সরকারি নিউজ

শ্রান্তি বিনোদন ছুটি কি ? কখন শ্রান্তি বিনোদন ছুটির জন্য কোন সময় আবেদন করবেন ?

শ্রান্তি বিনোদন ছুটি কি ? কখন শ্রান্তি বিনোদন ছুটির জন্য কোন সময় আবেদন করবেন ? কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

শ্রান্তি বিনোদন ছুটি কি ?

সরকারী কর্মকর্তা/কর্মচারীগণ তিন বছর পরপর এক মাসের মুলবেতনসহ এক মাসের ছুটি পেয়ে থাকে, যাকে শ্রান্তি বিনোদন ছুটি বলা হয়।

শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা ২০২৩

শ্রান্তি ও বিনোদন ছুটিঃ

  • গেজেটেড ও নন-গেজেটেড সকল সরকারী কর্মচারী প্রতি ৩ বৎসর পর পর শ্রান্তি বিনোদন ছুটি ও এক মাসের মূল বেতনের সমান বিনোদন ভাতা প্রাপ্য হবেন। [S.R.O NO.61-L/79-MF / R-II/L-1/78-71 Dated : 17-3-70]
  • কোন কর্মচারী যে মাসে চিত্ত বিনোদন ছুটিতে যাবেন সে মাসে প্রাপ্য মূল বেতনের সমান বিনোদন ভাতা প্রাপ্য হবেন । [অম(অবি)/প্রবি-২/ছুটি- ৬/৮৬/২৮ তারিখঃ ২০-৩-১৯৮৯ইং]
  • শ্রান্তি ও বিনোদন ছুটি গ্রহন করা না হলে বিনোদন ভাতা প্রাপ্য হবেন না । [এম,এফ (আর-২)এন ১/৭৮(অংশ)/৫৯ তারিখঃ ৮-৯-১৯৭৯ইং]
  • এল পি আর ভোগরত কর্মচারীগণ বিনোদন ভাতা প্রাপ্য হবেন না । [এম,এফ(আর-২)এল-১/৭৮(অংশ)/৫৯ তারিখঃ ৮-৯-১৯৭৯ইং]

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

শ্রান্তি বিনোদন ছুটি ভোগের নিয়ম বা শ্রান্তি বিনোদন ছুটি এবং ভাতা কি একই সঙ্গে ভোগ করতে হবে ?

  • বিনোদন ভাতা প্রদানের মূল শর্ত হল যুগপৎ ভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরী ও ছুটি গ্রহন । সুতরাং ভূতাপেক্ষভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরী ও ভাতা প্রদানের সুযোগ নেই । (নং অম/অবি/প্রবিধি-৩/ছুটি-১/২০০২- ১০২ তারিখঃ ২৯-১২-২০০৫ ইং)

কোন কোন কর্মকর্তা/কর্মচারি rest and recreation leave প্রাপ্য হবেন না ?

  • কার্যভিত্তিক
  • চুক্তিভিত্তিক
  • প্রকল্পে ও কন্টিনজেন্সি খাতে নিয়োজিত কর্মচারীগণ  । [S.R.O NO. 61-L/79-MF/R-II/L-1/78-71 Dated: 17-3-1979]

আরও জানুনঃ প্রবাস, সুরক্ষা, প্রগতি ও সমতা স্কিম এ সার্বজনীন পেনশনের কত টাকা কত বছর চাঁদা প্রদান করলে কত টাকা পেনশন পাওয়া যাবে ?

অবকাশ বিভাগের কর্মকর্তা/কর্মচারিদের শ্রান্তি বিনোদন ছুটির নিয়ম ?

অবকাশ বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে ১৫ দিনের কম নয় এরুপ অবকাশ কালীন সময়কে শ্রান্তিবিনোদন ছুটি হিসাবে গণ্য করা যাবে। [S.R.O NO. 61-L/79-MF/R-II/L-1/78-71 Dated: 17-3-1979] * অবকাশ কালে গৃহিত শ্রান্তি বিনোদন ছুটি ছুটির হিসাব হতে ডেবিট হবে না । (সিজিএ) অভিযোগ সেল/অধ্যক্ষ/ রামগড় /৫৬ / ৭৫০ তারিখঃ ১৭-৭-২০০০ ইং।)

আরও জানুনঃ অক্ষমতাজনিত অবসরের পর পুনরায় নিয়োগ করা যায় ? স্বেচ্ছায় অবসরে যাওয়ার নিয়ম ?

* জনস্বার্থে কোন সরকারী কর্মচারীর আবেদনের তারিখ হতে ভাতাসহ শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করা সম্ভব না হলে পরবর্তীতে যখনই তিনি ছুটিতে যাবেন তখনই এই ভাতা প্রাপ্য হবেন। [S.R.O NO. 61- L/79-MF/R-II/L-1/78-71 Dated: 17-3-1979]

শ্রান্তি ও বিনোদন ভাতার জন্য আবেদন কখন করতে হবে ?

* যদি কোন সরকারী কর্মচারী যথাসময়ে শ্রান্তিবিনোদন ছুটির জন্য আবেদন না করেন, তবে আবেদনের তারিখ হতে ৩ বছর পর পরবর্তী চিত্ত বিনোদন ছুটি ও ভাতা প্রাপ্য হবেন। [S.R.O NO. 61-L/79- MF/R-II/L-1/78-71 Dated : 17-3-1979]

আরও জানুনঃ গর্ভাবস্থায় টিকা দেওয়ার নিয়ম এবং গর্ভকালীন সময়ে কোন টিকা নিতে হয় ?

ছুটির প্রাপ্যতা সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হতে পরবর্তী ৩ বছর হিসাব করতে হবে ।[অম(অবি)/প্রবি-২/ ছুটি- ৬/৮৬/২৮ তারিখঃ ২০- ৩-৮৯ইং) ]

* শ্রান্তি বিনোদন ছুটির পরিমান ১৫ দিনের কম হলে বিনোদন ভাতা প্রাপ্য হবেন না। [এম,এফ(আর-২)এল-১/৭৮(অংশ)/৫৯ তারিখঃ ৮-৯- ৭৯ইং]

শ্রান্তি বিনোদন ভাতা কোড কত ?

শ্রান্তি বিনোদন ভাতা কোড হলোঃ ৩১১১৩২৮

রিলেটেড ট্যাগঃশ্রান্তি বিনোদন ছুটি, কত দিনের মধ্যে শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করতে হবে?, শ্রান্তি বিনোদন ছুটি ভোগের নিয়ম, শ্রান্তি বিনোদন ভাতা নীতিমালা, শ্রান্তি বিনোদন ভাতার জন্য আবেদন, শ্রান্তি বিনোদন ছুটির আবেদন ফরম ৪০, শ্রান্তি বিনোদন ভাতা সংক্রান্ত পরিপত্র,শ্রান্তি ও বিনোদন ছুটি বিধিমালা,শ্রান্তি ও বিনোদন ভাতা,শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদান সংক্রান্ত

admin

Recent Posts

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

2 weeks ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

4 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

1 month ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

2 months ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago