Site icon Govt news

প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন ?

প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজীবন পেনশন পেয়ে থাকেন। চাকরিজীবী পুরুষ হলে স্বামী মারা গেলে স্ত্রী আজীবন পেনশন পেয়ে থাকে। স্ত্রী চাকরিজীবী হলে তার স্বামী আজীবন পেনশন পেয়ে থাকে। আমি ভাই স্ত্রী মারা গেলে প্রতিবন্ধী সন্তান আজীবন পারিবারিক পেনশন পেয়ে থাকে আজকের পর্বে আমরা প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন বিষয়টি আলোচনা করব।

পারিবারিক পেনশন বিধিমালা ?

আরও জানুনঃ আপেল সিডার ভিনেগার ? আপেল সিডার ভিনেগার এর উপকারিতা ? ডায়াবেটিসে আপেল সিডার ভিনেগার ?

প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন ?

আরও জানুনঃ মেয়েদের ডিম্বাণু কি ? আপনার মাসিকের কত দিন পরে আপনি গর্ভবতী থেকে পারেন ? ৫০ বছর বয়সে কি গর্ভবতী হওয়া যায় ?

নিখোঁজ পেনশনারের পেনশন করার উপায় ?

কোন নিখোঁজ পেনশনারকে আদালত কর্তৃক সিভিল ডেথ ঘোষনা করা না হলে পারিবারিক পেনশন মঞ্জুর করা যাবে না। (নং-অম/অবি/বিধি- ১/বিবিধ-২/৯৪/১১৭ তারিখ : ১৪-৬-২০০০ ইং)

স্ত্রীর পেনশন কি স্বামী পাবে?

বিধবা স্ত্রী বা প্রতিবন্ধী সন্তান যারা আজীবন পেনশন প্রাপ্তির জন্য আবেদন করেননি তারা প্রয়োজনীয় কাগজ পত্রাদি সর্বশেষ নিয়ন্ত্রনকারী প্রশাসনিক কর্তৃপক্ষের প্রত্যয়নসহ এখনও হিসাব রক্ষন অফিসে দাখিল করতে পারবেন । (অম/অবি/বিধি-১/৩পি-৩ /২০০৫/৩৭৬ তারিখ ঃ ১৩-১১-০৭ খ্রিঃ) পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন মঞ্জুরীর জন্য মঞ্জুরকারী কর্তৃপক্ষ যে সকল তথ্যের ভিত্তিতে পেনশন মঞ্জুর করেন, সে সকল তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সিএও/ডিএও/টিএও গণ বিধি মোতাবেক পারিবারিক পেনশন বরাদ্দ করতে পারবেন । (নং-অম/অবি/প্রবিধি-১/৩পি- ২০/৯৫/০৬ তারিখ ঃ ১৫-১-৯৭ ইং)

আরও জানুনঃ ই-পাসপোর্ট করার নিয়ম ? ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩ ?

উত্তরাধিকারী মনোনয়নের ক্ষেত্রে মৃত পেনশনারের স্ত্রী/স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই এই মর্মে স্থানীয় পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড কমিশনারের সার্টিফিকেটের ভিত্তিতে সর্বশেষ নিয়ন্ত্রনকারী কর্মকর্তার প্রদত্ত সার্টিফিকেট গ্রহনযোগ্য হবে । কোর্ট হতে সাকসেশন সার্টিফিকেট প্রদানের বাধ্যবাধকতা থাকবে না । (অনু ঃ ৩.০১, পেনশন সহজীকরন আদেশ/২০০১)

রিলেটেড ট্যাগঃ প্রতিবন্ধী সন্তানের পারিবারিক পেনশন ? অক্ষমতাজনিত পেনশন

Exit mobile version