পোস্ট সামারীঃ
- পেনশন ইএফটি কি ?
- আপনি কি পেনশনভোগী ? পেনশনের ইএফটি message পেয়েছেন কি ?
- তাহলে কি আপনার পেনশন ব্যাংক একাউন্ট ডিপোজিট হয়নি ? কি করবেন ?
- মাসের শুরুতে কোন তারিখে হিসাবরক্ষণ অফিস হতে পেনশনের টাকা প্রদান করা হয়?
- ইএএফটি রিটার্ন কী ?
- ইএএফটি রিটার্নের কারণ কী ?
- ইএফটি রিটার্ন হলে করণীয় ?
- পেনশনার মারা গেলে করণীয় ?
- ইএফটি রিটার্ন হয়েছে কিনা জানবেন কিভাবে?
- নিয়মিত পেনশন পেতে কি করণীয় ?
- পেনশনার মারা গেলে করণীয় ?
পেনশন ইএফটি কি ?
হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পেনশনারের ব্যাংক একাউন্টে সরাসরি পেনশন ও ভাতা পাঠানোর প্রক্রিয়াটি ইএফটি পেমেন্ট হিসেবে পরিচিত।
তাহলে কি আপনার পেনশনের টাকা ব্যাংক একাউন্টে ডিপোজিট হয়নি ?
মাসের শুরুতে কোন তারিখে হিসাবরক্ষণ অফিস হতে পেনশনের টাকা প্রদান করা হয়?
- প্রতি মাসের ১ম কর্মদিবসে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি পেনশনারের ব্যাংক একাউন্ট নম্বরে পেনশন ও ভাতাদির টাকা প্রদান করা হয়।
- অধিকাংশ সম্মানিত পেনশনারগণ মনে করে মাসের ১ তারিখে পেনশন প্রদান করা হয়। যদি মাসের শুরুতে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকে তাহলে ১ম কর্মদিবসে পেনশন প্রদান করা হয়।
- এরপর বাংলাদেশ ব্যাংক হতে টাকা পেনশনারের একাউন্ট জমা হতে আরও দুই থেকে তিন কর্মদিবস লাগতে পারে।
- যদি মাসের শুরুতে ১ম কর্মদিবস ২ তারিখে হয় তাহলে আপনার পেনশন পেতে ৩ তারিখ হতে ৫ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। এ ক্ষেত্রে টেনশনের কোন কারণে নেই।
নিয়মিত পেনশন পেতে কি করণীয় ?
- নিয়মিত পেনশনের টাকা আপনা র ব্যাংক একাউন্টে জমা হচ্ছে কিনা তা জানার জন্য আপনার ব্যাংকের এসএমএস সার্ভিস চালু রাখতে হবে।
- নিয়মিত পেনশন পাওয়া পেনশন পেতে আপনাকে নিয়মিত লাইভেরীফিকেশন করতে হবে।
পেনশন ও ভাতাদি’র ইএফটি পেমেন্টের জন্য পেনশনারের করণীয় ?
- ইএফটি ফরম পূরণ করতে হবে;
- এনআইডি নম্বর থাকতে হবে;
- পেনশনারের নিজ নামে ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে;
- এমআইসিআর ব্যাংক চেক বই থাকতে হবে
ইএএফটি রিটার্ন কী?
• বাংলাদেশ ব্যাংক হতে পেনশনারের ব্যাংকে প্রেরিত ইএফটি এ্যাডভাইস যদি পেনশনারের ব্যাংক তার একাউন্ট এ জমা না করে বাংলাদেশ ব্যাংকে ফেরত পাঠায় তাহলে ইএফটি রিটার্ন হয়ে থাকে।
আরও জানুনঃ ২০২৩-২০২৪ অর্থ বছরে ৯ম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ ১১ দফা দাবি সরকারি কর্মচারীদের ?
ইএএফটি রিটার্নের কারণ কী ?
- পেনশনারের মাস্টার ডাটায় ব্যাংকিং তথ্য ভুল হলে;
- যেমন; একাউন্ট নাম;
- একাউন্ট নম্বর;
- ব্যাংকের নাম;
- শাখার নাম;
ভুল থাকলে ইএফটি রিটার্ন হয়ে থাকে ।
ইএফটি রিটার্ন হলে করণীয় ?
বর্তমানে পেনশন প্রদানকারী হিসাবরক্ষণ কার্যালয়ের সাথে যোগাযোগ করতে হবে। বিভিন্নভাবে হিসাবরক্ষণ কার্যালয়ের সাথে যোগাযোগ করা যেতে পারে;
- বর্তমান পেনশন প্রদানকারী পে-পয়েন্ট অথবা ইএফটি তথ্য এন্টিকারী পে-পয়েন্ট-এ যোগাযোগ করুন। তথ্য সংশোধন করুন।
- কল সেন্টার নম্বর এ ফোন করে বিষয়টি জানাতে পারেন এবং সহায়তা নিতে পারেন (০৯৬০৯০০০৫৫৫)
- ওয়েবসাইট এর মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারেন (www.cafopfm.gov.bd)
- সশরীরে হিসাবরক্ষণ কার্যালয়ে উপস্থিত হয়ে তথ্য সংশোধন করতে পারবেন।
ইএফটি রিটার্ন হয়েছে কিনা জানবেন কিভাবে?
মোবাইল এ্যাপের পেনশন তথ্য অথবা সিএএফও পেনশন ও ফাণ্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের পেনশন পরিশোধ তথ্য মেন্যু হতে এ তথ্য জানতে পারবেন। বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন।
আরও জানুনঃ সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মহার্ঘ ভাতার প্রস্তাব ২০২৩?
পেনশনার মারা গেলে করণীয় ?
সিএএফও / পেনশন ও ফান্ড ম্যানেজমেন্টএর ওয়েব সাইটের (www.cafopfm.gov.bd)– এই মেন্যুর মাধ্যমে সম্মানিত পেনশনারগনের আত্মীয়-স্বজন অথবা যে কোন পে-পয়েন্ট হতে পেনশনারের নিজ জাতীয় পরিচয় পত্র এবং মোবাইল নম্বর ব্যবহার করে মৃত্যুর তথ্য এন্ট্রি দিতে পারবেন। প্রাপ্ত তথ্যানুযায়ী সিএএফওপেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট পেনশনারকে ব্লক করবে। এই সেবা কার্যক্রমটি অতি শীঘ্রই চালু করা হবে।
সিএএফও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপন করা হয়েছে।
প্রতিদিন সকাল ০৯:০০ টা থেকে
বিকাল ০৫:০০ টা পর্যন্ত
(সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে)
সিএএফও (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) এর ওয়েবসাইটের (www.cafopfm.gov.bd) নিম্নে উল্লেখিত মেন্যুর মাধ্যমে পেনশনারগণ নিজ জাতীয় পরিচয়পত্র নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করে পেনশন/ভাতা না প্রাপ্তি, কম/বেশি প্রাপ্তি, এসএমএস না পাওয়া অথবা ফিক্সেশন সমস্যা সংক্রান্ত অভিযোগসমূহ দাখিল করতে পারবেন। অভিযোগটি একটি API এর মাধ্যমে আইবাস++ হতে Division wise ভাগ হয়ে অডিটর/ সুপার Panel এ প্রদর্শিত হবে।
আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।