Site icon Govt news

আনুতোষিক কি ( what is gratuity)? আনুতোষিক শব্দের অর্থ কি ? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?

আনুতোষিক-কি

পোস্ট সামারীঃ

আনুতোষিক কি ( what is gratuity) ?

আনুতোষিক english হচ্ছে gratuity. একজন সরকারি কর্মচারি আবসর গ্রহণের পর তার সর্বশেষ বেতনের উপর এককালীন যে অর্থ পেয়ে থাকেন, তাকে আনুতোষিক (gratuity) বলা হয়।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ?

পেনশনযোগ্য চাকরিকাল সর্বনিম্ন ১০ বছর থেকে ০৫ বছর কমিয়ে আনার পরিপ্রেক্ষিতে পূর্ণ পেনশনের ক্ষেত্রে আনুতোষিকের হার বাধ্যতামুলক সমর্পিত প্রতি ১ (এক) টাকার বিপরীতে ২৩০ টাকা অপরিবর্তিত রেখে অর্থ বিভাগের ২৩-১২-২০১৩ খ্রিঃ তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০২৭.১৩.১৬০ সংখ্যক প্রজ্ঞাপনের ক্রমধারায় আনুতোষিকের নিম্ন রুপ পুনঃনির্ধারণ করা হয়েছেঃ

আনুতোষিক টেবিল

আরও জানুনঃ কত বছরে কত পেনশন, পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ কত | পেনশন টেবিল | পুন নির্ধারিত পেনশন

আনুতোষিক শব্দের অর্থ কি ?

আনুতোষিক শব্দের অর্থঃ সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ পেনশনে গমন করলে এককালীন যে অর্থ পেয়ে থাকে, আনুতোষিক বলে।

পেনশন ও আনুতোষিক এবং অবসর ভাতা কি ?

 আনুতোষিক হিসাব করার পদ্ধতি ?

আনুতোষিক হিসাবঃ সর্বশেষ বেতনের ৯০%/ ২ x আনুতোষিকের হার

আরও জানুনঃ পিপিও কি , Pension Payment Order, ইপিপিও কি? ডি-হাফ ( Disburser’s Half) কি?

আনুতোষিক হার কত ?

আনুতোষিক হারঃ

আনুতোষিক ও অবসর ভাতা ?

আনুতোষিক ও অবসর ভাতা

আনুতোষিক: সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে যে এককালীন যে অর্থ পেয়ে থাকে তাকে আনুতোষিক বলা হয়।

অবসর ভাতা : সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে প্রতি মাসে যে সম্মানী পেয়ে থাকে তাকে সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ চাকরি শেষে যে এককালীন যে অর্থ পেয়ে থাকে তাকে আনুতোষিক বলা হয়।

আরও জানুনঃ পেনশন কত প্রকার ও কি কি । পেনশন কি । পারিবারিক পেনশন কি । Pension | পেনশন যোগ্য চাকুরীকাল জেনে নিন।

আনুতোষিক কি( what is gratuity)? আনুতোষিকের হার পুনঃ নির্ধারণ ভিডিও দেখে নিতে পারেন।

Exit mobile version