Admin

কতদিন থাকছে ঈদুল ফিতর ২০২৩ এর সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ

  • কতদিন থাকছে ঈদুল ফিতর ২০২৩ এর সরকারি ছুটি ?
  • সরকারি ঐচ্ছিক ছুটি ভোগ করার নিয়ম ?
  • দুটি ছুটির মাঝে কর্মদিবস থাকলে নৈমিত্তিক ছুটির কিভাবে হবে ?

কতদিন থাকছে ঈদুল ফিতর ২০২৩ এর সরকারি ছুটি ?

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সাথে খুশি ভাগাভাগি করার জন্য ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অগণিত ব্যক্তি রাজধানী ছাড়েন।

আসছে ঈদে ১৯ এপ্রিল বুধবার থাকছে শবেকদরের ছুটি। সাপ্তাহিক ছুটির মাঝখানে শুধু অফিস খোলা থাকছে বৃহস্পতিবার।

দি প্রেসক্রাইব লিভ রুলস্ ১৯৫৯, ফান্ডামেন্টাল রুলস্, বাংলাদেশ সার্ভিস রুলস এবং সময়ে সময়ে সরকার কর্তৃক জারীকৃত আদেশ  অনুযায়ী;

দুটি ছুটির মাঝে কর্মদিবস থাকলে নৈমিত্তিক ছুটির কিভাবে হবে ?

  দুটি ছুটির মাঝে কর্মদিবস থাকলে :

সাপ্তাহিক ছুটি বা অন্য কোন ছুটির মাঝে কর্মদিবস থাকলে ঐ দিনকে নৈমিত্তিক ছুটি হিসাবে মঞ্জুর করা যাবে না। উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, রবিবার কাজের দিন এবং সোমবার সরকারি ছুটি এ ক্ষেত্রে রবিবার নৈমিত্তিক ছুটি হিসাবে মঞ্জুর করা যাবে না। ছুটি মঞ্জুর করতে হলে রবিবার ও সোমবার দুদিন নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে হবে।

উক্ত নিয়ম অনুযায়ী কোন সরকারি কর্মকর্ত/কর্মচারি যদি বৃহস্পতিবার ২০ তারিখ ছুটি নিলে শুধু একদিনের জন্য ২০,২১,২২,২৩ তারিখ পর্যন্ত  ৪দিনের নৈমিত্তিক ছুটি নিতে হবে।

২৯ দিন রোজার হিসাব করে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। আবার রোজা যদি ৩০দিন পূর্ণ হয় তাহলে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল রবিবার । সেক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী একদিন ঈদের ছুটি বৃদ্ধি পাবে। এক্ষেত্রে যদি কেহ বৃহস্পতিবার ২০ তারিখ ছুটি নিলে শুধু একদিনের জন্য ২০,২১,২২,২৩,২৪  তারিখ পর্যন্ত  ৫ দিনের নৈমিত্তিক ছুটি নিতে হবে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

 

আপনি নিম্নবর্ণিত শর্তাদি অনুযায়ী ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন:

সরকারি ঐচ্ছিক ছুটি ভোগ করার নিয়মঃ

  • যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বছরের শুরুতে সরকারি ঐচ্ছিক ছুটির ভোগ করার জন্য অনুমোদন গ্রহণ নিতে পারেন।
  • সাপ্তাহিক ছুটির সঙ্গে নির্বাহী আদেশে সরকারি ছুটি , সাধারণ ছুটি,  ঐচ্ছিক ছুটির সঙ্গে যোগ করে ছুটি ভোগের অনুমতি প্রদান করা যাবে। 
  • জনস্বার্থ বিবেচনা করে সরকারি, অধাসরকারি ও স্বায়ত্তশাসিত  প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুযায়ী ঐচ্ছিক ছুটি  প্রদান করতে পারবেন।

আরও জানুন: মাতৃত্বকালীন ছুটি কি ? মাতৃত্বকালীন ছুটির নিয়ম এবং মাতৃত্বকালীন ছুটি কবে থেকে কার্যকর হবে ?

 

এক্ষেত্রে আপনি ঈদের পরে দ্বিতীয় ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

ঈদের ছুটির পরে ঈদের ছুটির সাথে আপনি নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারেন।

 

রিলেটেড ট্যাগঃ কতদিন থাকছে ঈদুল ফিতর ২০২৩ এর সরকারি ছুটি ?,সরকারি ঐচ্ছিক ছুটি ভোগ করার নিয়ম ,দুটি ছুটির মাঝে কর্মদিবস থাকলে নৈমিত্তিক ছুটির কিভাবে হবে ?

Recent Posts

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন ভাতা বৃদ্ধির গেজেট ২০২৪ ?

এটিও/টিও এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরগণের  ভ্রমন বিল বৃদ্ধির ভ্রমণ ভাতা গেজেট ২০২৪ ?…

5 days ago

নবম পে স্কেল ২০২৪ সহ ৭দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

3 weeks ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

1 month ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 month ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

2 months ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

2 months ago