nocomments

Payfixation বা পে ফিক্সেশন কি ? অনলাইন পে ফিক্সেশন বা পে ফিক্সেশনের নিয়ম ?

এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ

  • পে ফিক্সেশন কি ?
  • অনলাইন পে ফিক্সেশন বা পে ফিক্সেশনের নিয়ম ?
  • অনলাইন পে ফিক্সেশন বা পে ফিক্সেশনের প্রয়োজনীয়তা ?

payfixation বা পে ফিক্সেশন কি ?

পে ফিক্সেশন : প্রত্যেক শ্রমিক মাস শেষে যে টাকা পান তাকেই আমরা বেতন বলি। আসলে উহা বেতন তার সাথে ভাতার সমষ্টি। বিভিন্ন শ্রেনীভেদ কর্তনের পর (যথাঃ ভবিষ্য তহবিল, হিতকর তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স ইত্যাদি) যে টাকা হাতে পাওয়া যায় তাহাই নিট বেতন ও ভাতা। কোন গ্রেডের কর্মকর্তা/কর্মচারির বেতন ভাতা কত হবে, তা নির্ধারণ করার উপায়কে পে ফিক্সেশন বা payfixation.


অনলাইন পে ফিক্সেশন বা পে ফিক্সেশনের নিয়ম ?


যখন কোন কারণে বেতন স্কেল বা বেতনের কোন তারতম্য বা পাল্টানো হয় তখনই বেতন নির্ধারণের প্রয়োজন হয়। যেমন-
ক) একটি পদে নিয়োজিত থাকা অবস্থায় বিভাগীয় প্রার্থী পরিমাণে অন্য পদে নিয়োগ গৃহীত হলে।
খ) ছুটির কারণে।
গ) কোন পদে স্থায়ীকরণের সময়।
ঘ) বেতন স্কেলের পরিবর্তন হলে।
ঙ) পদোন্নতির কারণে।
চ) বিভাগীয় শাস্তির কারণে।
ছ) উচ্চতর স্কেল/গ্রেড প্রাপ্তির কারণে।
সরকারি শ্রমিকের পদ বেতন স্কেল নানাবিধ কারণে সংশোধন হতে পারে। আর তখনই বেতন নির্ধারণ তাৎপর্যপূর্ণ হয়।
যেমন-
১. নিয়োজিত পদের বেতন নির্ধারণ ছাড়া বেতন প্রদান করলে পর্যাপ্ত সময় কম বেশি থেকে পারে। যেমন-
ক) দুর্দান্ত ছুটির কারণে।
খ) পূর্ব পদের বেতন সংরক্ষণে পিপি যেখানে প্রয়োগ-যোগ্য ।
গ) বার্ষিক বেতন বর্ধনের/স্থগিতের কারণে।
ঘ) পদ ও বেতন স্কেল অবনমিতির কারণে।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

অনলাইন পে ফিক্সেশন বা পে ফিক্সেশনের প্রয়োজনীয়তা ?

  • বাংলাদেশের ট্রেজারী রুলসের প্রথম খন্ডের ১৫৮ অনুচ্ছেদ অনুযায়ী পঞ্জিকা মাস পূরণ হওয়ার ০১ দিনের মধ্যেই সরকারি কর্মকর্তা/ কর্মচারিদের বেতন প্রদান করার জন্য হয় সেইম রুলসের ১৬০ পরিচ্ছেদ মোতাবেক মাসের প্রথম ৬ দিনই যদি, সরকারী ছুটি থাকে তবেই মাস সম্পন্ন হওয়ার দিনে প্রদেয়। ইদানিংকালে পঞ্জিকা মাসের সমাপ্ত সপ্তাহে কোন উৎসবাদির কারণে অবসর থাকে তাহলে প্রশাসনিক আদেশে অবসর আরম্ভের আগেই বেতন প্রদান করা হয়। তা সত্ত্বেও বেতনাদি প্রদানের আগেই উহা নির্ধারণ করা আবশ্যক। বেতন সঠিক নির্ধারণের উপর প্রশাসনিক শৃংখলা অনেকাংশে নির্ভরশীল। তদুপরি বেতন ঠিক নির্ধারিত হলেও বাড়িভাড়া ভাতা, বাড়ি ভাড়া কর্তন, ইনস্যুরেন্স, অনুগ্রহ তহবিল ইত্যাদির কর্তণের হিসাবও ঠিক হয়।

আরও জানুন:

জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইনে বেতন নির্ধারণ নির্দেশিকা ও অনলাইন বেতন নির্ধারণ সহায়িকা ?

What is the new pay fixation?

New appointment: If you are newly appointed government service then it will be used to fix the salary of the employees. For this reason is needed to the new pay fixation

রিলেটেড ট্যাগ: পে ফিক্সেশন, পে ফিক্সেশনের নিয়ম, পে ফিক্সেশন ২০২০, পে ফিক্সেশন ২০২১, পে ফিক্সেশন বাতিল, পে ফিক্সেশন ২০১৯, পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন, পে ফিক্সেশন বাতিলের নিয়ম, পে ফিক্সেশন ২০১৫, অনলাইন পে ফিক্সেশন, পে ফিক্সেশন কি, পে ফিক্সেশন বাতিলের আবেদন,payfixation

Reply

error: Content is protected !!