Site icon Govt news

পেনশন বই হারিয়ে গেলে কী করতে হবে ?

পেনশন বই হারিয়ে গেলে কী করতে হবে ?

পেনশন বই হারিয়ে গেলে কী করতে হবে ? বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যাগণ পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কি? পেনশনারগণ বাংলা নববর্ষ ভাতা পাবেন কি?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবে

আরও জানুনঃ টি এ বিলের গেজেট ২০২২ । আইবাস++ এ Distance Calculator মাধ্যমে নতুন টিএ বিলের দূরত্ব বা কিলোমিটার বের করা উপায় ২০২২ ?

প্রশ্নঃ  পেনশনারদের জন্য ২টি উৎসবভাতা কখন চালু হয়েছে ?

উত্তরঃ ০১.০৭.২০০৮খ্রিঃ তারিখ হতে।

প্রশ্নঃ শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারী হালনাগাদ বর্ধিত হারে উৎসবভাতা পাবেন কি?

উত্তরঃ পাবেন।

সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.013.13 (অংশ-২)/১৫৭ তারিখঃ ১৯.১১.২০১৪খ্রিঃ।

প্রশ্নঃ শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর পর তার পরিবার চিকিৎসাভাতা ও উৎসবভাতা পাবেন কি?

উত্তরঃ পাবেন।

সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.013.13-72 তারিখঃ ১১.০৭.২০১৬খ্রিঃ

প্রশ্নঃ পেনশনারগণ বাংলা নববর্ষ ভাতা পাবেন কি?

উত্তরঃ পেনশনার/শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারী/পুনঃস্থাপিত পেনশনার/পরিবার (প্রযোজ্য ক্ষেত্রে) মাসিক পেনশনের পাশাপাশি সরকার নির্ধারিত হারে (মাসিক নীট পেনশনের ২০% হারে) বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। এপ্রিল’২০১৭ হতে পেনশনারগণ এ ভাতা প্রাপ্য।

সূত্রঃ (১) অর্থ বিভাগের প্রজ্ঞাপন নং ০৭,০০,০000.173.44.18.14-৭৮ তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ; (২) সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ২.১৪; এবং (৩) জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনুচ্ছেধ ১৬।

আরও জানুনঃ স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন কি ?পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কী কী বিশেষ সুবিধা প্রাপ্য হন ? কারা আজীবন পারিবারিক পেনশন পাবেন ?

প্রশ্নঃ বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যাগণ পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কি ?

উত্তরঃ মৃত কর্মচারীর বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী, পারিবারিক পেনশন পাওয়ারযোগ্য পূত্র, অবিবাহিত কন্যার অবর্তমানে বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যা পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে সে সর্বোচ্চ ১৫ বৎসরের অবশিষ্ট সময়টুকুর জন্য পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।

সূত্রঃ অর্থ ও রাজস্ব বিভাগের মেমো নম্বর ২৫৬৬ (৪০) তারিখঃ ১৬.০৪.১৯৫৯খ্রিঃ।

প্রশ্নঃ শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যবর্গ উৎসব ভাতা পাবেন কি ?

উত্তরঃ প্রচলিত বিধানমতে পারিবারিক পেনশন পাওয়ারযোগ্য মৃত কর্মচারীর পরিবারের সদস্যবর্গ উৎসবভাতা পাবেন। তবে 01.02.2016খ্রিঃ তারিখের পূর্বের কোন বকেয়া প্রাপ্য হবেন না।

সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.013.13-72 তারিখঃ ১১.০৭.২০১৬খ্রিঃ।

প্রশ্নঃ  একমাত্র প্রতিবন্ধী সন্তান চাকরিজীবী পিতা-মাতার দুইটি পারিবারিক পেনশন একসাথে আজীবন প্রাপ্য হবেন কি?

উত্তরঃ পিতা-মাতা সরকারি চাকরিজীবী হলে তাদের মৃত্যুতে একমাত্র প্রতিবন্ধী সন্তান দৈহিক বা মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন ও উপার্জনে অক্ষম হলে দুইটি পারিবারিক পেনশন একসাথে আজীবন প্রাপ্য হবেন।

সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নম্বর 07.00.0000.171.13.001.17-58 তারিখঃ 27.05.201৯খ্রিঃ।

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

প্রশ্নঃ একজন চাকরিজীবী কত বছর চাকরি করলে পেনশন পাবেন?

উত্তরঃ স্বাভাবিক অবস্থায় পূর্ণ পেনশনসহ অবসরে গমনের সর্বনিম্ন চাকরির বয়স ২৫ বছর। তবে চাকরি ৫ বছর পূর্ণ হলে নিম্নোক্ত শর্তে একজন সরকারি কর্মচারী পেনশন/তাঁর পরিবার পারিবারিক পেনশন পেতে পারেন। তবে এ ক্ষেত্রে পেনশনের পরিমাণ আনুপাতিক হারে কম হবে।

(১) সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা (শারীরিক ও মানসিক বৈকল্যের কারণে) স্থায়ীভাবে অক্ষম (Invalid) ঘোষিত হলে; এবং

(২) যদি স্থায়ী পদ বিলুপ্তির কারণে চাকরি থেকে ছাঁটাইয়ের করলে

সূত্রঃ অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগের স্মারক নং 07.00,0000.171.13.006.15-৮১ তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ।

প্রশ্নঃ পেনশনারগণ কখন ২৫০০ টাকা চিকিৎসা ভাতা পাবেন?

উত্তরঃ পেনশনারের বয়স ৬৫ বৎসর পূর্ণ হলে

আরও জানুনঃ পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করা প্রয়োজন ?

প্রশ্নঃ মাসিক পেনশন EFT এর মাধ্যমে পেতে হলে কী কী কাগজপত্র প্রয়োজন?

উত্তরঃ EFT এর মাধ্যমে পেনশন পেতে হলে নিম্নবর্ণিত ডকুমেন্ট লাগবেঃ

(ক) পূরণকৃত EFT ফরম; (খ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; (গ) PPO বইয়ের ১ম ও শেষ পাতার ফটোকপি; (ঘ) চেক বইয়ের ১ম পাতার ফটোকপি; (ঙ) পাসপোর্ট সাইজ ছবি ২(দুই) কপি ; এবং (চ) পূরণকৃত D-Half ফরম (ব্যাংকের মাধ্যমে পেনশন গ্রহণ করা হলে)।

প্রশ্নঃ কত তারিখের মধ্যে পেনশন ইএফটি হতে পারে?

উত্তরঃ প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যে পেনশন ইএফটি করা হয়।

প্রশ্নঃ একটানা কত মাস যাবৎ পেনশন না নিলে পরবর্তীতে পেনশন নিতে হলে পেনশনার কর্তৃক আবেদন দাখিল করতে হবে কি?

উত্তরঃ একটানা ১২ মাস যাবৎ পেনশন না নিলে পরবর্তীতে পেনশন নিতে হলে পেনশনার কর্তৃক হিসাবরক্ষণ অফিসে আবেদন দাখিল করতে হবে অথবা স্বশরীরে হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হয়ে লাইফ ভেরিফিকেশন করাতে হবে। তবে বর্তমানে মোবাইল এ্যাপস্ এর মাধ্যমেও লাইফ ভেরিফিকেশন করা যায়।

আরও জানুনঃ স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন কি ?পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কী কী বিশেষ সুবিধা প্রাপ্য হন ? কারা আজীবন পারিবারিক পেনশন পাবেন ?

প্রশ্নঃ  গুরুতর অসুস্থ পেনশনারকে ইএফটি ‘র আওতায় আসতে হলে পেনশনারকে উপস্থিত থাকতে হবে কি?

উত্তরঃ গুরুতর অসুস্থতার ক্ষেত্রে একাউন্টস্ অফিসকে নিশ্চিত হতে হবে যে পেনশনার বেঁচে আছেন। এর আলোকে গুরুতর অসুস্থ পেনশনারকে ইএফটি এর আওতায় আনা যেতে পারে।

প্রশ্নঃ  পেনশন বই হারিয়ে গেলে কী করতে হবে?

উত্তরঃ পেনশন বই হারিয়ে গেলে প্রথমে হারানোর বিষয়টি সম্পর্কে স্থানীয় থানার জিডি করতে হবে। তারপর জিডির সংশ্লিষ্ট একাউন্টস্ অফিসে ডুপ্লিকেট PPO বইয়ের জন্য আবেদন করতে হবে।

প্রশ্নঃ কোন পেনশনার EFT এর আওতায় থাকা অবস্থায় ৬৫ বছর পূর্তি হলে পেনশনারকে কী পেনশন বই নিয়ে হিসাবরক্ষণ অফিসে আসতে হবে?

উত্তরঃ পেনশনার EFT এর আওতাধীন থাকা অবস্থায় ৬৫ বছর পূর্তি হলে পেনশনারকে পেনশন বই নিয়ে হিসাবরক্ষণ অফিসে আসার প্রয়োজন নাই। তবে পেনশনার যদি মনে করেন যে তাঁর প্রাপ্য পেনশন পাচ্ছেন না বা কম পাচ্ছেন, তাহলে মূল পেনশন বই ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে আসবেন।

আরও জানুনঃ সরকারি চাকরিজীবী মারা গেলে পারিবারিক পেনশন কে কে পাবে ও পেনশনের উত্তরাধিকার কে কে ?একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?

