Admin

পেনশন হিসাব ক্যালকুলেটর বা অনলাইন পেনশন  ক্যালকুলেটরের সাহায্যে পেনশনের হিসাব বের করার উপায় ?

পেনশন হিসাব ক্যালকুলেটর ২০২৪ ?

  • একজন সরকারি কর্মকর্তা/কর্মচারী যখন পেনশনে গমন করলে মাসিক পেনশন পেয়ে থাকে। অনেক সময় একজন পেনশনারের পেনশন মাসে কত টাকা হিসাব জানার প্রয়োজন হয়।
  • এই পোস্ট থেকে অনলাইন পেনশন  ক্যালকুলেটর pension calculator এর সাহায্যে একজন পেনশনার কোন অর্থবছরে কত টাকার পেনশন পেয়েছে, সেটি বের করা যাবে।
  • সরকারি কর্মকর্তা/কর্মচারিদের চাকুরী শেষে পেনশন এবং অনুতোষিক পেয়ে থাকেন । এ জন্য পেনশন নির্ধারণের প্রয়োজন হয়।
  • এখানে পেনশনভোগীদের পেনশন নির্ধারণের জন্য pension calculator এর সাহায্যে পেনশনের হিসাব বের করার উপায় বর্ণনা করা হয়েছে।

আরও জানুনঃ কোন গ্রেডে কত পেনশন ? সরকারি কর্মকর্তা/কর্মচারিদের কোন গ্রেডে পেনশন কত ২০২৪ ?

ধাপঃ ১

অনলাইনে পেনশনের হিসাব ২০২৪ ?

এ জন্য যে কোন ব্রাউজারের সাহায্যে cafopfm.gov.bd এই ঠিকানায় প্রবেশ করলে নিচের স্ক্রিন আসবেঃ

অনলাইনে পেনশনের হিসাব

আরও জানুনঃ কখন শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন করবেন ও কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

ধাপঃ ২

অনলাইনে পেনশনের হিসাব ২০২৪ ?

এরপর Pension Calculator এ ক্লিক করলে নিচের স্ক্রিন আসবেঃ

অনলাইনে পেনশনের হিসাব,পেনশন ক্যালকুলেটর

আরও জানুনঃ টাইম স্কেল কি ? টাইম স্কেল পাওয়ার নিয়ম ? ২০১৫ পে স্কেল এর পরও কি বহাল রয়েছে ? টাইম স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি ?

ধাপঃ ৩

অনলাইনে পেনশনের হিসাব ২০২৪ ?

  • পেনশনার দুই প্রকার হয়ে থাকে। যথাঃ পারিবারিক পেনশন এবং সেলফ পেনশন ।
  • এখানে আপনি যদি নিজেই পেনশনার হলে সেলফ পেনশন বা Self Pension আর পারিবারিক পেনশনার হলে পারিবারিক Family pension অপশনে ক্লিক করে পেনশনারের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জম্ম তারিখ, অবসরের তারিখ, এবং অবসরের তারিখে নীট পেনশনের পরিমান লিখে Calculate অপশনে ক্লিক করলে পেনশন ফিক্সেশন দেখা যাবে।
অনলাইনে পেনশনের হিসাব, পেনশন ক্যালকুলেটর
  • পেনশন শুরুর বছর হতে পেনশনের পরিমাণ দেখতে পাবেন।
  • এরপর প্রতি বছর ৫% ইনক্রিমেন্টসহ পেনশনের পরিমাণ দেখা যাবে।

নিজে নিজে অনলাইনে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স যাচাই করার এবং জিপিএফ একাউন্টস স্লিপ প্রিন্ট করার পদ্ধতি জেনে নিন।

অনলাইন pension calculator এর সাহায্যে পেনশনের হিসাব বের করার পদ্ধতি ভিডিও দেখে নিতে পারেন।

রিলেটেড ট্যাগ: পেনশন হিসাব ক্যালকুলেটর, pension calculator bd, pension calculation formula bd,pension calculation,অনলাইন পেনশন  ক্যালকুলেটর,

admin

Recent Posts

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

7 days ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

3 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

4 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago