স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন কি
এই পোস্ট থেকে নিম্ন লিখিত বিষয়সমূহ জানা যাবে :
উত্তরঃ নিম্নোক্ত তিন ধরণের উত্তরাধিকারী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেনঃ
১) মৃত বেসামরিক কর্মচারীর বিধবা স্ত্রী/ স্ত্রীগণ পুনঃবিবাহ না করলে;
(২) মৃত মহিলা বেসামরিক কর্মচারীর বিপত্নীক স্বামী পুনঃবিবাহ না করলে;
(৩) সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান দৈহিক বা মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন ও উপার্জনে অক্ষম হলে।
উত্তরঃ
(১) ৬৫ বছরের ঊর্ধ্ব পেনশনভোগীগণ ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণ চিকিৎসাভাতা মাসিক ২৫০০/- টাকা হারে প্রাপ্য।
(২) এছাড়াও ০১.০৭.২০১৫ তারিখে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সময় তাঁরা ৫০% পেনশন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হয়েছেন।
সূত্রঃ জাতীয় বেতন স্কেল,২০১৫ এর অনুচ্ছেদ ১৫(২) এবং অর্থ বিভাগের স্মারক নং অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00,0000.171.13.006.15-৮১ তারিখঃ ১৪.১০.২০১৫খ্রিঃ এর অনুচ্ছেদ (খ)।
উত্তরঃ মৃত মহিলা বেসামরিক কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে বিপত্নীক স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার পারিবারিক পেনশন বন্ধ হয়ে যাবে।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.003.18-138 তারিখঃ ১৪.১১.২০১৮ খ্রিঃ।
উত্তরঃ
পারিবারিক পেনশন ভোগরত অবস্থায় বিধবা স্ত্রী পুনঃবিবাহ বন্ধনে আবন্ধ হলে তার পারিবারিক পেনশন বন্ধ হয়ে যাবে। অনুরুপভারে পারিবারিক পেনশন ভোগরত অবস্থায় বিপত্নীক স্বামী পুনঃবিবাহ বন্ধনে আবদ্ধ হলে তারও পারিবারিক পেনশন বন্ধ হয়ে যাবে।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নম্বর অম/অবি/বিধি-১/৩পি-১/৯৭/১১৫ তারিখঃ ০১.০৯.২০০৩খ্রিঃ 07.00.0000.171.13.003.18-138 তারিখঃ 14.11.2০১৮ খ্রিঃ ।
উত্তরঃ পেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তাঁর ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং 07.00.0000.171.13.০০৯.১৮-৩৫ তারিখঃ ০৪.০৩.২০২১খ্রিঃ।
উত্তরঃ মৃত বেসামরিক সরকারি কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ ছাড়া অন্য কোন বৈধ ওয়ারিশ না থাকলে তার/তাদের অনুকূলে পেনশন/ আনুতোষিকের টাকা প্রদান করা যাবে। তবে, পেনশনারের অবসর গ্রহণের তারিখ হতে মোট ১৫ বছর মেয়াদকাল পূর্তির কোন সময়কাল অবশিষ্ট থাকলে শুধুমাত্র উক্ত সময়কাল পূর্তি পর্যন্ত তিনি/তারা পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নং অম/অবি/বিধি-১/৩পি-১৫/৯৯/৪০ তারিখঃ ১৫/০৪/২০০৩খ্রিঃ এবং সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪ ।
উত্তরঃ সরকারি, আধা-সরকারি, রাষ্ট্রায়ত্ব ব্যাংক, অর্থলগ্নী প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা এবং সামরিক বাহিনীর কর্মচারীর অবসরে যাওয়ার মাসে উৎসব অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট কর্মচারী পূর্ববর্তী মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসবভাতা হিসেবে প্রাপ্য হবেন।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের স্মারক নং অম/অবি/বিধি-১/চাঃবিঃ-৬/২০০৪/১৮৪ তারিখঃ ০৬.১১.২০০৪খ্রিঃ।
