এই পোস্ট থেকে নিম্ন বর্ণিত বিষয়সমূহ জানা যাবেঃ
- বাংলাদেশের সংবিধান কয়টি পার্ট রয়েছে?
- বাংলাদেশের সংবিধান কি
- বাংলাদেশের সংবিধান কয়টি অনুচ্ছেদ রয়েছে?
- বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল বা সিডিউল আছে ?
- বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে বাংলাদেশের ?
- বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি অনুচ্ছেদ রয়েছে?
- বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার কয়টি ?
- সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান pdf কপি ডাউনলোড করা যাবে?
বাংলাদেশ সংবিধানে ১১টি পার্ট, অনুচ্ছেদ রয়েছে ১৫৩টি এবং শিডিউল আছে ৭টি।
- ১ম ভাগে রয়েছে প্রজাতন্ত্র (The Republic) অনুচ্ছেদ রয়েছে ১ থেকে ৭(খ) পর্যন্ত মোট ৯টি ।
- ২য় ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি (Fundamental Principles of State policy) অনুচ্ছেদ রয়েছে ৮ থেকে ২৫ পর্যন্ত মোট ১৭টি।
- ৩য় ভাগে রয়েছে মৌলিক অধিকার (Fundamental Right) অনুচ্ছেদ রয়েছে ২৬ থেকে ৪৭ (ক) পর্যন্ত মোট ২২টি।
- ৪র্থ ভাগে রয়েছে নির্বাহী (The Executive) অনুচ্ছেদ রয়েছে ৪৮ থেকে ৬৪ পর্যন্ত মোট ১৬টি।
- ৫ম ভাগে রয়েছে আইন সভা (The Legislature) অনুচ্ছেদ রয়েছে ৬৫ থেকে ৯৩ পর্যন্ত মোট ২৮টি।
- ৬ষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ (The Judiciary) অনুচ্ছেদ রয়েছে ৯৪ থেকে ১১৭ পর্যন্ত মোট ২৩টি।
- ৭ম ভাগে রয়েছে নির্বাচন (Elections) অনুচ্ছেদ রয়েছে ১১৮ থেকে ১২৬ পর্যন্ত মোট ৮ টি।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ সংগ্রহ করে নিতে পারেন।
- ৮ম ভাগে রয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (The comptroller and Auditor General) অনুচ্ছেদ রয়েছে ১২৭ থেকে ১৩২ পর্যন্ত মোট ৫টি।
- ৯ম ভাগে রয়েছে বাংলাদেশের কর্মবিভাগ (The Service Of Bangladesh) অনুচ্ছেদ রয়েছে ১৩৩ থেকে ১৪১ পর্যন্ত মোট ৮টি।
- ৯ম-ক- ভাগে রয়েছে জরুরী বিধানাবলী ( Emergency Provisions) অনুচ্ছেদ রয়েছে ১৪১ ক থেকে ১৪১ গ পর্যন্ত মোট ৩টি।
- ১০ম ভাগে রয়েছে সংবিধান-সংশোধন (Amendment of The Constitution)রয়েছে একমাত্র অনুচ্ছেদ ১৪২ মোট ১টি।
- একাদশ ভাগে রয়েছে বিবিধ (Miscellaneous) অনুচ্ছেদ রয়েছে ১৪৩ থেকে ১৫৩ পর্যন্ত মোট ১০টি।
আরও দেখুনঃ সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২২
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে বাংলাদেশের ?
উত্তরঃবাংলাদেশের সংবিধানের কোন ৩য় ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি অনুচ্ছেদ রয়েছে?
উত্তরঃ বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের মোট ২২ আর্টিকেল আছে
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার কয়টি ?
উত্তরঃ বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার ২২টি ।
সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান pdf কপি ডাউনলোড করে নিতে পারেন।
রিলেটেড ট্যাগঃ বাংলাদেশের সংবিধান কি, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে, বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে ,বাংলাদেশের সংবিধান মূলত কত খন্ডে বিভক্ত,বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার কয়টি,সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান pdf
আমি বাংলাদেশ সরকারের অডিট এন্ড একাউন্টস বিভাগের একজন কর্মচারি। প্রায় এক যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে থাকি। তারপরও যে কোন ভুল ত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।