nocomments

এসিআর এর পরিবর্তে চালু হচ্ছে এপিএআর

এসিআর কি? / What is ACR?

Annual Confidential Report (ACR)/ অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট বা ACR । সরকারি কর্মকর্তা/কর্মচারিদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের নাম এসিআর।

এপিএআর কি / What is APAR?

Annual Performance Appraisal Report (APAR)/ অ্যানুয়েল পারফরম্যান্স অ্যাপ্রাইজাল রিপোর্ট (এপিএআর বা বাৎসরিক কর্ম মূল্যায়ন প্রতিবেদন)

ACR) এবং এপিএআর(APAR) পার্থক্য:

এসিআরের ১০০ নম্বরের সম্পর্ণ বৈশিষ্ট্যনির্ভর ।এপিএআরে ব্যক্তিগত বৈশিষ্ট্যের নম্বর হবে ৪০। বছরব্যাপী কাজের মূল্যায়নের নাম্বার হবে ৬০ ।
এসিআরের সময়কাল calendar year অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর ।অর্থবছরকেন্দ্রিক অর্থাৎ জুলাই থেকে জুন পর্যন্ত
এসিআর সকল গ্রেডের কর্মকর্তা/ কর্মচারিদের ক্ষেত্রে প্রয়োজ্য।গ্রেড-৯ থেকে গ্রেড-২ এর সরকারি কর্মকর্তারা এর আওতায় আসবেন। 
এসিআর এর ক্ষেত্রে অফিসের বস মূল্যায়ন চূড়ান্ত।নিজেরাই নিজেদের মূল্যায়ন করতে পারবেন।
ম্যানুয়্যাল পদ্ধতি ছিল।এপিএআর সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
—-এপিএআরে কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যারের সংযোজন করা হবে।
—-স্বাস্থ্য সর্ম্পকিত তথ্য থাকবে।
এসিআর (ACR) এবং এপিএআর(APAR) পার্থক্য

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিস্তারিত জেনে নিন।

বিস্তারিত জানতে এখানে ভিডিও দেখে নিন

Reply

error: Content is protected !!