উত্তরঃ (১) স্ত্রী না থাকলে পারিবারিক পেনশনের ক্ষেত্রে পুত্র সন্তানের সর্বোচ্চ বয়সসীমা হবে ২৫ বছর।
(২) তৎকালীন অর্থ ও রাজস্ব বিভাগের ১৬.০৪.১৯৫৯খ্রিঃ তারিখের স্মারক নং ২৫৬৬(৪০)-এফ-এর অনুচ্ছেদ ৫(২)(এ)(i) মোতাবেক পারিবারিক পেনশন গ্রহণের জন্য কোন যোগ্য ব্যক্তি না থাকলে অনুচ্ছেদ ৫(২)(এ)(ii) এর অনুসরনে ২৫ বছরের অধিক বয়স্ক জীবিত জ্যেষ্ঠপুত্র পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে, পেনশনারের অবসর গ্রহণের তারিখ হতে মোট ১৫ বছর মেয়াদকালে পূর্তির কোন সময়কাল অবশিষ্ট থাকলে উক্ত সময়কাল পূর্তি পর্যন্ত তিনি পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।
সূত্রঃ সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪।
উত্তরঃ মোট পেনশনের পরিমাণ ১৬ আনা। স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্য সংখ্যা ৪ (চার) জন হলে মোট পেনশন সমান হারে চারজনের মধ্যে ভাগ করে দিতে হবে। এখানে ২ স্ত্রীসহ পরিবারের মোট সদস্য সংখ্যা ৪(চার) জনের অধিক হওয়ায় ২ জন স্ত্রীর প্রত্যেকে ৪ আনা করে ৮ আনা পাবেন। অবশিষ্ট ৮ আনা দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সমহারে বন্টিত হবে। অর্থাৎ প্রথম স্ত্রী পাবেন ৪ আনা, আর দ্বিতীয় স্ত্রী সন্তানদের অংশসহ ১২ (৪+৮) আনা পেনশন পাবেন।
সূত্রঃ অর্থ এবং রাজস্ব বিভাগের স্মারক নং ২৫৬৬(৪০)-এফ তারিখঃ ১৬.০৪.১৯৫৯খ্রিঃ এর অনুচ্ছেদ 5(2)(i)
উত্তরঃ ৬৫ বছর পূর্তিতে প্রাপ্য সুবিধার ফিক্সেশন (নীট পেনশন ১০% বৃদ্ধি + চিকিৎসাভাতা মাসিক ২৫০০ টাকা নির্ধারণ) স্বয়ংক্রিয়ভাবে আইবাস++ সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এজন্য পেনশনারকে হিসাবরক্ষণ অফিসে উপস্থিত হতে হবে না।
সূত্রঃ অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগের স্মারক নং 07.00.0000.171.13.002.13-60 তারিখঃ ৩০.০৫.২০১৯খ্রিঃ।
উত্তরঃ ১লা জুলাই ২০১৭খ্রিঃ তারিখ হতে। এ ইনক্রিমেন্ট আইবাস++ সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়।
সূত্রঃ অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রজ্ঞাপন নম্বর 07.00.0000.171.13.005.16-06 তারিখঃ ০৯.০১.২০১৭খ্রিঃ।
গুগল নিউজ হতে আপডেট ” নিউজ সংগ্রহ করে নিতে পারেন।
উত্তরঃ প্রাপ্য হবেন না।
রিলেটেড ট্যাগঃ ৬৫ বছর পূর্ততে অবসরভোগীরা ৫০ ভাগ পেনশন, ৬৫ বছর পেনশন, অবসর ভাতা বৃদ্ধি, Ibas ++- 2015 পেনশনার ৬৫ বৎসর উর্ধে ,সরকারি চাকরিজীবী মারা গেলে পেনশন, স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন, স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন পাবেন কি ?
শিক্ষা ভাতা কি ? সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ তাদের সন্তানদের লেখা পড়ার জন্য ভাতা প্রদান করে তাকে…
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয় সমূহ জানা যাবে; আইবাস++ এ পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন…
এই পোস্ট থেকে নিম্নলিখিত বিষয়সমূহ জানা যাবেঃ পে ফিক্সেশন কি ? অনলাইন পে ফিক্সেশন বা…
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনলাইনে বেতন নির্ধারণ নির্দেশিকা ও অনলাইন বেতন নির্ধারণ সহায়িকা ?…
নতুন পেস্কেল ২০২৩ ও ৯ম বেতন কমিশন ২০২৩ অষ্টম জাতীয় পে কমিশনের পর্যাপ্ত অসংগতি তার…
বেসরকারী ইন্টারমিডিয়েট কলেজ শিক্ষকদের ছুটি বিধি (১) ছুটি : কলেজে দু'বছর এক নাগাড়ে চাকুরি না…