পরিবার সঞ্চয়পত্র ২০২০। নতুন নিয়মে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করার পদ্ধতি এবং প্রয়োজনী তথ্য?
পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের প্রয়োজনীয় তথ্য?
মাঝখানে বন্ধ থাকলেও এই সঞ্চয়পত্র নতুন করে চালু করা হয় ২০০৯ সালে। পরিবার সঞ্চয়পত্র কোন শ্রেণীর জনসাধারণ কিনতে পারেন ?
# ১৮(আঠার) বা তদর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা।
# যে কোন বাংলাদেশী প্রাপ্ত বয়স্ক শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) ।
# ৬৫(পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী পুরুষ শুধুমাত্র একক নামে এই সঞ্চয়পত্র কিনতে পারেন।
#পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের নম্বর ও এর কপি সরবরাহ করতে হবে।এই সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যায়।
পরিবার সঞ্চয়পত্র ফরম বা পরিবার সঞপত্রের ওয়ার্ড ফরম ডাউনলোড করে নিতে পারেন।
পরিবার সঞপত্রের পিডিএফ ফরম ডাউনলোড করে রাখতে পারেন।
নতুন নিয়মে আইবাস++ এ মোবাইল নম্বর পরিবর্তন | ibas++mobile employee number change বিস্তারিত জেনে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ পরিবার সঞ্চয়পত্র ফরম
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।