Pension

What is life verification apps and Online Life Verification for Pension ?

life verification apps কি ?

পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি দূর করার জন্য  চালু হচ্ছে “আমার পেনশন” মোবাইল অ্যাপ ।

life verification apps and Online Life Verification for Pension এর সুবিধা ?

আমার পেনশন মোবাইল অ্যাপ এর সুবিধাঃ

• ঘরে বসে লাইফ ভেরিফিকেশন করা যাবে।

• পেনশনারের বিভিন্ন সমস্যা সংক্রান্ত আবেদন করা যাবে।

• পেনশনের আবেদন কী অবস্থায় রয়েছে, সেটি জানা যাবে। 

• প্রয়োজনীয় নথি জমা দেওয়া যাবে । 

• পেনশনভোগী মাসিক পেনশন পেয়েছেন কিনা ঘরে বসেই যাচাই করতে পারবেন। 

• জিপিএফ স্টেটমেন্টও  পাওয়া যাবে। 

• মৃত পেনশনভোগীর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল ফোন নম্বর ব্যবহার করে মৃত্যুর তথ্য যোগ করতে পারবেন তার আত্মীয়-স্বজন ।

•গুগল প্লেস্টোর হতে অ্যাপটি ডাউনলোড করা যাবে। 

life verification apps কিভাবে ইনস্টল করবেন ?

  • আপনার স্মার্ট ফোনের প্লেস্টোর এ প্রেবেশ করবেন।
  • তারপর টাইপ করবেন “ Pensioner verification ” সার্চ করে ইনস্টল করে ।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

পেনশনারদের জন্য  চালু হচ্ছে কল সেন্টার:

• পেনশন সেবা আরও সহজীকরণের জন্য পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যলয়ে কল সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

• পেনশনভোগীরা যে কোনো অভিযোগ, তথ্য বা সেবার জন্য ০৯৬০৯০০০৫৫৫ নম্বরে কল করতে পারবেন। কল সেন্টার সেবাটি শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।

নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি? |Ibas++ gpf account balance check online বিস্তারিত জেনে নিন।

চালু হচ্ছে “আমার পেনশন” মোবাইল অ্যাপর বিস্তারিত জেনে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ আমার পেনশন মোবাইল অ্যাপ, Online Life Verification for Pension, Online Life Verification for Pension ?

Recent Posts

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট ২০২৪ ?

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন বিল বৃদ্ধির ভ্রমণ ভাতা গেজেট ২০২৪ ?…

4 days ago

নবম পে স্কেল ২০২৪ সহ ৭দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

2 weeks ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

4 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 month ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

2 months ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

2 months ago