Admin

পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করা প্রয়োজন ?

পেনশন মঞ্জুরীর জন্য তিন ধরনের ক্ষেত্র তৈরী হয় এবং ভিন্ন ভিন্ন ফরম ও কাগজপত্র প্রয়োজন হয় ;

পেনশনের কি ফরম সনদ:

  • কর্মচারীর নিজের পেনশনের ক্ষেত্রে;
  • পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যুর হয়;
  • অবসর ভাতা ভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে;

কর্মচারীর নিজের পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করতে হয় ?

উত্তরঃ পেনশন আবেদনের সাথে নিম্নবর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবে :

১.পেনশন আবেদন ফরম ২.১ (সংযোজনী-৪)১ কপি
২.নন-গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সার্ভিস বুক/ গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সর্বশেষ তিন বছরের সার্ভিস বুক/ এলপিসি১ কপি  
৩.অবসর ও পিআরএল গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)১ কপি
৪.প্রত্যাশিত শেষ বেতন পত্র/ শেষ বেতন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে )১ কপি
৫.সত্যায়িত ছবি৪কপি
৬.জাতীয় পরিচয় পত্রের অনুলিপি১ কপি
৭.চাকুরি স্থায়ী করণের/নিয়মিত করণের আদেশ (উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত, আত্মীকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য)১ কপি  
৮.প্রাপ্তব্য পেনশনের বৈধ ঘোষনাপত্র (সংযোজনী-২)৩ কপি
৯.নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ ছাপ (সংযোজনী-৬)৩ কপি
১০.না-দাবী প্রত্যায়নপত্র (সংযোজনী-৮)  ১ কপি  

সূত্রঃ সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০

পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করতে হয়?

উত্তরঃ পারিবারিক পেনশন আবেদনের সাথে নিম্নবর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবেঃ

১.পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫)১ কপি
২.নন-গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সার্ভিস বুক/ গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সর্বশেষ তিন বছরের সার্ভিস বুক/ এলপিসি১ কপি  
৩.অবসর ও পিআরএল গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)১ কপি
৪.প্রত্যাশিত শেষ বেতন পত্র/ শেষ বেতন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)১ কপি
৫.সত্যায়িত ছবি (স্বামী/স্ত্রী/উত্তরাধিকারীগণের)  ৪ কপি
৬.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন (উত্তরাধিকারী/উত্তরাধিকারীগণের বয়স ১৮ বছরের নিচে হলে জন্ম সনদ এবং বয়স ১৮ বছরের উপরে হলে জাতীয় পরিচয়পত্র)  ১ কপি
৭.উত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩)  ১ কপি  
৮.নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬)৩ কপি
৯.অভিভাবক মনোনয়ন এবং অবসরভাতা ও আনুতোষিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭)  ৩ কপি
১০.চিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদ   চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্র  ১ কপি
১১.না-দাবী প্রত্যয়নপত্র (সংযোজনী-৮)১ কপি
১২.চাকুরি স্থায়ী করণের/নিয়মিত করণের আদেশ (উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে ১ কপি স্থানান্তরিত, আত্মীকৃত, এডহক ভিত্তিতে নিয়োগকৃতদের ক্ষেত্রে প্রযোজ্য)১ কপি
১৩.প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র৩ কপি

সূত্রঃ সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০

আরও জানুনঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩

অবসর ভাতা ভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করতে হয়?

উত্তরঃ অবসর ভাতা ভোগরত অবস্থায় পেনশনভোগীর মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন আবেদনের সাথে নিম্নবর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিল করতে হবেঃ

১.পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫)১ কপি
২.সত্যায়িত ছবি (স্বামী/স্ত্রী ও সন্তানগণের)৪ কপি
৩.উত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩)৩ কপি
৪.নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬)৩ কপি
৫.অভিভাবক মনোনয়ন এবং অবসরভাতা ও আনুতোষিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭)৩ কপি
৬.চিকিৎসক/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদ   চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদপত্র১ কপি
৭.অবসরভাতার মঞ্জুরিপত্র  ১ কপি  
৮.পিপিও ও -ডি-হাফ  ১ কপি  
৯.প্রতিবন্ধী সন্তানের (যদি থাকে) নিবন্ধন, পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের সনদপত্র৩ কপি  

সূত্রঃ সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০

গুগল নিউজ হতে আপডেট নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

পেনশন প্রাপ্তির পূর্বশর্তসমূহ কি কি?

  • উত্তরঃ পেনশন প্রাপ্তির পূর্বশর্তসমূহ হচ্ছেঃ

(১) চাকরি সরকারের অধীন রাজস্বখাতভুক্ত হতে হবে;

(২) স্থায়ী পদের বিপরীতে স্থায়ীভাবে নিযুক্ত হতে হবে;

(৩) উক্ত চাকরির বেতন-ভাতাদি সরকার কর্তৃক প্রদত্ত হতে হবে;

(৪) চাকুরির বয়স ন্যূনতম পাঁচ বছর হতে হবে এবং

(৫) চাকরি সন্তোষজনক হতে হবে।

সূত্রঃ বিএসআর পার্ট-১ এর বিধি-২৫৮ এবং অর্থ বিভাগের স্মারক নং ০৭.০0.0000.171.13.006.15-81 তারিখঃ 14.10.২০১৫খ্রিঃ এর অনুচ্ছেদ (ঘ) ।

পেনশন আবেদন ফরম ২.১ কি ?

  • সরকারি কর্মকর্তা/কর্মচারির নিজের পেনশনের ক্ষেত্রে পেনশনের আবেদনের জন্য এই ফরম ব্যবহার করা হয়।

পেনশন আবেদন ফরম ২.১ (সংযোজনী-৪) ডাউনলোড করে নিতে পারেন।

পেনশন আবেদন ফরম ২.২ কি ?

  • মুল পেনশনার মারা গেলে পারিবারিক পেনশনের জন্য পেনশন আবেদন ফরম ২.২ প্রয়োজন হয়।

পেনশন আবেদন ফরম ২.২ (সংযোজনী-৫) ডাউনলোড করে নিতে পারেন।

প্রাপ্তব্য পেনশনের বৈধ ঘোষনাপত্র (সংযোজনী-২) ডাউনলোড করে নিতে পারেন।

উত্তরাধিকার সনদপত্র ও ননম্যারিজ সার্টিফিকেট (সংযোজনী-৩) ডাউনলোড করে নিতে পারেন।

নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬) ডাউনলোড করে নিতে পারেন।

অভিভাবক মনোনয়ন এবং অবসরভাতা ও আনুতোষিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ (সংযোজনী-৭) ডাউনলোড করে নিতে পারেন।

না-দাবী প্রত্যয়নপত্র (সংযোজনী-৮) ডাউনলোড করে নিতে পারেন।

রিলেটেড ট্যাগঃ পেনশনের কি ফরম সনদ,পেনশন

admin

Recent Posts

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

2 days ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 week ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

3 weeks ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

4 weeks ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

1 month ago