Site icon Govt news

লটকন কি ? লটকনের উপকারিতা ? গর্ভাবস্থায় লটকন খাওয়ার উপকারিতা

লটকনের উপকারিতা

লটকন কি ?

লটকন: এক ধরনের দেশীয় ফল হলো লটকন এবং এই ফলটি প্রচুর পুষ্ঠি এবং ঔষধিগুন সম্পন্ন।

গর্ভাবস্থায় লটকন খাওয়ার উপকারিতা

পারিবারিক-পেনশন-ফরম-২-২ ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।


লটকনের পুষ্টিগুণ ?

জানলে অবাক হবেন, লটকন খেলে বিভিন্ন রোগ থেকে নিস্তার পাবেন। সেইসঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্তে হিমোগ্লোবিনের পারমাণও বাড়বে।

বর্ষার ফল লটকনে ছেয়ে গেছে বাজার। টক-মিষ্টি ও রসালো ফলটি খেতে যেমন মুখরোচক, তেমনি এর উপকারিতাও অনেক। ১০০ গ্রাম লটকনে পাওয়া যায় ৯২ কিলোক্যালরি খাদ্যশক্তি। সেইম পরিমাণ লটকনে ভিটামিন সি আছে ১৭৮ মিলিগ্রাম, শর্করা ১৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ১৭৭ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৬৯ মিলিগ্রাম, ভিটামিন বি-১ ১৪.০৪ মিলিগ্রাম তার সাথে ভিটামিন বি-২ শূন্য দশমিক ২০ মিলিগ্রাম। জেনে নিন দেশি এই ফলটি কীভাবে আপনাকে সুস্থ থাকতে সহযোগিতা করবে।
লটকনের রয়েছে প্রচুর উপকারিতা।

Read More: Jackfruit Seeds Benefits & jackfruit seeds Precautions and Side Effects ?

লটকন ইংরেজি কি ?

লটকন এর ইংরেজি Burmese Grape .

লটকনের উপকারিতা ?

লটকন পাওয়া যাবে বর্ষাকালজুড়েই।

আরও জানুনঃ ডায়াবেটিস কি ? ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায় বা ডায়াবেটিস কমানোর উপায় ?

আরও জানুনঃ ভিটামিন ডি কি ? ভিটামিন ডি এর উপকারিতা ? ভিটামিন ডি এর অভাবে কি কি হয় ?

গর্ভাবস্থায় লটকন এর উপকারিতা ?

লটকনের উপকারিতা:

আরও জানুনঃ গর্ভবতী মায়ের যত্ন কি কি এবং গর্ভবতী মায়ের প্রথম তিন মাসের সতর্কতা ? গর্ভবতী মায়ের কি কি চেকআপ করা দরকার

আরও জানুনঃ গর্ভাবস্থায় যে সব ভিটামিন খাওয়া যাবে না এবং কোন ভিটামিন খাওয়া যাবে ?

আরও জানুনঃ ইউরিক অ্যাসিড বেশী থাকলে আমে খাওয়ার অপকারিতা কি ? আম খেলে কি ইউরিক এসিড বেশি হয় ?

গর্ভাবস্থায় লটকন এর অপকারিতা ?

লটকনের নানা গুণ থাকার পরও একসঙ্গে বেশি লটকন না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা,তারা বলেছেন, একসঙ্গে বেশি লটকন খেলে ক্ষুধা মন্দা হতে পারে এটা গর্ভাবস্থার জন্য খুবই মারাত্মক

রিলেটেড ট্যাগঃ লটকনের উপকারিতা ?, লটকন কি ? লটকনের উপকারিতা ?, লটকন গর্ভাবস্থায় লটকন এর উপকারিতা ?,গর্ভাবস্থায় লটকন এর অপকারিতা ? গর্ভাবস্থায় লটকন এর উপকারিতা ?

Exit mobile version