Site icon Govt news

জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২৪ ?

জিপিএফ এর নমিনি পরিবর্তন করার নিয়ম ২০২২

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

জিপিএফ এর নমিনি পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিম্নে তুলে ধরা হলোঃ

একাধিক স্ত্রী থাকলে শুধু একজনকে জিপিএফ নমিনি করা যাবে কি?

এনআইডি বা জন্মসনদ না থাকলে জিপিএফ এর নমিনি করা যাবে কি?

চাঁদাদাতার পূর্বেই নমিনি মারা গেলে নতুন জিপিএফ নমিনেশন প্রয়োজন আছে কি?

আরও জানুনঃ অক্ষমতাজনিত অবসর কি ? অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে কি কি সুবিধা পাওয়া যায় ? অক্ষমতাজনিত অবসর গ্রহণ করলে পুনরায় চাকরি ফিরে পাওয়া যায় ?

মনোনয়ন না থাকলে উত্তরাধিকার ভিত্তেতে জিপিএফ-এর সঞ্চিত অর্থ বন্টন করার যায় কি?

থাকলে বিধির সংজ্ঞা মোতাবেক চাঁদাদাতার পরিবার থাকলে তাদের মধ্যে সমহারে বন্টন হবে, কিন্তু পরিবার না থাকলে শুধুমাত্র সেক্ষেত্রে উত্তরাধিকার ভিত্তিতে বন্টন হবে।।

একাধিক সদস্য মনোনয়নের ক্ষেত্রে একজন মারা গেলে নতুন জিপিএফ এর নমিনেশন প্রদান করতে হবে কি না, বিদ্যমান নমিনেশনের অবশিষ্ট সদস্যগণ কর্মচারীর মৃত্যুর পর সঞ্চিত অর্থ প্রাপ্য হবেন?

চাঁদাদাতার পূর্বে কোন মনোনীত সদস্য মারা গেলে নমিনেশনের পরিমাণ ১০০% না থাকায় নমিনেশন কার্যকর না থাকায় নতুন নমিনেশন প্রদান করা প্রয়োজন। নতুন নমিনেশন প্রদান না করলে পরিবারের সকল সদস্যদের মধ্যে সমহারে বন্টন হবে, পরিবার না থাকলে উত্তরাধিকার ভিত্তিতে বন্টন হবে।

ibas++ gpf subscriber nominee entry | ডিজিটাল নম্বর দিয়ে আইবাস++ সিস্টেমে নমিনির তথ্য এন্ট্রি করার পদ্ধতি দেখে নিতে পারেন।

আইবাস++ডিজিটাল পদ্ধতিতে কর্মচারিদের নতুন জিপিএফ একাউন্ট খোলার পদ্ধতি ?

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version