সরকারি নিউজ

আইবাস++এ মূল বেতনের ৫% বিশেষ সুবিধা বা বিশেষ বিনিফিট ২০২৩ এন্টি করার উপায় ?

বিশেষ বিনিফিট ২০২৩ বা Special benefit কিভাবে হিসাব করা হয়েছে ?

  • বিশেষ বিনিফিট ২০২৩ বা Special benefit কিভাবে হিসাব করা হয়েছে : ১ জুলাই ২০২৩ সালের ৫% ইনক্রিমেন্ট এর সাথে বিশেষ বিনিফিট ২০২৩ বা Special benefit এর ৫% যোগ করে মুল বেতনের সাথে যোগ হবে।
  • বিশেষ বিনিফিট ২০২৩ বা Special benefit এর সাথে কোন বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবে না।

কিভাবে সরকার কর্তৃক ঘোষিত মূলবেতনের ৫% বিশেষ সুবিধা বা বিশেষ বিনিফিট ২০২৩ আইবাস++ এ এন্টি হবে ?

  • ১৮ জুলাই ২০২৩ তারিখে অর্থ বিভাগ হতে “বিশেষ সুবিধা” নামে ১ জুলাই ২০২৩ হতে বিশেষ প্রণোদনা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 
  • সরকারী কর্মকর্তা/কর্মচারিদের মুল বেতনের ৫% কিন্তু সর্বনিম্ন এক হাজার বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে।

আরও জানুনঃ ২০২৩-২০২৪ সালে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ এর চাঁদা পরিবর্তন করার উপায় ?

  • Special benefit বা বিশেষ সুবিধা ২০২৩ এর অর্থনৈতিক কোডঃ ৩১১১৩৫২ ( Special benefit code: 3111352)
  • সরকার কর্তৃক ঘোষিত মূলবেতনের ৫% বিশেষ সুবিধা আইবাস++বিশেষ এন্টি সংক্রান্তঃ
  • সরকার কর্তৃক ঘোষিত মূলবেতনের ৫% বিশেষ সুবিধা (কোড-৩১১১৩৫২) ০১/০৭/২০২৩ খ্রি. তারিখ হতে স্বয়ংক্রিয় ভাবে বেতনের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়েছে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

  • কর্মকর্তা/কর্মচারী/ডিডিও অথবা হিসাবরক্ষণ অফিস আইবাস++বিশেষ সুবিধা এন্টি (Master Data) তথ্য এন্ট্রি দিতে হবে না।
  • তবে বেতন বিল সাবমিট করার জন্য বিষয়টি বিষয়টি অবশ্যেই খেয়াল করা উচিত ।

পেনশন সংক্রান্ত নির্দেশনা ?

  • পে-পয়েন্টসমূহকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জুলাই-২৩ মাসের (পেইড ইন আগস্ট-২৩) পেনশনের টোকেন এন্ট্রি না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। “বিশেষ সুবিধা”-২০২৩ এর কার্যক্রম চলমান।

জুলাই, ২০২৩ মাসের বেতন-ভাতা সংক্রান্ত নির্দেশনা ?


  • iBAS++ এ বেতন-ভাতা বিল দাখিল করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান/অধিদপ্তর হতে মাঠ পর্যায়ের কার্যালয়সমূহে বেতন-ভাতা সংক্রান্ত সকল অর্থনৈতিক কোডে বিস্তারিত বাজেট বিতরণ আবশ্যক। উল্লেখ্য যে, সরকার ঘোষিত ‘৫% বিশেষ সুবিধা’ প্রাপ্তির জন্য সৃজিত অর্থনৈতিক কোডে (৩১১১৩৫২) বাজেট বিতরণ করতে হবে। Self Drawing Officer (SDO) অথবা Drawing and Disbursing Officer (DDO) কর্তৃক বেতন-ভাতা বিল দাখিল করতে কোন সমস্যা হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান/অধিদপ্তরের বাজেট কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।
admin

Recent Posts

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

1 week ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

2 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

4 weeks ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

1 month ago