প্রশ্নঃ  নতুন পেনশন অথবা আনুতোষিক দেওয়ার ক্ষেত্রে কোন সরকারী কর্মচারী যদি পুর্বে তাঁর স্বামী/স্ত্রীর পারিবারিক পেনশন পেয়ে থাকেন তাহলে কি তার পেনশন আবেদনপত্রে /মঞ্জুরীপত্রে উহা উল্লেখ করতে হবে?

উত্তরঃ নতুন পেনশন অথবা আনুতোষিকের কেইসে সংশ্লিষ্ট কর্মচারী তাঁর স্বামী/স্ত্রীর পারিবারিক পেনশন পাচ্ছেন কিনা তা অবশ্যই আবেদনপত্রে /মঞ্জুীপত্রে উল্লেখ করতে হবে। নতুবা পেনশন প্রদানের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে।

প্রশ্নঃ পেনশনার কর্তৃক EFT ফরম পূরণ করতে গেলে পেনশন বইতে বেসিক পে, নীট পেনশন ও গ্র্যাচুয়িটি উল্লেখ না থাকলে উহা কিভাবে বের করতে হবে?

উত্তরঃ পেনশনার কর্তৃক EFT ফরম পূরণ করতে গেলে পেনশন বইতে বেসিক পে, নীট পেনশন ও গ্র্যাচুয়িটি উল্লেখ না থাকলে পেনশনারের কাছে সংরক্ষিত ডি-হাফ অথবা একাউন্টস্ অফিসে সংরক্ষিত PPO ইস্যু রেজিস্টার হতে তথ্য নিতে হবে।

প্রশ্নঃ ইএফটি হলে পেনশন বহির আর কোন প্রয়োজন আছে কি?

উত্তরঃ পেনশন EFT হলেও পেনশন বহির প্রয়োজন আছে। কারণ যখন কোন পেনশনার EFT এর আওতায় আসেন তখন বিধি মোতাবেক প্রতি ১১ মাসে একবার তাঁকে একাউন্টস্ অফিসে হাজির হয়ে জীবিত থাকার প্রমাণ (Life Verification) দিতে হয়। সে সময় একাউন্টস্ অফিস তার হাজিরার প্রত্যয়ন সংশ্লিষ্ট পেনশন বহিতে এন্ট্রি দিয়ে দিতে পারেন। তবে বর্তমানে মোবাইল এ্যাপস্ ব্যবহার করে Life Verification ব্যবস্থা চালু করা হয়েছে। অধিকন্তু বর্তমানে পেনশনারের ইলেকট্রোনিক পিপিও চালু হয়েছে।

প্রশ্নঃ পেনশন ইএফটি হলে পেনশনারকে কতদিন পর পর একাউন্টস্ অফিসে আসতে হয়?

উত্তরঃ পেনশন ইএফটি হলে পেনশনারকে প্রতি ১১ মাসে একবার স্বশরীরে একাউন্টস্ অফিসে উপস্থিত হতে হয়। একে লাইফ ভেরিফিকেশন বলে। অবশ্য বর্তমানে লাইফ ভেরিফিকেশনের জন্য পেনশনারের মোবাইলে ম্যাসেজ যায়। উক্ত ম্যাসেজ পাবার পরে একাউন্টস্ অফিসের সাথে যোগাযোগ করতে হয়। তবে বর্তমানে মোবাইল এ্যাপস্ ব্যবহার করেও লাইফ ভেরিফিকেশন করা যায়।

আরও জানুনঃ পেনশন আবেদনের সাথে কি কি ফরম, সনদ ও কাগজপত্রাদি দাখিল করা প্রয়োজন ?

প্রশ্নঃ পেনশনের বার্ষিক ইনক্রিমেন্টের জন্য পেনশনারকে কি হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হতে হবে?

উত্তরঃ পেনশনের বার্ষিক ইনক্রিমেন্টের জন্য পেনশনারকে হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে ইনক্রিমেন্ট লাগবে।

রিলেটেড ট্যাগঃ পেনশন বই হারিয়ে গেলে কী করতে হবে ? বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যাগণ পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কি? পেনশনারগণ বাংলা নববর্ষ ভাতা পাবেন কি?

পেনশন বই হারিয়ে গেলে কী করতে হবে ?

আইবাস++ ও সরকারি নিউজের আপডেট জানতে আমাদের গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Exit mobile version