Admin

বিসিএস ক্যাডারের বেতন কত ২০২৪ ? বিসিএস ক্যাডার গুলো কি কি ? ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে ?

এই পোস্ট থেকে নিম্নবর্ণিত বিষয় জানা যাবে;

  • বিসিএস ক্যাডারের বেতন কত ২০২৪ ?
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ?
  • বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স ?
  • বিসিএস ক্যাডার গুলো প্রধানত কি কি ?
  • শিক্ষা ক্যাডার কত গ্রেড ?
  • ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে ?
  • বিসিএস ক্যাডার গুলো কি কি ?

বিসিএস পরীক্ষার যোগ্যতা কি ?

বিসিএস পরীক্ষায় আবেদন করার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসের পর চার বছরের অনার্স পাস করতে হবে অথবা আপনি যদি তিন বছরের পাস কোর্সে সম্পন্ন করেন তাহলে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে। আর একের অধিক তৃতীয় শ্রেণি থাকলে বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন না।

আরও জানুনঃ ইউএনও এর বেতন কত ? উপজেলা নির্বাহী অফিসারের পদমর্যাদা বা উপজেলা নির্বাহী অফিসার গ্রেড কত ? উপজেলা নির্বাহী অফিসার কিভাবে হওয়া যায় ?

বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স ?

বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স হলো ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

একজন বিসিএস ক্যাডার এর বেতন কত ২০২৪ ?

এডমিন-ক্যাডারের-বেতন-কত ?

একজন বিসিএস ক্যাডার চাকরির শুরুতে ৯ম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হয়।  ৯ম গ্রেডের বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।  চাকরিতে প্রবেশের সময়ে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেয়ে মুল বেতন দাঁড়ায় ২৩,১০০/- টাকা ।

বিসিএস ক্যাডারের ৯ম গ্রেডের বেতনঃ

  • অর্থনৈতিক কোড-৩১১১৩০১ মুল বেতনঃ ২৩,১০০ /- টাকা 
  • অর্থনৈতিক কোড-৩১১১৩১০ বাড়িভাড়া ভাতাঃ ১৩,৮৬০/- টাকা  
  • ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ৬০% ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট,  বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ৫০% এবং অন্যান্য স্থানের জন্য ৪৫% 
  • অর্থনৈতিক কোড-৩১১১৩১১ মেডিকেল ভাতাঃ ১৫০০/- টাকা
  • অর্থনৈতিক কোড – 3111306 শিক্ষা ভাতা= ১০০০/- টাকা ( দুই সন্তানের জন্য।

আরও জানুনঃ শুক্রাণু কি ? পুরুষের বন্ধ্যাত্বের লক্ষণ এবং পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায় ? শুক্রাণু বৃদ্ধির উপায় বা বীর্যে শুক্রাণু বৃদ্ধির খাবার ?

মোট বেতন ভাতাদি= (২৩,১০০+১৩,৮৬০+১৫০০)=৩৮,৪৬০/- টাকা।

বিসিএস ক্যাডার গুলো কি কি ?

বিসিএস ক্যাডার প্রধানত দুই প্রকার।

জেনারেল (এডমিন, পররাষ্ট্র —-) এবং টেকনিক্যাল ( শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, —–)। জেনারেল ক্যাডারে  যে কোন বিষয় থেকে পরীক্ষা দিয়ে চাকুরি পেতে পারেন, তবে টেকনিকাল ক্যাডারে চাকুরি হতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

শিক্ষা ক্যাডার কত গ্রেড ?

শিক্ষা ক্যাডারের প্রারম্ভিক গ্রেড নবম গ্রেড ।

ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে ?

ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে

ম্যাজিস্ট্রেট যদি জুডিশিয়ারী বিভাগের হয়, তাহলে বেতন স্কেল শুরুতে ৬ষ্ঠ গ্রেডে প্রারম্ভিক ধাপে মুল বেতন ৩৫,৫০০/- টাকা। (ব্যাসিক ৩০,৯৩৫ টাকা)। বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার (প্রশাসন) হিসেবে চাকরিতে যোগদান করলে, তার বেতন স্কেল শুরুতে ৯ম গ্রেডে মুল বেতন হবে ২২,০০০/- টাকা।

আরও জানুনঃ স্বামীর বা স্ত্রীর মৃত্যুর পর পেনশন জন্য আবেদন করার উপায় ? মৃত ব্যক্তির পেনশন কে  পাবে ?স্বামীর মৃত্যুর পর পেনশন কে পাবে?

বিসিএস ক্যাডার গুলো কি কি ?

বিসিএস-এর ২৬টি ক্যাডারের নাম (ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে)

১.বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) – সাধারণ ক্যাডার

২.বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) -কারিগরি/পেশাগত ক্যাডার

৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) – সাধারণ ক্যাডার

৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব) – সাধারণ ক্যাডার

৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়) – সাধারণ ক্যাডার

৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি) -সাধারণ ক্যাডার

৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) – সাধারণ ক্যাডার

৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) – কারিগরি/পেশাগত ক্যাডার

গুগল নিউজ হতে আপডেট নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য) – সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

১০.বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) – সাধারণ ক্যাডার

১১.বাংলাদেশ সিভিল সার্ভিস (বন) – কারিগরি/পেশাগত ক্যাডার

১২.বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) – কারিগরি/পেশাগত ক্যাডার

১৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) – কারিগরি/পেশাগত ক্যাডার

১৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য) – সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

১৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ) – সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

আরও জানুনঃ অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার উপায় ২০২৪ এবং জিপিএফ হিসাবের স্লিপ বের করার উপায় ?

১৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) – সাধারণ ক্যাডার

১৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক) – সাধারণ ক্যাডার

১৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল) – কারিগরি/পেশাগত ক্যাডার

১৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত) – কারিগরি/পেশাগত ক্যাডার

২০.বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল) – কারিগরি/পেশাগত ক্যাডার

২১.বাংলাদেশ সিভিল সার্ভিস – (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)

২২.বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ) – কারিগরি/পেশাগত ক্যাডার

২৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান) – কারিগরি/পেশাগত ক্যাডার

২৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) – সাধারণ ক্যাডার

২৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা) – কারিগরি/পেশাগত ক্যাডার

২৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য) – সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

রিলেটেড ট্যাগঃ বিসিএস পরীক্ষার যোগ্যতা কি, বিসিএস পরীক্ষার যোগ্যতা বয়স, এডমিন ক্যাডারের বেতন কত, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বেতন স্কেল, বিসিএস ক্যাডার এর বেতন কত? বিসিএস ক্যাডার গুলো কি কি? ম্যাজিস্ট্রেট এর বেতন কত বাংলাদেশে ?বিসিএস ক্যাডারের বেতন কত ?

admin

Recent Posts

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

1 week ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

3 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

4 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago