সরকারি নিউজ

২০২৩-২০২৪ অর্থ বছরে ৯ম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ ১১ দফা দাবি সরকারি কর্মচারীদের ?

৯ম পে স্কেল :২০২৩-২০২৪ অর্থ বছরে ৯ম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ ১১ দফা দাবি সরকারি কর্মচারীদের ?

গত ১২/০৫/২০২৩ খ্রিঃ তারিখে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সরকারি উন্নয়ন  পরিষদ আয়োজিত খবর সম্মেলনে এসব ২০২৩-২০২৪ অর্থ বছরে ৯ম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সহ ১১ দফা দাবি জানিয়েছেন  সরকারি কর্মচারিরা।

সরকারি কর্মচারিদের দাবিগুলো হচ্ছে নিম্নরুপঃ

  • অতিদ্রুত পে কমিশন গঠন করতে হবে ৯ম পে স্কেল ঘোষণা করার জন্য।
  • বেতন বৈষম্য দূর করতে হবে ৯ম পে স্কেলের মাধ্যমে।
  • দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও জীবনযাত্রার ব্যয়ের সংঙ্গে সামঞ্জস্য রাখতে ৪০% মহার্ঘ ভাতা প্রদান।

গুগল নিউজ হতে আপডেট ” নিউজ হতে আইবাস++ ও সরকারি নিউজের আপডেট সংগ্রহ করে নিতে পারেন।

২০১৫ সালের জাতীয় বেতন স্কেল এ যে সব সুবিধা বিলুপ্ত করার হয়েছে ?

সেগুলো হচ্ছে :

 ১। ৮ বছর, ১২ বছর ও ১৫ বছরে টাইস্কেল পুনরায় প্রদান;

২। ৪/৫ বছরে সিলেকশন গ্রেড পুনরায় প্রদান;

৩। বেতন সমতাকরণ পুনরায় চালুকরণ;

৪। ইবিক্রস পুনরায় চালু;

৫। অগ্রিম ইনক্রিমেন্ট ও বিশেষ গ্রেড পুনরায় বহাল করা;

৬। দ্রুত সময়ে সচিবালয়ের সব দপ্তরের সরকারী কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ ও গ্রেড পরিবর্তন;

৭।সাম্প্রতিক ২০ গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড বাস্তবায়ন করা;

৮।  ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারিদের মুলবেতনের সমান বাড়ি ভাড়া এবং রেশন চালুকরণ;

৯। ৫০ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারিদের ঋণ প্রদান ।

আরও জানুনঃ সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মহার্ঘ ভাতার প্রস্তাব ২০২৩?


ব্লক পদে পদোন্নতির সুযোগ দিয়ে সব পদের পদোন্নতির ক্ষেত্রে নিয়োগ বিধি প্রণয়ন, কমন নিয়োগবিধিতে পদ পরিমান বৃদ্ধিসহ কমন পদে আন্তঃদপ্তর বদলি চালু করা; শতভাগ পেনশন সমর্পণ পূর্বের ন্যায় বহাল, পেনশনযোগ্য চাকরিকালে বর্তমানে চলমান ৫-২৫ এর স্থলে ৫-২০ বছর তার সাথে পেনশন হার লেটেস্ট আহরিত বেতনের ৯০ শতাংশ এর জায়গায় শতভাগ উন্নীত করাসহ আনুতোষিক ১ টাকায় ৪০০ টাকা নির্ধারণ করা; ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা, করপোরেশনের ঝুঁকি ভাতা শুরু করা; চিকিৎসা, শিক্ষা, টিফিন ও যাতায়াত ভাতা বাস্তব সম্মতভাবে পুনঃ সিলেক্ট করা; আউটসোর্সিং নিয়োগ বিলুপ্তসহ কর্মরতদের জব স্থায়ীকরণ তার সাথে উন্নয়ন প্রকল্পে সাকুল্য বেতন ভোগীদের জব রাজস্বখাতে স্থানান্তর করা।

বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রিন্টু লাল চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন।

আরও জানুনঃ ২০২৩ সালের সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মহার্ঘ ভাতা প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়নি কিন্তু প্রস্ততি রেখেছে মন্ত্রণালয় ?



তিনি বলেন, সরকারী অফিসার ও কর্মচারিদের মাঝে বিপুল বৈষম্য চলছে। আর এই বৈষম্যের যাঁতাকলে পিষ্ট ১১-২০ গ্রেডের কর্মচারীরা। এই বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের সাহায্যে নিজেদের আধিপত্য আদায় করে বৈষম্যমুক্ত কর্ম পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আছে পে-স্কেলের মেয়াদ ৭ বছরের বেশি হয়েছে। এর মধ্যে গ্যাস, কারেন্ট ও পানির বিল ছাড়াও রোজ মুল্যবান দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে। এজন্য রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য ৯ম পে-স্কেল ঘোষণা  করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্রীয় ওয়ার্রকার উন্নয়ন পরিষদে সভাপতি মো. ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ এডিটর আলহাজ্ব মো. রেজাউর রহমান প্রমুখ।

আরও জানুনঃ জাতীয় বেতন স্কেল ২০১৫  ইনক্রিমেন্ট বের করার নিয়ম ? এমসিএইচএফপি গনের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি ?

রিলেটেড ট্যাগঃ নতুন পে স্কেল ২০২৩,৯ম পে স্কেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার,৯ম পে স্কেল ২০২৩,আলোচনায় নতুন পে-স্কেল,পে স্কেল মহার্ঘ ভাতা,মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৩,পে কমিশনের আজকের খবর,পে কমিশনের সর্বশেষ খবর ২০২৩, পে-স্কেল নিউজ

admin

Recent Posts

নবম পে স্কেল ২০২৪ সহ ৭ দফা দাবিসমূহ কি কি ?নবম পে স্কেলের সর্বশেষ খবর ২০২৪ ?

দ্রব্যমূল্যে উর্ধগতির কারণে জীবনযত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মকর্ত/কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের ।…

6 days ago

প্রাথমিক সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ সালের তয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ।

রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর তৃতীয় ধাপরে লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪…

3 weeks ago

এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের বেতন ও ভাতাদি কত ২০২৪ ?

সারা দেশে অসংখ্য বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল রয়েছে। এসব বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক,…

4 weeks ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন গ্রেড এবং বেতন কত ২০২৪ ?

বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত ? বাংলাদেশে শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী…

1 month ago

ঈদুল ফিতর এর কতদিন থাকছে ২০২৪ সালে সরকারি ছুটি ?

পোস্ট সামারীঃ কতদিন থাকছে  ঈদুল ফিতর ২০২৪ সালে সরকারি ছুটি ? ঈদুল ফিতর ২০২৪ সরকারি…

1 month ago

ছুটি নগদায়ন নীতিমালা ২০২৪ ?

ছুটি নগদায়নের ইংরেজি কি ? ছুটি নগদায়নের ইংরেজি কি হলো লাম্পগ্রান্ড (lump grant) . ছুটি…

2 months ago