Site icon Govt news

শ্রান্তি বিনোদন ছুটি কি ? কখন শ্রান্তি বিনোদন ছুটির জন্য কোন সময় আবেদন করবেন ?

অবকাশ বিভাগের কর্মকর্তা/কর্মচারিদের শ্রান্তি বিনোদন ছুটির নিয়ম ?

পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ

শ্রান্তি বিনোদন ছুটি কি ?

সরকারী কর্মকর্তা/কর্মচারীগণ তিন বছর পরপর এক মাসের মুলবেতনসহ এক মাসের ছুটি পেয়ে থাকে, যাকে শ্রান্তি বিনোদন ছুটি বলা হয়।

শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা ২০২৩

শ্রান্তি ও বিনোদন ছুটিঃ

শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

শ্রান্তি বিনোদন ছুটি ভোগের নিয়ম বা শ্রান্তি বিনোদন ছুটি এবং ভাতা কি একই সঙ্গে ভোগ করতে হবে ?

কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

আরও জানুনঃ প্রবাস, সুরক্ষা, প্রগতি ও সমতা স্কিম এ সার্বজনীন পেনশনের কত টাকা কত বছর চাঁদা প্রদান করলে কত টাকা পেনশন পাওয়া যাবে ?

অবকাশ বিভাগের কর্মকর্তা/কর্মচারিদের শ্রান্তি বিনোদন ছুটির নিয়ম ?

অবকাশ বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে ১৫ দিনের কম নয় এরুপ অবকাশ কালীন সময়কে শ্রান্তিবিনোদন ছুটি হিসাবে গণ্য করা যাবে। [S.R.O NO. 61-L/79-MF/R-II/L-1/78-71 Dated: 17-3-1979] * অবকাশ কালে গৃহিত শ্রান্তি বিনোদন ছুটি ছুটির হিসাব হতে ডেবিট হবে না । (সিজিএ) অভিযোগ সেল/অধ্যক্ষ/ রামগড় /৫৬ / ৭৫০ তারিখঃ ১৭-৭-২০০০ ইং।)

আরও জানুনঃ অক্ষমতাজনিত অবসরের পর পুনরায় নিয়োগ করা যায় ? স্বেচ্ছায় অবসরে যাওয়ার নিয়ম ?

* জনস্বার্থে কোন সরকারী কর্মচারীর আবেদনের তারিখ হতে ভাতাসহ শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করা সম্ভব না হলে পরবর্তীতে যখনই তিনি ছুটিতে যাবেন তখনই এই ভাতা প্রাপ্য হবেন। [S.R.O NO. 61- L/79-MF/R-II/L-1/78-71 Dated: 17-3-1979]

শ্রান্তি ও বিনোদন ভাতার জন্য আবেদন কখন করতে হবে ?

আরও জানুনঃ গর্ভাবস্থায় টিকা দেওয়ার নিয়ম এবং গর্ভকালীন সময়ে কোন টিকা নিতে হয় ?

শ্রান্তি বিনোদন ভাতা কোড কত ?

শ্রান্তি বিনোদন ভাতা কোড হলোঃ ৩১১১৩২৮

শ্রান্তি বিনোদন ভাতার আদেশ : ডাউনলোড

রিলেটেড ট্যাগঃশ্রান্তি বিনোদন ছুটি, কত দিনের মধ্যে শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করতে হবে?, শ্রান্তি বিনোদন ছুটি ভোগের নিয়ম, শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা, শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন, শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ৪০, শ্রান্তি বিনোদন ভাতা সংক্রান্ত পরিপত্র,শ্রান্তি ও বিনোদন ছুটি বিধিমালা,শ্রান্তি ও বিনোদন ভাতা,শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদান সংক্রান্ত

Exit mobile version