পোস্ট সামারীঃ
- আনুতোষিক শব্দের অর্থ কি?
- আনুতোষিক হিসাব করার পদ্ধতি ?
- আনুতোষিক হার কত ?
আনুতোষিক কি ( what is gratuity) ?
আনুতোষিক english হচ্ছে gratuity. একজন সরকারি কর্মচারি আবসর গ্রহণের পর তার সর্বশেষ বেতনের উপর এককালীন যে অর্থ পেয়ে থাকেন, তাকে আনুতোষিক (gratuity) বলা হয়।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।
আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?
পেনশনযোগ্য চাকরিকাল সর্বনিম্ন ১০ বছর থেকে ০৫ বছর কমিয়ে আনার পরিপ্রেক্ষিতে পূর্ণ পেনশনের ক্ষেত্রে আনুতোষিকের হার বাধ্যতামুলক সমর্পিত প্রতি ১ (এক) টাকার বিপরীতে ২৩০ টাকা অপরিবর্তিত রেখে অর্থ বিভাগের ২৩-১২-২০১৩ খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০২৭.১৩.১৬০ সংখ্যক প্রজ্ঞাপনের ক্রমধারায় আনুতোষিকের নিম্ন রুপ পুনঃনির্ধারণ করা হয়েছেঃ
আনুতোষিক টেবিল
আরও জানুনঃ কত বছরে কত পেনশন, পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ কত | পেনশন টেবিল | পুন নির্ধারিত পেনশন
আনুতোষিক শব্দের অর্থ কি ?
আনুতোষিক শব্দের অর্থঃ সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ পেনশনে গমন করলে এককালীন যে অর্থ পেয়ে থাকে, আনুতোষিক বলে।
পেনশন ও আনুতোষিক এবং অবসর ভাতা কি ?
- পেনশন বা অবসর ভাতা : একজন সরকারি কর্মকর্তা/কর্মচারি চাকরি শেয়ে অবসরে গমন করলে প্রতি মাসে যে অর্থ পেয়ে থাকে, তাকে পেনশন বা অবসর ভাতা বলে।
- সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ পেনশনে গমন করলে এককালীন যে অর্থ পেয়ে থাকে, আনুতোষিক বলে।
আনুতোষিক হিসাব করার পদ্ধতি ?
আনুতোষিক হিসাবঃ সর্বশেষ বেতনের ৯০%/ ২ x আনুতোষিকের হার
- একজন সরকারি কর্মকর্তার সর্বশেষ বেতন যদি ২২,০০০/- টাকা এবং চাকরির দের্ঘ্য যদি ২০ বছরের বেশি হয়, তাহলে তার অনুতোষিক হবে (২২,০০০ x৯০%)/২ x ২৩০ টাকা =৯৯০০ x ২৩০=২২,৭৭,০০০/- টাকা।
আরও জানুনঃ পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি? ডি-হাফ ( Disburser’s Half) কি?
আনুতোষিক হার কত ?
আনুতোষিক হারঃ
- ৫ বছর বা ততোধিক কিন্তু ১০ বছরের কম হলে আনুতোষিক হার ২৬৫ টাকা।
- ১০বছর বা ততোধিক কিন্তু ১৫ বছরের কম হলে আনুতোষিক হার ২৬০ টাকা।
- ২০ বছর বা ততোধিক ২৩০ টাকা।
আনুতোষিক ও অবসর ভাতা ?
আনুতোষিক: সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে যে এককালীন যে অর্থ পেয়ে থাকে তাকে আনুতোষিক বলা হয়।
অবসর ভাতা : সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে প্রতি মাসে যে সম্মানী পেয়ে থাকে তাকে সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে যে এককালীন যে অর্থ পেয়ে থাকে তাকে আনুতোষিক বলা হয়।
আরও জানুনঃ পেনশন কত প্রকার ও কি কি । পেনশন কি । পারিবারিক পেনশন কি । Pension | পেনশন যোগ্য চাকুরীকাল জেনে নিন।
আনুতোষিক কি( what is gratuity)? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ভিডিও দেখে নিতে পারেন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।