Site icon Govt news

পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ?

পেনশন ইএফটি কি ? ইএএফটি রিটার্ন কী ?  ইএফটি রিটার্ন হলে করণীয় ? পেনশনার মারা গেলে করণীয় ?

পোস্ট সামারীঃ

পেনশন ইএফটি কি ?

হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পেনশনারের ব্যাংক একাউন্টে সরাসরি পেনশন ও ভাতা পাঠানোর প্রক্রিয়াটি ইএফটি পেমেন্ট হিসেবে পরিচিত।

তাহলে কি আপনার পেনশনের টাকা  ব্যাংক একাউন্টে ডিপোজিট হয়নি ?

মাসের শুরুতে কোন তারিখে হিসাবরক্ষণ অফিস হতে পেনশনের টাকা  প্রদান করা হয়?

নিয়মিত পেনশন  পেতে কি করণীয় ?

পেনশন ও ভাতাদি’র ইএফটি পেমেন্টের জন্য পেনশনারের করণীয় ?

ইএএফটি রিটার্ন কী?

• বাংলাদেশ ব্যাংক হতে পেনশনারের ব্যাংকে প্রেরিত ইএফটি এ্যাডভাইস যদি পেনশনারের ব্যাংক তার একাউন্ট এ জমা না করে বাংলাদেশ ব্যাংকে ফেরত পাঠায় তাহলে ইএফটি রিটার্ন হয়ে থাকে।

আরও জানুনঃ ২০২৩-২০২৪ অর্থ বছরে ৯ম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ ১১ দফা দাবি সরকারি কর্মচারীদের ?

ইএএফটি রিটার্নের কারণ কী ?

ভুল থাকলে ইএফটি রিটার্ন হয়ে থাকে ।

 ইএফটি রিটার্ন হলে করণীয় ?

বর্তমানে পেনশন প্রদানকারী হিসাবরক্ষণ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে হবে। বিভিন্নভাবে হিসাবরক্ষণ কার্যালয়ের সাথে যোগাযোগ করা যেতে পারে;

ইএফটি রিটার্ন হয়েছে কিনা জানবেন কিভাবে?

মোবাইল এ্যাপের পেনশন তথ্য অথবা সিএএফও পেনশন ও ফাণ্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের পেনশন পরিশোধ তথ্য মেন্যু হতে এ তথ্য জানতে পারবেন। বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।

আরও জানুনঃ সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মহার্ঘ ভাতার প্রস্তাব ২০২৩?

পেনশনার মারা গেলে করণীয় ?

সিএএফও / পেনশন ও ফান্ড ম্যানেজমেন্টএর ওয়েব সাইটের (www.cafopfm.gov.bd)– এই মেন্যুর মাধ্যমে সম্মানিত পেনশনারগনের আত্মীয়-স্বজন অথবা যে কোন পে-পয়েন্ট হতে পেনশনারের নিজ জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল নম্বর ব্যবহার করে মৃত্যুর তথ্য এন্ট্রি দিতে পারবেন। প্রাপ্ত তথ্যানুযায়ী সিএএফওপেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট পেনশনারকে ব্লক করবে। এই সেবা কার্যক্রমটি অতি শীঘ্রই চালু করা হবে।

সিএএফও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপন করা হয়েছে।

প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে

বিকাল ০৫:০০ টা পর্যন্ত

আরও জানুনঃ ২০২৩ সালের সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মহার্ঘ ভাতা প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়নি কিন্তু প্রস্ততি রেখেছে মন্ত্রণালয় ?

(সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে)

সিএএফও (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) এর ওয়েবসাইটের (www.cafopfm.gov.bd) নিম্নে উল্লেখিত মেন্যুর মাধ্যমে পেনশনারগণ নিজ জাতীয় পরিচয়পত্র নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করে পেনশন/ভাতা না প্রাপ্তি, কম/বেশি প্রাপ্তি, এসএমএস না পাওয়া অথবা ফিক্সেশন সমস্যা সংক্রান্ত অভিযোগসমূহ দাখিল করতে পারবেন। অভিযোগটি একটি API এর মাধ্যমে আইবাস++ হতে Division wise ভাগ হয়ে অডিটর/ সুপার Panel এ প্রদর্শিত হবে।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version