.০১ লক্ষ জনে উন্নত করা হবে।
- জনপ্রতি মাসিক ভাতার হার ৫০০ টাকা থেকে ৬০০ টাকা করা হয়েছে।
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ভোগীর সংখ্যা কত এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা মাসিক কত টাকা ?
- বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে ১ লক্ষ জন উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে ২৪.৭৫ লক্ষ জন থেকে ২৫.৭৫ লক্ষ জনে উন্নত করা হয়েছে।
- জনপ্রতি মাসিক ভাতার হার ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা করা হয়েছে।
প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা কত এবং প্রতিবন্ধী ভাতা মাসিক কত টাকা?
- প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে ৫.৩৫ লক্ষ জন উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে 23.৬৫ লক্ষ জন থেকে ২৯.০০ লক্ষ জনে উন্নীত করা হয়েছে
- জনপ্রতি মাসিক ভাতার হার ৮৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
- বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদপ্তরের web based Management Information Systems (MIS) এর মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে বয়স্ক, বিধবা, স্বামী ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু এবং শেষ করার সময়সীমা ?
- ১০ আগস্ট তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে ভাতার আবেদন গ্রহণ করা হবে।
আরও জানুনঃ আপেল সিডার ভিনেগার ? আপেল সিডার ভিনেগার এর উপকারিতা ? ডায়াবেটিসে আপেল সিডার ভিনেগার ?
বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয় এবং অনলাইনে বয়স্ক ভাতা পাওয়ার শর্ত ?
- বয়স্ক ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স পুরুষ ৬৫;
- বা তদুর্ধ বছর ও মহিলা ৬২ বা তদুর্ধ বছর;
- এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা ।
অনলাইনে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য আবেদন করার শর্ত ?
- বিধবা মহিলার জন্য স্বামীর মৃত্যু সনদ;
- এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা হতে হবে;
অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করার শর্ত ?
- প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।
- আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না।
- অন্য সুবিধা গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।
অনলাইনে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতা মোবাইল ব্যাংকিং এ আবেদন করার উপায় ?
- অনলাইন আবেদনে নগদ/বিকাশ ইউনিটের আওতাধীন আবেদনকারীদের অবশ্যই সক্রিয় নগদ বিকাশ হিসাব (মোবাইল) নম্বর প্রদান করতে হবে।
- পূর্বের অনলাইনে আবেদন (অপেক্ষমান তালিকাসহ) উপকারভোগীদের পুনরায় অনলাইন আবেদন করার প্রয়োজন নেই।
- সমাজসেবা অধিদপ্তর হতে প্রদত্ত বরাদ্দ অনুযায়ী অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ ৰাস্তৰায়ন নীতিমালার আলোকে সংশ্লিষ্ট ৰাস্তবায়ন কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদিত তালিকার উপকারভোগীদের প্রয়োজনীয় তথ্য MIS এ সন্নিবেশন এবং এন্ট্রিকৃত ডাটার ভেলিডেশন করতে হবে।
অনলাইনে বয়স্ক, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন করা ২০২৩ সালের নতুন নির্দেশনা ডাউনলোড করে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ অনলাইনে বয়স্ক ভাতার আবেদন,
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।